Ajker Patrika

দারুণ শুরুর পর দ্বিতীয় সেশনে বাংলাদেশের হতাশা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ১৭ মে ২০২২, ১৫: ৫৭
দারুণ শুরুর পর দ্বিতীয় সেশনে বাংলাদেশের হতাশা

প্রথম সেশন দুর্দান্ত কেটেছে বাংলাদেশের। দুই ঘণ্টায় কোনো প্রকার অস্বস্তি ছাড়াই ব্যাটিং করেন আগর দিনের দুই অপরাজিত ব্যাটার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় সেশনের শুরু হতে না হতে বাঁধে বিপত্তি। একে একে তিন উইকেট হারিয়ে চা-বিরতিতে মুমিনুল হকরা। দারুণ এক সেশন কাটল শ্রীলঙ্কার।

আজ চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২২০ রান। প্রথম ইনিংসে লঙ্কানরা এখনো ১৭৭ রানে এগিয়ে আছে। ১৩৩ রানে অপরাজিত তামিমের সঙ্গী মুশফিকুর রহিম আছেন ১৪ রানে।

চা-বিরতির আগে ডান হাতে আঘাত পান তামিম। বিরতির পর আর ব্যাটিংয়ে নামেননি তিনি। শেষ সেশনে মুশফিকের সঙ্গে ব্যাট করতে এসেছেন লিটন দাস। 

রৌদ্রোজ্জ্বল সকালে দাপুটে ব্যাটিং করে বাংলাদেশ। শুরু থেকে লঙ্কান বোলারদের হতাশা উপহার দেন তামিম-জয়। প্রথম সেশনে কোনো উইকেট ছাড়াই ৮১ রান তোলে স্বাগতিকেরা। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই জয়কে হারায় বাংলাদেশ। ভাঙে ১৬২ রানের জুটি, ৫৮ রান করে আসিথা ফার্নান্দোর বলে কটবিহাইন্ডের শিকার হন তিনি। 

তিনে নেমে ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত। দলীয় ১৭২ রানের মাথায় ফেরেন কাসুন রাজিথার শিকার শান্ত। ব্যর্থতার বৃত্তে আটকে থাকা মুমিনুলও ফেরেন ব্যক্তিগত ২ রানে। পুরো সেশন দাপুটে বোলিং করেছেন লঙ্কানরা।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত