Ajker Patrika

যে ‘এলিট ক্লাবে’ সাকিব-আফ্রিদিদের পেলেন স্টোকস 

আপডেট : ১২ জুলাই ২০২৪, ১৩: ৪৯
যে ‘এলিট ক্লাবে’ সাকিব-আফ্রিদিদের পেলেন স্টোকস 

রেকর্ড বইয়ের অনেক পাতায় নিজের নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। সাকিবের সঙ্গী হিসেবে রেকর্ড বইয়ে আছেন শহীদ আফ্রিদি, সনাথ জয়াসুরিয়ার মতো কিংবদন্তিরাও। তারকা ক্রিকেটারদের ‘এলিট ক্লাবে’ এবার নাম লেখালেন বেন স্টোকস।

 

টেস্টে ২০০ ও আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০—দুটি মাইলফলক ছুঁতে স্টোকসের দরকার ছিল ২ উইকেট।  লর্ডসে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টেই জোড়া মাইলফলক স্পর্শ করলেন স্টোকস। উইন্ডিজের দ্বিতীয় ইনিংসের  ১২তম ওভারের তৃতীয় বলে কার্ক ম্যাকেঞ্জিকে এলবিডব্লু করে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ২০০তম উইকেট পেলেন স্টোকস। একই সঙ্গে ইংলিশ অলরাউন্ডারের সেটা ৩০০তম আন্তর্জাতিক উইকেট। তাতে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবল ছুয়েছেন স্টোকস। স্টোকসের আগে এই ‘এলিট ক্লাবে’ নাম লিখিয়েছেন সাকিব, আফ্রিদি, জয়াসুরিয়া, কার্ল হুপার ও জ্যাক ক্যালিস।

লর্ডসে ইংল্যান্ডের বিধ্বংসী বোলিংয়ে রীতিমতো ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ। দুই দিনেই উইন্ডিজ হারিয়েছে ১৬ উইকেট। যেখানে দ্বিতীয় ইনিংসে হাতে ৪ উইকেট নিয়ে এখনো ১৭১ রান পিছিয়ে ক্যারিবীয়রা। কার্ক ম্যাকেঞ্জির উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে পেয়েছেন আরও এক উইকেট। ২৯তম ওভারের দ্বিতীয় বলে স্টোকসকে ড্রাইভ করতে যান অ্যালিক অ্যাথানাজ। উইকেটরক্ষক জেমি স্মিথ সেটা সহজেই তালুবন্দী করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে স্টোকসের উইকেট এখন ৩০১। তিন সংস্করণ মিলে করেছেন ১০৩৬৮ রান।  

আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবলের ক্লাবে সাকিব ও ক্যালিস বাকিদের চেয়ে ঢের এগিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে ক্যালিস করেছেন ২৫৫৩৪ রান ও ৫৭৭ উইকেট। আফ্রিকা একাদশ, আইসিসি, দক্ষিণ আফ্রিকা—১৯ বছরের ক্যারিয়ারে এই তিন দলের হয়ে ৫১৯ ম্যাচ খেলেছেন ক্যালিস। অন্যদিকে ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় সাকিবের। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৪৪৩ ম্যাচে নিয়েছেন ৭০৩ উইকেট। ক্যালিসের চেয়ে উইকেটে এগিয়ে থাকলেও রানে অনেক পিছিয়ে সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব  করেছেন ১৪৬২৬ রান।

 

আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৩০০ উইকেটের এলিট ক্লাবের ক্রিকেটার

 

                                                                রান              উইকেট

সাকিব আল হাসান (বাংলাদেশ)               ১৪৬২৬             ৭০৩

জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)             ২৫৫৩৪             ৫৭৭

সনাথ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা)                     ২১০৩২               ৪৪০

শহীদ আফ্রিদি (পাকিস্তান)                    ১১১৯৬                ৫৪১

কার্ল হুপার (ওয়েস্ট ইন্ডিজ)                ১১৫০৩                ৩০৭

বেন স্টোকস (ইংল্যান্ড)                      ১০৩৬৮               ৩০১

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত