নিজস্ব প্রতিবেদক
ঢাকা: মাঠের চারদিকে পানি, মাঝে শুধু উইকেট জেগে আছে দ্বীপের মতো! কাল সাভারের বিকেএসপির মাঠের ছবি ছিল এমনই। মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ায় ঢাকা প্রিমিয়ার লিগের বিকেএসপির ম্যাচগুলো আনা হয়েছে ঢাকায়। মাঠের অবস্থা দেখে কারও মনে হতেই পারে, বিকেএসপির মাঠে মাছ চাষ করা যেতে পারে!
কাল ফেসবুকে বিকেএসপির মাঠের ছবি দিয়ে একজন পোস্টও করেছিলেন, চাইলেই ছিপ নিয়ে মাছ ধরতে বসে যেতে পারেন! আজ সকালে সত্যি সত্যিই সেখানে ধরা পড়ল বিশালাকৃতির মাগুর মাছ! ক্রিকেট মাঠের জমে থাকা পানিতে মাছ ধরার বিরল এক দৃষ্টান্ত তৈরি করল বিকেএসপি। আজ সকালে বিকেএসপির কিউরেটর নুরুজ্জামান নয়ন মাছের ছবি পোস্ট করে পোস্টও দিয়েছেন। তিনি লিখেছেন, ‘বৃষ্টির পর বিকেএসপির তিন নম্বর মাঠে এই মাছটি আমরা ধরেছি।’
ক্রিকেট মাঠে মাছ এল কীভাবে? কিউরেটর নয়ন বলেছেন, ‘বিকেএসপির মাঠের পাশে অনেক পুকুর-ডোবা আছে। সেখান থেকেই হয়তো ড্রেন দিয়ে মাছ এসেছে। আমাদের ধরা মাছটির ওজন ১০-১২ কেজি হবে। শুধু একটি নয়, আরও মাছ ধরা পড়েছে মাঠে। অনেকেই মাছ ধরেছে।’
এত দিন পুকুর কিংবা নদী থেকে বড় বড় মাছ ধরার খবর শিরোনামে এসেছে। এবার ক্রিকেট মাঠেই মাছ ধরার ঘটনা ঘটল। সেটিও কি না বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিতে! এই বিকেএসপির দুটি মাঠের তত্ত্বাবধানে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির তত্ত্বাবধানে থাকা মাঠে কেন এত পানি জমে থাকে, সে প্রশ্নে কাল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আমাদের দেশে মাঠগুলো কিছুটা নিচু জায়গায় থাকে। আর এখন যেভাবে উন্নয়ন কাজ হচ্ছে, তাতে দেখা যায় চারপাশের সব পানি মাঠেই চলে আসে।’
ঢাকা: মাঠের চারদিকে পানি, মাঝে শুধু উইকেট জেগে আছে দ্বীপের মতো! কাল সাভারের বিকেএসপির মাঠের ছবি ছিল এমনই। মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ায় ঢাকা প্রিমিয়ার লিগের বিকেএসপির ম্যাচগুলো আনা হয়েছে ঢাকায়। মাঠের অবস্থা দেখে কারও মনে হতেই পারে, বিকেএসপির মাঠে মাছ চাষ করা যেতে পারে!
কাল ফেসবুকে বিকেএসপির মাঠের ছবি দিয়ে একজন পোস্টও করেছিলেন, চাইলেই ছিপ নিয়ে মাছ ধরতে বসে যেতে পারেন! আজ সকালে সত্যি সত্যিই সেখানে ধরা পড়ল বিশালাকৃতির মাগুর মাছ! ক্রিকেট মাঠের জমে থাকা পানিতে মাছ ধরার বিরল এক দৃষ্টান্ত তৈরি করল বিকেএসপি। আজ সকালে বিকেএসপির কিউরেটর নুরুজ্জামান নয়ন মাছের ছবি পোস্ট করে পোস্টও দিয়েছেন। তিনি লিখেছেন, ‘বৃষ্টির পর বিকেএসপির তিন নম্বর মাঠে এই মাছটি আমরা ধরেছি।’
ক্রিকেট মাঠে মাছ এল কীভাবে? কিউরেটর নয়ন বলেছেন, ‘বিকেএসপির মাঠের পাশে অনেক পুকুর-ডোবা আছে। সেখান থেকেই হয়তো ড্রেন দিয়ে মাছ এসেছে। আমাদের ধরা মাছটির ওজন ১০-১২ কেজি হবে। শুধু একটি নয়, আরও মাছ ধরা পড়েছে মাঠে। অনেকেই মাছ ধরেছে।’
এত দিন পুকুর কিংবা নদী থেকে বড় বড় মাছ ধরার খবর শিরোনামে এসেছে। এবার ক্রিকেট মাঠেই মাছ ধরার ঘটনা ঘটল। সেটিও কি না বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিতে! এই বিকেএসপির দুটি মাঠের তত্ত্বাবধানে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির তত্ত্বাবধানে থাকা মাঠে কেন এত পানি জমে থাকে, সে প্রশ্নে কাল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আমাদের দেশে মাঠগুলো কিছুটা নিচু জায়গায় থাকে। আর এখন যেভাবে উন্নয়ন কাজ হচ্ছে, তাতে দেখা যায় চারপাশের সব পানি মাঠেই চলে আসে।’
সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
৪০ মিনিট আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৩ ঘণ্টা আগে