ক্রীড়া ডেস্ক
সাকিব আল হাসান আবারও ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছেন। টি-টোয়েন্টি হোক বা টি-টেন—ইনিংস বড় করতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন তিনি। এবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান নামে টি-টেন টুর্নামেন্টে শুরু হয়েছে সাকিবের রানখরা।
কেমান দ্বীপপুঞ্জের জিমি পাওয়েল ওভালে গত রাতে মায়ামি ব্লেজ খেলেছে বোকা র্যালটন ট্রেলব্লেজার্সের বিপক্ষে। তবে এই ম্যাচে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ১২০ বলের খেলায় মাত্র ২০ বল খেলা হয়েছে। শেষ পর্যন্ত মায়ামি ব্লেজ-বোকা র্যালটন ট্রেলব্লেজার্স ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
টস জিতে গত রাতে আগে ব্যাটিং নিয়েছেন মায়ামি ব্লেজ অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা। এ ম্যাচেও ওপেনিংয়ে নেমেছেন সাকিব। এবার ৪ বলে করেছেন ২ রান। একটা পর্যায়ে মায়ামির স্কোর হয়েছে ৩.২ ওভারে ২ উইকেটে ২৬ রান। তখনই মুষলধারে নামে বৃষ্টি। যখন বৃষ্টি থামার নামই নিচ্ছে না, ম্যাচ এই অবস্থাতেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। মায়ামির আরেক ওপেনার টম ও’কলোনেল ১১ বলে ১৫ রান করেন। বোকা র্যালটন ট্রেলব্লেজার্সের কার্লোস ব্রাথওয়েট, জশ কান দুজনেই একটি করে উইকেট পেয়েছেন।
৬ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের পয়েন্ট তালিকায় সবার ওপরে ক্যারিবিয়ান টাইগার্স। ১০, ৭, ৬ ও ৪ পয়েন্ট নিয়ে দুই, তিন ও চারে কেমান বে স্টিংরেজ, বোকা র্যালটন ট্রেলব্লেজার্স, ভেগাস ভাইকিংস ও গ্র্যান্ড ক্যানিয়ন ফ্যালকনস। মায়ামি ৩ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে অবস্থান করছে। সাত দলের মধ্যে ৭ নম্বরে থাকা ফ্লোরিডা লায়নসের পয়েন্ট ২। মায়ামি, ফ্লোরিডা দুটি দলই ছয়টি করে ম্যাচ খেলেছে। সাকিব এবারের ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানে ৫ ম্যাচে করেছেন ৫২ রান। বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট।
সাকিব আল হাসান আবারও ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছেন। টি-টোয়েন্টি হোক বা টি-টেন—ইনিংস বড় করতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন তিনি। এবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান নামে টি-টেন টুর্নামেন্টে শুরু হয়েছে সাকিবের রানখরা।
কেমান দ্বীপপুঞ্জের জিমি পাওয়েল ওভালে গত রাতে মায়ামি ব্লেজ খেলেছে বোকা র্যালটন ট্রেলব্লেজার্সের বিপক্ষে। তবে এই ম্যাচে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ১২০ বলের খেলায় মাত্র ২০ বল খেলা হয়েছে। শেষ পর্যন্ত মায়ামি ব্লেজ-বোকা র্যালটন ট্রেলব্লেজার্স ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
টস জিতে গত রাতে আগে ব্যাটিং নিয়েছেন মায়ামি ব্লেজ অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা। এ ম্যাচেও ওপেনিংয়ে নেমেছেন সাকিব। এবার ৪ বলে করেছেন ২ রান। একটা পর্যায়ে মায়ামির স্কোর হয়েছে ৩.২ ওভারে ২ উইকেটে ২৬ রান। তখনই মুষলধারে নামে বৃষ্টি। যখন বৃষ্টি থামার নামই নিচ্ছে না, ম্যাচ এই অবস্থাতেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। মায়ামির আরেক ওপেনার টম ও’কলোনেল ১১ বলে ১৫ রান করেন। বোকা র্যালটন ট্রেলব্লেজার্সের কার্লোস ব্রাথওয়েট, জশ কান দুজনেই একটি করে উইকেট পেয়েছেন।
৬ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের পয়েন্ট তালিকায় সবার ওপরে ক্যারিবিয়ান টাইগার্স। ১০, ৭, ৬ ও ৪ পয়েন্ট নিয়ে দুই, তিন ও চারে কেমান বে স্টিংরেজ, বোকা র্যালটন ট্রেলব্লেজার্স, ভেগাস ভাইকিংস ও গ্র্যান্ড ক্যানিয়ন ফ্যালকনস। মায়ামি ৩ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে অবস্থান করছে। সাত দলের মধ্যে ৭ নম্বরে থাকা ফ্লোরিডা লায়নসের পয়েন্ট ২। মায়ামি, ফ্লোরিডা দুটি দলই ছয়টি করে ম্যাচ খেলেছে। সাকিব এবারের ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানে ৫ ম্যাচে করেছেন ৫২ রান। বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট।
অম্ল-মধুর এক ম্যাচই কাটালেন দুনিথ ভেল্লালাগে। আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে তাঁর দল শ্রীলঙ্কা। এই ম্যাচেই আফগান ব্যাটার মোহাম্মদ নবির কাছে তাঁকে হজম করতে হয় টানা ৫ ছক্কা। সবমিলিয়ে শেষ ওভারে ৩২ রান খরচ করেন তিনি। পরে সেই দুঃসহ অভিজ্ঞতা ভুলিয়ে দেয় শ্রীলঙ্কার ৬ উইকেটের জয়।
৮ ঘণ্টা আগেসুপার ফোরে যাওয়ার জন্য ১০১ রান হলেই চলত শ্রীলঙ্কার। তাতে ম্যাচ হারলেও তাদের ‘আসে-যায়’-এর কিছু ছিল না। কিন্তু টি-টোয়েন্টি এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। লক্ষ্য যখন শিরোপা ধরে রাখা, তখন আফগানদের কাছে হারলে চলে!
৯ ঘণ্টা আগেলঙ্কান বোলারদের তোপে বড় পুঁজি আফগানদের জন্য কঠিনই ছিল। কিন্তু ওস্তাদের মার যে হয় শেষ রাতে। ওস্তাদের ভূমিকাটা বেশ সাদরেই নিলেন মোহাম্মদ নবি। দুনিথ ভেল্লালাগের শেষ ওভারে ৫ ছক্কা মেরে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেন এই অভিজ্ঞ ব্যাটার। একটা পর্যায়ে দেড় শ পেরোনো মুশকিল মনে হচ্ছিল আফগানিস্তানের।
১১ ঘণ্টা আগে২৫ বছর পর উৎসে ফিরলেন জোসে মরিনিও। প্রধান কোচ হিসেবে যে ক্লাবে ডাগআউটে তাঁর ক্যারিয়ার শুরু, সেই বেনফিকায় ফিরলেন তিনি। গতকাল দুই বছরের জন্য মরিনিওর ফেরার কথা নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাবটি।
১১ ঘণ্টা আগে