নিজস্ব প্রতিবেদক, দিল্লি থেকে
সাকিব আল হাসানের শিকার হয়ে সাদিরা সামারাবিক্রমাকে ফেরার পরই ঘটেছে ঘটনাটা। নতুন ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস এলেন উইকেটে। আর তখনই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বিষয়টি আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করলেন। তাঁর সঙ্গে পুরো বাংলাদেশ দলই তখন আবেদনটি করে।
ম্যাথুস নির্দিষ্ট সময়েই মাঠে প্রবেশ করেন। এমসিসির আইন অনুযায়ী, কোনো ব্যাটারের আউটের ৩ মিনিটের মধ্যে পরের বলটা খেলতে হবে। কিন্তু আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ২ মিনিটের মধ্যে খেলতে হবে। ম্যাথুস ২ মিনিটের মধ্যে উইকেটে এলেও বল খেলতে পারেননি।
ম্যাথুস বারবার তাঁর হেলমেট ইঙ্গিত করে বোঝাতে চেষ্টা করছিলেন ওটা ঠিকঠাক করতে একটু সময় লেগেছে। এ সময় তাঁর হাতে ছিল দুটি হেলমেট। উইকেটে গিয়ে ম্যাথুস বুঝলেন, তাঁর হেলমেটের স্ট্র্যাপ ছেঁড়া। তিনি ড্রেসিংরুমে ইশারা করতেই নতুন হেলমেট নিয়ে অতিরিক্ত খেলোয়াড় মাঠে ঢুকলেন। এই হেলমেট পরিবর্তনের সময়ে তাঁর প্রথম বলটা খেলতে দেরি হয়ে যায় ম্যাথুসের।
দেরির নিয়মটি সাকিবের ভালোভাবে জানা ছিল বলেই আবেদন করেন আম্পায়ার মরিস এরাসমাসের কাছে। নিয়ম অনুযায়ী লঙ্কান ব্যাটার আউট। আর তাতেই আন্তর্জাতিক ক্রিকেট প্রথমবারের মতো দেখল ‘টাইমড আউট’। এই উইকেট পতনে বোলার কিংবা ফিল্ডার কারও কৃতিত্ব থাকবে না। প্রেসবক্সে থাকা আইসিসির অফিশিয়াল স্কোরাররা জানালেন, ৩টা ৪৯ মিনিট থেকে ৩টা ৫৪ মিনিট—সামারাবিক্রমা আর ম্যাথুসের আউটের মধ্যবর্তী সময়। এর মধ্যে সাকিব এবং তাঁর দল আম্পায়ারের কাছে যেমন জোর আবেদন করেছেন। ম্যাথুসও চেষ্টা করেছিলেন উইকেটে থাকতে। অতঃপর গজরাতে গজরাতে ড্রেসিংরুমে ফিরলেন লঙ্কান অভিজ্ঞ ব্যাটার। মজার ব্যাপার হচ্ছে, একই বলে (২৪.২ ওভার) আউট হলেন দুই লঙ্কান ব্যাটার।
গত কয়েক বছরে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচে কিছু না কিছু ঝাঁজাল বা ব্যতিক্রম ঘটনা থাকেই। দিল্লিতে আজ এমনই ঘটনা ঘটল, যেটা ক্রিকেট ইতিহাসেই বিরল।
সাকিব আল হাসানের শিকার হয়ে সাদিরা সামারাবিক্রমাকে ফেরার পরই ঘটেছে ঘটনাটা। নতুন ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস এলেন উইকেটে। আর তখনই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বিষয়টি আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করলেন। তাঁর সঙ্গে পুরো বাংলাদেশ দলই তখন আবেদনটি করে।
ম্যাথুস নির্দিষ্ট সময়েই মাঠে প্রবেশ করেন। এমসিসির আইন অনুযায়ী, কোনো ব্যাটারের আউটের ৩ মিনিটের মধ্যে পরের বলটা খেলতে হবে। কিন্তু আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ২ মিনিটের মধ্যে খেলতে হবে। ম্যাথুস ২ মিনিটের মধ্যে উইকেটে এলেও বল খেলতে পারেননি।
ম্যাথুস বারবার তাঁর হেলমেট ইঙ্গিত করে বোঝাতে চেষ্টা করছিলেন ওটা ঠিকঠাক করতে একটু সময় লেগেছে। এ সময় তাঁর হাতে ছিল দুটি হেলমেট। উইকেটে গিয়ে ম্যাথুস বুঝলেন, তাঁর হেলমেটের স্ট্র্যাপ ছেঁড়া। তিনি ড্রেসিংরুমে ইশারা করতেই নতুন হেলমেট নিয়ে অতিরিক্ত খেলোয়াড় মাঠে ঢুকলেন। এই হেলমেট পরিবর্তনের সময়ে তাঁর প্রথম বলটা খেলতে দেরি হয়ে যায় ম্যাথুসের।
দেরির নিয়মটি সাকিবের ভালোভাবে জানা ছিল বলেই আবেদন করেন আম্পায়ার মরিস এরাসমাসের কাছে। নিয়ম অনুযায়ী লঙ্কান ব্যাটার আউট। আর তাতেই আন্তর্জাতিক ক্রিকেট প্রথমবারের মতো দেখল ‘টাইমড আউট’। এই উইকেট পতনে বোলার কিংবা ফিল্ডার কারও কৃতিত্ব থাকবে না। প্রেসবক্সে থাকা আইসিসির অফিশিয়াল স্কোরাররা জানালেন, ৩টা ৪৯ মিনিট থেকে ৩টা ৫৪ মিনিট—সামারাবিক্রমা আর ম্যাথুসের আউটের মধ্যবর্তী সময়। এর মধ্যে সাকিব এবং তাঁর দল আম্পায়ারের কাছে যেমন জোর আবেদন করেছেন। ম্যাথুসও চেষ্টা করেছিলেন উইকেটে থাকতে। অতঃপর গজরাতে গজরাতে ড্রেসিংরুমে ফিরলেন লঙ্কান অভিজ্ঞ ব্যাটার। মজার ব্যাপার হচ্ছে, একই বলে (২৪.২ ওভার) আউট হলেন দুই লঙ্কান ব্যাটার।
গত কয়েক বছরে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচে কিছু না কিছু ঝাঁজাল বা ব্যতিক্রম ঘটনা থাকেই। দিল্লিতে আজ এমনই ঘটনা ঘটল, যেটা ক্রিকেট ইতিহাসেই বিরল।
ভারতের আপত্তিতে গত বছর এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। এবার শঙ্কা দেখা দিয়েছে ২০২৫ এশিয়া কাপ হওয়া নিয়ে। এশিয়ার ক্রিকেটীয় সৌন্দর্যই যেন প্রায় বিলীন ভারত-পাকিস্তানের রেষারেষিতে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা।
১৭ মিনিট আগেআগের রাতে জিততে ঘাম ছুটে গিয়েছিল বার্সেলোনার। যদিও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে অনেকটা দ্বিতীয় সারির দল সাজিয়েছিল তারা। তবে আজ সেল্টা ভিগোর বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শুরুতে দাপট দেখানোর পরও তারা মাঠ ছেড়েছে ৩-২ ব্যবধানের কষ্টের জয় নিয়ে। তবে দুই দল স্বস্তি পাচ্ছে এই ভেবে যে এল ক্
২ ঘণ্টা আগেটি-টোয়েন্টিতে নতুন যুগের শুরুটা তাহলে করতে যাচ্ছে বাংলাদেশ। যার শুরুটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হয়েছে লিটন দাসকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা করে। পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই দুই দলের সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের টি-টোয়েন্টির নেতৃত্ব শুরু হচ্ছে লিটনের।
৫ ঘণ্টা আগেবাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে লিটন দাস ছিলেন অধিনায়ক। এবার তাঁকেই স্থায়ীভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
৬ ঘণ্টা আগে