Ajker Patrika

বিকেএসপির মাঠে ধরা পড়ল ১২ কেজির মাগুর মাছ!

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০২ জুন ২০২১, ১৭: ৫৮
বিকেএসপির মাঠে ধরা পড়ল ১২ কেজির মাগুর মাছ!

ঢাকা: মাঠের চারদিকে পানি, মাঝে শুধু উইকেট জেগে আছে দ্বীপের মতো! কাল সাভারের বিকেএসপির মাঠের ছবি ছিল এমনই। মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ায় ঢাকা প্রিমিয়ার লিগের বিকেএসপির ম্যাচগুলো আনা হয়েছে ঢাকায়। মাঠের অবস্থা দেখে কারও মনে হতেই পারে, বিকেএসপির মাঠে মাছ চাষ করা যেতে পারে! 

কাল ফেসবুকে বিকেএসপির মাঠের ছবি দিয়ে একজন পোস্টও করেছিলেন, চাইলেই ছিপ নিয়ে মাছ ধরতে বসে যেতে পারেন! আজ সকালে সত্যি সত্যিই সেখানে ধরা পড়ল বিশালাকৃতির মাগুর মাছ! ক্রিকেট মাঠের জমে থাকা পানিতে মাছ ধরার বিরল এক দৃষ্টান্ত তৈরি করল বিকেএসপি। আজ সকালে বিকেএসপির কিউরেটর নুরুজ্জামান নয়ন মাছের ছবি পোস্ট করে পোস্টও দিয়েছেন। তিনি লিখেছেন, ‘বৃষ্টির পর বিকেএসপির তিন নম্বর মাঠে এই মাছটি আমরা ধরেছি।’ 

বিকেএসপির মাঠ এভাবেই ডুবে আছে পানিতে

ক্রিকেট মাঠে মাছ এল কীভাবে? কিউরেটর নয়ন বলেছেন, ‘বিকেএসপির মাঠের পাশে অনেক পুকুর-ডোবা আছে। সেখান থেকেই হয়তো ড্রেন দিয়ে মাছ এসেছে। আমাদের ধরা মাছটির ওজন ১০-১২ কেজি হবে। শুধু একটি নয়, আরও মাছ ধরা পড়েছে মাঠে। অনেকেই মাছ ধরেছে।’ 

এত দিন পুকুর কিংবা নদী থেকে বড় বড় মাছ ধরার খবর শিরোনামে এসেছে। এবার ক্রিকেট মাঠেই মাছ ধরার ঘটনা ঘটল। সেটিও কি না বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিতে! এই বিকেএসপির দুটি মাঠের তত্ত্বাবধানে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির তত্ত্বাবধানে থাকা মাঠে কেন এত পানি জমে থাকে, সে প্রশ্নে কাল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আমাদের দেশে মাঠগুলো কিছুটা নিচু জায়গায় থাকে। আর এখন যেভাবে উন্নয়ন কাজ হচ্ছে, তাতে দেখা যায় চারপাশের সব পানি মাঠেই চলে আসে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত