Ajker Patrika

দলের ভরসা থেকেই নিজের ওপর বিশ্বাস মিরাজের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১১: ৫২
দলের ভরসা থেকেই নিজের ওপর বিশ্বাস মিরাজের

সংযুক্ত আরব আমিরাতকে দুটি টি-টোয়েন্টিতে হারিয়ে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। বিশ্বকাপের মিশন শুরুর আগে এই সিরিজে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাও করেছে টিম ম্যানেজমেন্টরা। তার মধ্যে অন্যতম ছিল মেক শিফট ওপেনার। মেক শিফট ওপেনার হিসেবে দুই ম্যাচেই ভালোই খেলেছেন মেহেদী হাসান মিরাজ। নিজেকে এই ভূমিকায় প্রমাণ করতে পেরে বেশ খুশি তিনি। 

এশিয়া কাপের আগে মিরাজ আলোচনায় ছিলেন না টি-টোয়েন্টি সংস্করণে। তিনি হঠাৎ করে সুযোগ পেয়েছেন দলে। শেষ তিন ম্যাচে আবার খেললেন মেক শিফট ওপেনার হিসেবে। আরব আমিরাতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ক্যারিয়ার-সেরা ৪৬ রান করে ম্যাচ-সেরাও হয়েছেন তিনি। নিজের নতুন ভূমিকা সম্পর্কে তিনি বলেছেন, ‘সবচেয়ে বড় কথা, আমার ওপর ভরসা করা হয়েছে। যখন আমারর ওপর ভরসা করা হয়েছে, তখন আমি নিজেকেও বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ। সবার আস্থা থেকে নিজের ওপর বিশ্বাসটাও চলে এসেছে।’ 

ত্রিদেশীয় সিরিজ খেলেতে বাংলাদেশের মিশন এবার নিউজিল্যান্ড। এর পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই দুই ম্যাচ ভালো কাজে দেবে মনে করছেন মিরাজ। বাংলাদেশের অলরাউন্ডার বলেছেন, ‘প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা যে সুবিধা পেয়েছি, এটা খুব ভালো ছিল। আর আমরা যে ম্যাচ দুটো খেলেছি, এটা বিশ্বকাপে যাওয়ার আগে আত্মবিশ্বাস জোগাবে প্রত্যেক খেলোয়াড়ের জন্য। এই সাত দিন সবাই খুব ভালো কাজে লাগিয়েছে। ভালো প্রস্তুতি নিয়েছি সবাই।’ 

আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি কষ্টার্জিত ৭ রানের জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষকে ৩২ রানে হারায় বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত