Ajker Patrika

গ্যালারিতে গিয়ে ভক্তদের বল উপহার দিলেন ধোনি

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৪: ৩৯
গ্যালারিতে গিয়ে ভক্তদের বল উপহার দিলেন ধোনি

তাঁর ক্ষুরধার নেতৃত্ব আর উইকেটকিপিং দক্ষতা নিয়ে প্রশ্ন নেই কারও। কিন্তু শম্বুক গতির ব্যাটিং নিয়ে বইছিল সমালোচনার ঝড়। 

মহেন্দ্র সিং ধোনি নাকি ইদানীং চেন্নাই সুপার কিংসকে হারানোর ‘পণ’ করে ব্যাটিংয়ে নামেন—এমন কটু কথায় ছেয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম। ধোনি সেসবে কর্ণপাত করেননি কখনো। করার প্রয়োজনও মনে করেননি। বারবার ব্যাটকেই যে তরবারি বানিয়ে দিয়েছেন জবাব! গত রাতেও দিলেন। 

‘বুড়ো’ ধোনির ভেলায় চড়েই কাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে উঠে গেছে চেন্নাই সুপার কিংস। দুবাইয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তাঁর ৬ বলে ১৮ রানের ইনিংসটিই (৩ চার, ১ ছক্কা) গড়ে দিয়েছে ব্যবধান। আরেকবার বুঝিয়ে দিয়েছেন, বড় ম্যাচের স্নায়ুচাপ সামলে কীভাবে ম্যাচ বের করে আনতে হয়। 

ধোনির ‘ফিনিশিং শট’টা দেখার পর মেয়ে জিভাকে বুকে জড়িয়ে আবেগতাড়িত হয়ে পড়েন স্ত্রী সাক্ষী। কেঁদে ‘গ্যালারি ভাসান’ দুই খুদে সমর্থকও। তাদের চাওয়াটা অবশ্য ভিন্ন। 

চেন্নাইয়ের জার্সি পরে খেলা দেখতে আসা দুই শিশু সমর্থক ধোনিকে কাছ থেকে দেখতে চেয়েছিল। ম্যাচ জিতিয়ে ড্রেসিংরুমে ফিরে ঘটনাটি জানতেই তাদের আবদার পূরণ করেছেন ধোনি। ড্রেসিংরুম থেকে বেরিয়ে ওপর তলার গ্যালারিতে থাকা দুই ভক্তের দৃষ্টি আকর্ষণ করেন ‘ক্যাপ্টেন কুল’। এরপর ম্যাচ জেতানো বলটায় অটোগ্রাফ দিয়ে উপহার দেন তাদের। প্রিয় ক্রিকেটারের কাছ থেকে উপহার পাওয়ার পরেই শুরু হয় তাদের সীমাহীন আনন্দ।

এই না হলেন ধোনি! এই না হলেন ‘মিস্টার ফিনিশার’! 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত