ডালাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টেন টুর্নামেন্টে সাকিব আল হাসানের দলে কাছে কোনো সুযোগই পাননি দীনেশ কার্তিকরা। ডালাস লোনস্টার্সকে ২৮ রানে হারিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলে নিয়েছেন সাকিবের লস অ্যাঞ্জেলস ওয়েভস।
ইউনিভার্সিটি অব টেক্সাসের মাঠে আগে ব্যাট করতে নেমে জর্জ মানসির তাণ্ডবে ১০ ওভারে ২ উইকেটে ১৩৯ রান তোলে লস অ্যাঞ্জেলস। ব্যাটিং করার সুযোগই পাননি সাকিব। জবাবে ১৪০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটে ১১১ রানে থামে লোনস্টার্সের ইনিংস।
লোনস্টার্সের দুই উদ্বোধনী ব্যাটার শোয়েব মাকসুদ ও কলিন মুনরো ভালো শুরুরই ইঙ্গিত দিচ্ছিলেন। তবে শোয়েব ৮ বলে ১০ ও মুনরো ৮ বলে ১৫ রান করে ফিরলে চাপে পড়ে যায় দল। সেই চাপ আরও বেড়ে যায় সামিত প্যাটেল ও ডোয়াইন প্রিটোরিয়াস দ্রুত আউট হলে।
তবে ক্রিস গ্রিন ও অধিনায়ক দীনেশ কার্তিক হাল ছাড়েননি। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ে বিপর্যয়ের মুখেও জয়ের স্বপ্ন দেখছিল লোনস্টার্স। সেই আশা অবশ্য পূরণ হয়নি। গ্রিন ৭ বলে দুটি করে চার-ছক্কায় ২১ ও কার্তিক ৭ বলে দুটি ছক্কায় ১৪ রান করে বিদায় নেন।
শেষ দিকে লড়েন হেইডেন ওয়ালশ। ১৪ বলে ৩০ রানের অপরাজিত থাকেন তিনি। ২ ওভার বল করে একটি উইকেট নেওয়ার বিপরীতে ২৫ রান দিয়েছেন সাকিব।
তার আগে ব্যাটিং করে ১৩৯ রান তোলে লস অ্যাঞ্জেলস। ৩৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় ৮০ রানের বিধ্বংসী ইনিংস অপরাজিত থাকেন জর্জ মানসি। এ ছাড়া অ্যাডাম রসিংটন ১০ বলে ২৬, টিম ডেভিড ৯ বলে ২৩ রান করেন। স্টিফেন এসকিনাজি ৬ বলে ৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
ডালাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টেন টুর্নামেন্টে সাকিব আল হাসানের দলে কাছে কোনো সুযোগই পাননি দীনেশ কার্তিকরা। ডালাস লোনস্টার্সকে ২৮ রানে হারিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলে নিয়েছেন সাকিবের লস অ্যাঞ্জেলস ওয়েভস।
ইউনিভার্সিটি অব টেক্সাসের মাঠে আগে ব্যাট করতে নেমে জর্জ মানসির তাণ্ডবে ১০ ওভারে ২ উইকেটে ১৩৯ রান তোলে লস অ্যাঞ্জেলস। ব্যাটিং করার সুযোগই পাননি সাকিব। জবাবে ১৪০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটে ১১১ রানে থামে লোনস্টার্সের ইনিংস।
লোনস্টার্সের দুই উদ্বোধনী ব্যাটার শোয়েব মাকসুদ ও কলিন মুনরো ভালো শুরুরই ইঙ্গিত দিচ্ছিলেন। তবে শোয়েব ৮ বলে ১০ ও মুনরো ৮ বলে ১৫ রান করে ফিরলে চাপে পড়ে যায় দল। সেই চাপ আরও বেড়ে যায় সামিত প্যাটেল ও ডোয়াইন প্রিটোরিয়াস দ্রুত আউট হলে।
তবে ক্রিস গ্রিন ও অধিনায়ক দীনেশ কার্তিক হাল ছাড়েননি। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ে বিপর্যয়ের মুখেও জয়ের স্বপ্ন দেখছিল লোনস্টার্স। সেই আশা অবশ্য পূরণ হয়নি। গ্রিন ৭ বলে দুটি করে চার-ছক্কায় ২১ ও কার্তিক ৭ বলে দুটি ছক্কায় ১৪ রান করে বিদায় নেন।
শেষ দিকে লড়েন হেইডেন ওয়ালশ। ১৪ বলে ৩০ রানের অপরাজিত থাকেন তিনি। ২ ওভার বল করে একটি উইকেট নেওয়ার বিপরীতে ২৫ রান দিয়েছেন সাকিব।
তার আগে ব্যাটিং করে ১৩৯ রান তোলে লস অ্যাঞ্জেলস। ৩৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় ৮০ রানের বিধ্বংসী ইনিংস অপরাজিত থাকেন জর্জ মানসি। এ ছাড়া অ্যাডাম রসিংটন ১০ বলে ২৬, টিম ডেভিড ৯ বলে ২৩ রান করেন। স্টিফেন এসকিনাজি ৬ বলে ৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
১৫ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে