নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন বাংলাদেশের মেয়েরা। নিগার সুলতানা জ্যোতির ফিফটি, ফাহিমা খাতুন ও মুরশিদা খাতুনের কার্যকর দুই ইনিংসে চড়ে শক্তিশালী অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলকে ১২৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই ১০০ রানের আগেই গুটিয়ে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা হয় বাংলাদেশের মেয়েদের। টি-টোয়েন্টি সিরিজে সেই ভুলগুলো শুধরে রানে ফেরার চেষ্টাই ছিল তাঁদের লক্ষ্য। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অসাধারণ ব্যাটিংয়ে ৪ উইকেটে ১২৬ রান তুলেছে স্বাগতিকেরা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক জ্যোতি।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়ে বাংলাদেশ। এই ম্যাচেও শুরুটা ছিল হতাশার। ইনিংসের প্রথম বলেই সোফি মোলিনা গোল্ডেন ডাকে ফেরান ওপেনার দিলারা আক্তারকে। পরের ওভারে ৩ নম্বরে নামা সোবহানা মোস্তারিও ফেরেন রানের খাতা খোলার আগে।
তবে তৃতীয় উইকেটে মুরশিদা ও জ্যোতি শুরুর বিপর্যয় দারুণভাবে সামলে নেন। দুজনে গড়েন ৫৭ বলে ৫৭ রানের অসাধারণ এক জুটি। ১১তম ওভারে মুরশিদাকে ফিরিয়ে পেসার জর্জিয়া ওয়ারেহ্যাস ভাঙেন জুটি। ২৭ বলে ২০ রান আসে মুরশিদার ব্যাট থেকে।
চতুর্থ উইকেটে ফাহিমাকে সঙ্গে নিয়ে ৫২ বলে ৬০ রানের আরেকটি দুর্দান্ত জুটি গড়েন জ্যোতি, যার কল্যাণে বাংলাদেশের স্কোর পৌঁছে যায় ১২৬ রানে। ৬৪ বলে ৭ চারের বাউন্ডারিতে ৬২ রানে অপরাজিত থাকেন জ্যোতি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাংলাদেশ অধিনায়কের এটি ষষ্ঠ ফিফটি। ২১ বলে ২৭ রান করে শেষ ওভারে আউট হন ফাহিমা। অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার মোলিনা।
মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন বাংলাদেশের মেয়েরা। নিগার সুলতানা জ্যোতির ফিফটি, ফাহিমা খাতুন ও মুরশিদা খাতুনের কার্যকর দুই ইনিংসে চড়ে শক্তিশালী অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলকে ১২৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই ১০০ রানের আগেই গুটিয়ে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা হয় বাংলাদেশের মেয়েদের। টি-টোয়েন্টি সিরিজে সেই ভুলগুলো শুধরে রানে ফেরার চেষ্টাই ছিল তাঁদের লক্ষ্য। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অসাধারণ ব্যাটিংয়ে ৪ উইকেটে ১২৬ রান তুলেছে স্বাগতিকেরা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক জ্যোতি।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়ে বাংলাদেশ। এই ম্যাচেও শুরুটা ছিল হতাশার। ইনিংসের প্রথম বলেই সোফি মোলিনা গোল্ডেন ডাকে ফেরান ওপেনার দিলারা আক্তারকে। পরের ওভারে ৩ নম্বরে নামা সোবহানা মোস্তারিও ফেরেন রানের খাতা খোলার আগে।
তবে তৃতীয় উইকেটে মুরশিদা ও জ্যোতি শুরুর বিপর্যয় দারুণভাবে সামলে নেন। দুজনে গড়েন ৫৭ বলে ৫৭ রানের অসাধারণ এক জুটি। ১১তম ওভারে মুরশিদাকে ফিরিয়ে পেসার জর্জিয়া ওয়ারেহ্যাস ভাঙেন জুটি। ২৭ বলে ২০ রান আসে মুরশিদার ব্যাট থেকে।
চতুর্থ উইকেটে ফাহিমাকে সঙ্গে নিয়ে ৫২ বলে ৬০ রানের আরেকটি দুর্দান্ত জুটি গড়েন জ্যোতি, যার কল্যাণে বাংলাদেশের স্কোর পৌঁছে যায় ১২৬ রানে। ৬৪ বলে ৭ চারের বাউন্ডারিতে ৬২ রানে অপরাজিত থাকেন জ্যোতি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাংলাদেশ অধিনায়কের এটি ষষ্ঠ ফিফটি। ২১ বলে ২৭ রান করে শেষ ওভারে আউট হন ফাহিমা। অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার মোলিনা।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৯ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১০ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১২ ঘণ্টা আগে