Ajker Patrika

ওয়ার্নার–কামিন্সদের কাছে আইপিএল নয়, জাতীয় দল আগে

ওয়ার্নার–কামিন্সদের কাছে আইপিএল নয়, জাতীয় দল আগে

১৯৯৮ সালের পর প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। মার্চের শুরুতেই পাকিস্তান সফরে যাওয়ার কথা ডেভিড ওয়ার্নার-প্যাট কামিন্সদের। ৫ এপ্রিল রাওয়ালপিন্ডিতে একমাত্র টি-টোয়েন্টির মধ্য দিয়ে শেষ হবে এই সফর। 

এদিকে, ২ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি আইপিএলের মেগা নিলাম। নিলামের তালিকায় থাকা ওয়ার্নার-কামিন্স-স্মিথদের আইপিএল রেকর্ড বেশ সমৃদ্ধ। শুধু তাঁরা নন; এবারের নিলাম তালিকায় আছেন অস্ট্রেলিয়ার ৪৭ জন ক্রিকেটার। ফ্র‍্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকায় ওয়ার্নার-কামিন্স-স্মিথদের চাহিদা থাকবে তুঙ্গে। তবে পাকিস্তান সফরের কারণে আইপিএলের শুরুর দিকে তাঁদের নাও দেখা যেতে পারে। 

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ৪ মার্চ। সাদা পোশাকের সিরিজ শেষে দুই দল খেলবে তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ। ৫ এপ্রিল টি-টোয়েন্টি দিয়েই শেষ হবে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর। সফর শেষ করেই আইপিএল খেলতে ভারতে যাবে অজিরা। সেখানে ৬ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাঁদের। তার মানে, অজি ক্রিকেটারদের দলে যোগ দিতে দিতে ১২ এপ্রিল। এই সময়ে প্রত্যেক দলের অন্তত তিনটি করে ম্যাচ খেলা হয়ে যাবে। 

তবে কামিন্সরা এই মুহূর্তে আইপিএল নিয়ে ভাবছেন না। তাঁদের সব মনোযোগ পাকিস্তান সফরে। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক বলেছেন, ‘সত্যি বলতে আমি জানি না আইপিএলের নিলাম কবে। ১৩,১৪ না ১৫ ফেব্রুয়ারি আমার মনে নেই। এ নিয়ে ভেবে সময় নষ্ট করছি না।’ 

আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের সাবেক অধিনায়ক জর্জ বেইলি বর্তমানে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাচক। তিনি বলেছেন, ‘আইপিএল খেলার জন্য আমরা সব সময়ই তৈরি। কিন্তু অস্ট্রেলিয়ার খেলা থাকলে আইপিএলের জন্য ক্রিকেটার ছাড়া সম্ভব নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত