ক্রীড়া ডেস্ক
গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরির পর থেকে আর কোনো সুখবর নেই নাজমুল হোসেন শান্তর। কলম্বোতে দ্বিতীয় টেস্টে তাঁর নেতৃত্বে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। এই টেস্টের পর ছেড়েছেন অধিনায়কত্ব। এবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) তাঁকে দিল আরেক দুঃসংবাদ।
কলম্বোর প্রেমাদাসায় এখন চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে। এই ওয়ানডে চলার সময়ই সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। হালনাগাদের পর টেস্টে পাঁচ ধাপ পিছিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ৩৪ নম্বরে শান্ত। তাঁর রেটিং পয়েন্ট ৫৯১। শ্রীলঙ্কার বিপক্ষে কদিন আগে শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে ১০০ গড়ে করেছেন ৩০০ রান। শান্তর সতীর্থ মুশফিকুর রহিম টেস্টে পিছিয়েছেন এক ধাপ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ২৯ নম্বরে।
মুশফিকের মতো লিটনও পিছিয়েছেন এক ধাপ। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে লিটন এখন ৪১ নম্বরে। গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯১ রানের পর বলার মতো আর কিছুই করতে পারেননি। মুশফিক-শান্তদের অবনতির দিনে সুখবর পেয়েছেন তাইজুল ইসলাম। দুই ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ১৬ নম্বরে তাইজুল। তাঁর রেটিং পয়েন্ট ৬৭১। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ৯ উইকেট নিয়েছেন তিনি। সমান ৯ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী তাইজুল ও নাঈম হাসান।
টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আগের মতোই দুইয়ে মেহেদী হাসান মিরাজ। তাঁর রেটিং পয়েন্ট ৩০৫। ৩৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। সেরা দশের মধ্যে ৯টি জায়গাই অপরিবর্তিত। যেখানে এক ধাপ পিছিয়ে টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এখন ৯ নম্বরে মিচেল স্টার্ক।
৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরা। কাগিসো রাবাদা ও প্যাট কামিন্স আগের মতোই দুই ও তিনে আছেন। রাবাদা ও কামিন্সের রেটিং পয়েন্ট ৮৫৯ ও ৮৪৬। এক ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে চারে জশ হ্যাজলউড। তিনি এগিয়ে আসায় পিছিয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলী। এদিকে ৮৮৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে জো রুট। এক ধাপ এগিয়ে এখন টেস্ট র্যাঙ্কিংয়ের ছয় নম্বর ব্যাটার ঋষভ পন্ত। তাঁর রেটিং পয়েন্ট ৮০১। পন্তের কারণে এক ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছেন টেম্বা বাভুমা।
শান্ত যেদিন টেস্ট র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন, সেদিন আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ মাস পর উইকেটের দেখা পেয়েছেন। নিয়েছেন শ্রীলঙ্কার জানিথ লিয়ানাগের উইকেট। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ১৩৭ ম্যাচে ২২ ইনিংস বোলিং করে ২ উইকেট পেয়েছেন শান্ত। লঙ্কানদের বিপক্ষে ৪ ওভারে দিয়েছেন ৩২ রান।
গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরির পর থেকে আর কোনো সুখবর নেই নাজমুল হোসেন শান্তর। কলম্বোতে দ্বিতীয় টেস্টে তাঁর নেতৃত্বে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। এই টেস্টের পর ছেড়েছেন অধিনায়কত্ব। এবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) তাঁকে দিল আরেক দুঃসংবাদ।
কলম্বোর প্রেমাদাসায় এখন চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে। এই ওয়ানডে চলার সময়ই সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। হালনাগাদের পর টেস্টে পাঁচ ধাপ পিছিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ৩৪ নম্বরে শান্ত। তাঁর রেটিং পয়েন্ট ৫৯১। শ্রীলঙ্কার বিপক্ষে কদিন আগে শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে ১০০ গড়ে করেছেন ৩০০ রান। শান্তর সতীর্থ মুশফিকুর রহিম টেস্টে পিছিয়েছেন এক ধাপ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ২৯ নম্বরে।
মুশফিকের মতো লিটনও পিছিয়েছেন এক ধাপ। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে লিটন এখন ৪১ নম্বরে। গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯১ রানের পর বলার মতো আর কিছুই করতে পারেননি। মুশফিক-শান্তদের অবনতির দিনে সুখবর পেয়েছেন তাইজুল ইসলাম। দুই ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ১৬ নম্বরে তাইজুল। তাঁর রেটিং পয়েন্ট ৬৭১। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ৯ উইকেট নিয়েছেন তিনি। সমান ৯ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী তাইজুল ও নাঈম হাসান।
টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আগের মতোই দুইয়ে মেহেদী হাসান মিরাজ। তাঁর রেটিং পয়েন্ট ৩০৫। ৩৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। সেরা দশের মধ্যে ৯টি জায়গাই অপরিবর্তিত। যেখানে এক ধাপ পিছিয়ে টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এখন ৯ নম্বরে মিচেল স্টার্ক।
৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরা। কাগিসো রাবাদা ও প্যাট কামিন্স আগের মতোই দুই ও তিনে আছেন। রাবাদা ও কামিন্সের রেটিং পয়েন্ট ৮৫৯ ও ৮৪৬। এক ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে চারে জশ হ্যাজলউড। তিনি এগিয়ে আসায় পিছিয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলী। এদিকে ৮৮৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে জো রুট। এক ধাপ এগিয়ে এখন টেস্ট র্যাঙ্কিংয়ের ছয় নম্বর ব্যাটার ঋষভ পন্ত। তাঁর রেটিং পয়েন্ট ৮০১। পন্তের কারণে এক ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছেন টেম্বা বাভুমা।
শান্ত যেদিন টেস্ট র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন, সেদিন আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ মাস পর উইকেটের দেখা পেয়েছেন। নিয়েছেন শ্রীলঙ্কার জানিথ লিয়ানাগের উইকেট। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ১৩৭ ম্যাচে ২২ ইনিংস বোলিং করে ২ উইকেট পেয়েছেন শান্ত। লঙ্কানদের বিপক্ষে ৪ ওভারে দিয়েছেন ৩২ রান।
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার দুনিথ ভেল্লালাগের বাবা সুরাঙ্গা ভেল্লালাগে। ভেল্লালাগের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লিটন দাস, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়রা।
৬ মিনিট আগেবাবা হারালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার এবাদত হোসেন চৌধুরী। গতকাল রাতে সিলেটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবাদতের বাবা নিজাম উদ্দিন চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
৪১ মিনিট আগেশ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের সমীকরণ পক্ষে আসায় এশিয়া কাপের সুপার ফোরের টিকিট হাতে পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের সহায়তায় গ্রুপ পর্বের বাধা অতিক্রম করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
২ ঘণ্টা আগেঅম্ল-মধুর এক ম্যাচই কাটালেন দুনিথ ভেল্লালাগে। আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে তাঁর দল শ্রীলঙ্কা। এই ম্যাচেই আফগান ব্যাটার মোহাম্মদ নবির কাছে তাঁকে হজম করতে হয় টানা ৫ ছক্কা। সবমিলিয়ে শেষ ওভারে ৩২ রান খরচ করেন তিনি। পরে সেই দুঃসহ অভিজ্ঞতা ভুলিয়ে দেয় শ্রীলঙ্কার ৬ উইকেটের জয়।
১১ ঘণ্টা আগে