সংযুক্ত আরব আমিরাতকে দুটি টি-টোয়েন্টিতে হারিয়ে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। বিশ্বকাপের মিশন শুরুর আগে এই সিরিজে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাও করেছে টিম ম্যানেজমেন্টরা। তার মধ্যে অন্যতম ছিল মেক শিফট ওপেনার। মেক শিফট ওপেনার হিসেবে দুই ম্যাচেই ভালোই খেলেছেন মেহেদী হাসান মিরাজ। নিজেকে এই ভূমিকায় প্রমাণ করতে পেরে বেশ খুশি তিনি।
এশিয়া কাপের আগে মিরাজ আলোচনায় ছিলেন না টি-টোয়েন্টি সংস্করণে। তিনি হঠাৎ করে সুযোগ পেয়েছেন দলে। শেষ তিন ম্যাচে আবার খেললেন মেক শিফট ওপেনার হিসেবে। আরব আমিরাতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ক্যারিয়ার-সেরা ৪৬ রান করে ম্যাচ-সেরাও হয়েছেন তিনি। নিজের নতুন ভূমিকা সম্পর্কে তিনি বলেছেন, ‘সবচেয়ে বড় কথা, আমার ওপর ভরসা করা হয়েছে। যখন আমারর ওপর ভরসা করা হয়েছে, তখন আমি নিজেকেও বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ। সবার আস্থা থেকে নিজের ওপর বিশ্বাসটাও চলে এসেছে।’
ত্রিদেশীয় সিরিজ খেলেতে বাংলাদেশের মিশন এবার নিউজিল্যান্ড। এর পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই দুই ম্যাচ ভালো কাজে দেবে মনে করছেন মিরাজ। বাংলাদেশের অলরাউন্ডার বলেছেন, ‘প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা যে সুবিধা পেয়েছি, এটা খুব ভালো ছিল। আর আমরা যে ম্যাচ দুটো খেলেছি, এটা বিশ্বকাপে যাওয়ার আগে আত্মবিশ্বাস জোগাবে প্রত্যেক খেলোয়াড়ের জন্য। এই সাত দিন সবাই খুব ভালো কাজে লাগিয়েছে। ভালো প্রস্তুতি নিয়েছি সবাই।’
আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি কষ্টার্জিত ৭ রানের জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষকে ৩২ রানে হারায় বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাতকে দুটি টি-টোয়েন্টিতে হারিয়ে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। বিশ্বকাপের মিশন শুরুর আগে এই সিরিজে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাও করেছে টিম ম্যানেজমেন্টরা। তার মধ্যে অন্যতম ছিল মেক শিফট ওপেনার। মেক শিফট ওপেনার হিসেবে দুই ম্যাচেই ভালোই খেলেছেন মেহেদী হাসান মিরাজ। নিজেকে এই ভূমিকায় প্রমাণ করতে পেরে বেশ খুশি তিনি।
এশিয়া কাপের আগে মিরাজ আলোচনায় ছিলেন না টি-টোয়েন্টি সংস্করণে। তিনি হঠাৎ করে সুযোগ পেয়েছেন দলে। শেষ তিন ম্যাচে আবার খেললেন মেক শিফট ওপেনার হিসেবে। আরব আমিরাতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ক্যারিয়ার-সেরা ৪৬ রান করে ম্যাচ-সেরাও হয়েছেন তিনি। নিজের নতুন ভূমিকা সম্পর্কে তিনি বলেছেন, ‘সবচেয়ে বড় কথা, আমার ওপর ভরসা করা হয়েছে। যখন আমারর ওপর ভরসা করা হয়েছে, তখন আমি নিজেকেও বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ। সবার আস্থা থেকে নিজের ওপর বিশ্বাসটাও চলে এসেছে।’
ত্রিদেশীয় সিরিজ খেলেতে বাংলাদেশের মিশন এবার নিউজিল্যান্ড। এর পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই দুই ম্যাচ ভালো কাজে দেবে মনে করছেন মিরাজ। বাংলাদেশের অলরাউন্ডার বলেছেন, ‘প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা যে সুবিধা পেয়েছি, এটা খুব ভালো ছিল। আর আমরা যে ম্যাচ দুটো খেলেছি, এটা বিশ্বকাপে যাওয়ার আগে আত্মবিশ্বাস জোগাবে প্রত্যেক খেলোয়াড়ের জন্য। এই সাত দিন সবাই খুব ভালো কাজে লাগিয়েছে। ভালো প্রস্তুতি নিয়েছি সবাই।’
আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি কষ্টার্জিত ৭ রানের জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষকে ৩২ রানে হারায় বাংলাদেশ।
চল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
১০ ঘণ্টা আগেআইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
১২ ঘণ্টা আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
১৩ ঘণ্টা আগে