অদ্ভুত এক ব্যাপার। ম্যানচেস্টার সিটির দাবি তারা জয়ী। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগও দাবি করছে, তারাই জিতেছে। অথচ মামলাটি ম্যান সিটি করেছে প্রিমিয়ার লিগের বিরুদ্ধে।
মামলা অবশ্য ম্যান সিটির আর্থিক নীতিমালা ভঙ্গের ১১৫ অভিযোগসংক্রান্ত ব্যাপার নয়। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের একটি আর্থিক নীতির বিরুদ্ধে একটি মামলা করেছিল সিটিজেনরা। যুক্তরাজ্যের আর্থিক আদালত গতকাল মামলাটির রায় দিয়েছে। আদালতের রায় শোনার পর সিটি, প্রিমিয়ার লিগ দুই পক্ষই নিজেদের জয়ী দাবি করেছে। তারা বলছে, ‘আদালতের রায়ে প্রমাণ হয়েছে, তারা (প্রিমিয়ার লিগ) আর্থিক নীতি নিয়ে আপত্তি তুলেছে। সেটা বেআইনি এবং ক্ষমতার অপব্যবহার করেছে লিগ কর্তৃপক্ষ।’ তবে লিগ কর্তৃপক্ষের দাবি, আদালতের রায়ে প্রমাণ হয়েছে যে অ্যাসোসিয়েটেড পার্টি ট্রানজেকশন (এপিটি) নিয়মটির প্রয়োজন আছে। এতে সিটির বেশির ভাগ আপত্তি খারিজ করা হয়েছে।
এটিপি রায় দেওয়ার পর ম্যান সিটি নিজেদের জয়ী ঘোষণা করে একটি বিবৃতি দেয়। ক্লাবটি বলেছে, ‘নিজেদের দাবিতে ক্লাব সফল। আদালতের কাছে এপিটি নীতিতে অবৈধ মনে হয়েছে। দুটি স্পনসরশিপ চুক্তির ব্যাপারে প্রিমিয়ার লিগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।’ যদিও আদালতের প্যানেল সিটির দুই অভিযোগ ঝুলিয়ে রেখেছে। যাদের একটি শেয়ার বাজার অংশীদারত্ব কোম্পানিগুলোর সঙ্গে ঋণের ব্যাপার এবং অপরটি মার্কেট নীতি ঠিকভাবে যেন মূল্যায়ন করা হয়। অপরটি ফেয়ার মার্কেট ভ্যালু (এফএমভি) সঠিকভাবে মূল্যায়ন করা। এপিটি ও এফএমভি পুরো পরিবর্তনের ব্যাপারটি আদালত প্যানেল খারিজ করেছে।
প্রিমিয়ার লিগ কেন নিজেদের বিজয়ী দাবি করেছে, সেক্ষেত্রে কর্তৃপক্ষ একটি ব্যাখ্যা দিয়েছে। তারা বলেছে, ‘এপিটি সিস্টেমের প্রয়োজনীয়তার পক্ষেই আদালতের রায়ে ম্যানচেস্টার সিটির বেশির ভাগ আপত্তি খারিজ করে দিয়েছেন। এ ছাড়া আদালত এটাও বলেছেন যে লিগের আর্থিক নিয়ন্ত্রণ কার্যকর রাখতে আইনটি দরকার।’
ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত চারবার ১০ বার চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। যার মধ্যে সিটিজেনরা সবশেষ চারবারই শিরোপা জিতেছে ক্লাবটি। ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে সিটিরা পয়েন্ট টেবিলে দুইয়ে। ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে দলটির পয়েন্ট ১৭। সমান ৭ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
অদ্ভুত এক ব্যাপার। ম্যানচেস্টার সিটির দাবি তারা জয়ী। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগও দাবি করছে, তারাই জিতেছে। অথচ মামলাটি ম্যান সিটি করেছে প্রিমিয়ার লিগের বিরুদ্ধে।
মামলা অবশ্য ম্যান সিটির আর্থিক নীতিমালা ভঙ্গের ১১৫ অভিযোগসংক্রান্ত ব্যাপার নয়। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের একটি আর্থিক নীতির বিরুদ্ধে একটি মামলা করেছিল সিটিজেনরা। যুক্তরাজ্যের আর্থিক আদালত গতকাল মামলাটির রায় দিয়েছে। আদালতের রায় শোনার পর সিটি, প্রিমিয়ার লিগ দুই পক্ষই নিজেদের জয়ী দাবি করেছে। তারা বলছে, ‘আদালতের রায়ে প্রমাণ হয়েছে, তারা (প্রিমিয়ার লিগ) আর্থিক নীতি নিয়ে আপত্তি তুলেছে। সেটা বেআইনি এবং ক্ষমতার অপব্যবহার করেছে লিগ কর্তৃপক্ষ।’ তবে লিগ কর্তৃপক্ষের দাবি, আদালতের রায়ে প্রমাণ হয়েছে যে অ্যাসোসিয়েটেড পার্টি ট্রানজেকশন (এপিটি) নিয়মটির প্রয়োজন আছে। এতে সিটির বেশির ভাগ আপত্তি খারিজ করা হয়েছে।
এটিপি রায় দেওয়ার পর ম্যান সিটি নিজেদের জয়ী ঘোষণা করে একটি বিবৃতি দেয়। ক্লাবটি বলেছে, ‘নিজেদের দাবিতে ক্লাব সফল। আদালতের কাছে এপিটি নীতিতে অবৈধ মনে হয়েছে। দুটি স্পনসরশিপ চুক্তির ব্যাপারে প্রিমিয়ার লিগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।’ যদিও আদালতের প্যানেল সিটির দুই অভিযোগ ঝুলিয়ে রেখেছে। যাদের একটি শেয়ার বাজার অংশীদারত্ব কোম্পানিগুলোর সঙ্গে ঋণের ব্যাপার এবং অপরটি মার্কেট নীতি ঠিকভাবে যেন মূল্যায়ন করা হয়। অপরটি ফেয়ার মার্কেট ভ্যালু (এফএমভি) সঠিকভাবে মূল্যায়ন করা। এপিটি ও এফএমভি পুরো পরিবর্তনের ব্যাপারটি আদালত প্যানেল খারিজ করেছে।
প্রিমিয়ার লিগ কেন নিজেদের বিজয়ী দাবি করেছে, সেক্ষেত্রে কর্তৃপক্ষ একটি ব্যাখ্যা দিয়েছে। তারা বলেছে, ‘এপিটি সিস্টেমের প্রয়োজনীয়তার পক্ষেই আদালতের রায়ে ম্যানচেস্টার সিটির বেশির ভাগ আপত্তি খারিজ করে দিয়েছেন। এ ছাড়া আদালত এটাও বলেছেন যে লিগের আর্থিক নিয়ন্ত্রণ কার্যকর রাখতে আইনটি দরকার।’
ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত চারবার ১০ বার চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। যার মধ্যে সিটিজেনরা সবশেষ চারবারই শিরোপা জিতেছে ক্লাবটি। ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে সিটিরা পয়েন্ট টেবিলে দুইয়ে। ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে দলটির পয়েন্ট ১৭। সমান ৭ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৪ মিনিট আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদন প্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহীরা আজ শুরু করে দিতে পারেন আবেদন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৩ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৫ ঘণ্টা আগে