ডালাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টেন টুর্নামেন্টে সাকিব আল হাসানের দলে কাছে কোনো সুযোগই পাননি দীনেশ কার্তিকরা। ডালাস লোনস্টার্সকে ২৮ রানে হারিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলে নিয়েছেন সাকিবের লস অ্যাঞ্জেলস ওয়েভস।
ইউনিভার্সিটি অব টেক্সাসের মাঠে আগে ব্যাট করতে নেমে জর্জ মানসির তাণ্ডবে ১০ ওভারে ২ উইকেটে ১৩৯ রান তোলে লস অ্যাঞ্জেলস। ব্যাটিং করার সুযোগই পাননি সাকিব। জবাবে ১৪০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটে ১১১ রানে থামে লোনস্টার্সের ইনিংস।
লোনস্টার্সের দুই উদ্বোধনী ব্যাটার শোয়েব মাকসুদ ও কলিন মুনরো ভালো শুরুরই ইঙ্গিত দিচ্ছিলেন। তবে শোয়েব ৮ বলে ১০ ও মুনরো ৮ বলে ১৫ রান করে ফিরলে চাপে পড়ে যায় দল। সেই চাপ আরও বেড়ে যায় সামিত প্যাটেল ও ডোয়াইন প্রিটোরিয়াস দ্রুত আউট হলে।
তবে ক্রিস গ্রিন ও অধিনায়ক দীনেশ কার্তিক হাল ছাড়েননি। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ে বিপর্যয়ের মুখেও জয়ের স্বপ্ন দেখছিল লোনস্টার্স। সেই আশা অবশ্য পূরণ হয়নি। গ্রিন ৭ বলে দুটি করে চার-ছক্কায় ২১ ও কার্তিক ৭ বলে দুটি ছক্কায় ১৪ রান করে বিদায় নেন।
শেষ দিকে লড়েন হেইডেন ওয়ালশ। ১৪ বলে ৩০ রানের অপরাজিত থাকেন তিনি। ২ ওভার বল করে একটি উইকেট নেওয়ার বিপরীতে ২৫ রান দিয়েছেন সাকিব।
তার আগে ব্যাটিং করে ১৩৯ রান তোলে লস অ্যাঞ্জেলস। ৩৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় ৮০ রানের বিধ্বংসী ইনিংস অপরাজিত থাকেন জর্জ মানসি। এ ছাড়া অ্যাডাম রসিংটন ১০ বলে ২৬, টিম ডেভিড ৯ বলে ২৩ রান করেন। স্টিফেন এসকিনাজি ৬ বলে ৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
ডালাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টেন টুর্নামেন্টে সাকিব আল হাসানের দলে কাছে কোনো সুযোগই পাননি দীনেশ কার্তিকরা। ডালাস লোনস্টার্সকে ২৮ রানে হারিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলে নিয়েছেন সাকিবের লস অ্যাঞ্জেলস ওয়েভস।
ইউনিভার্সিটি অব টেক্সাসের মাঠে আগে ব্যাট করতে নেমে জর্জ মানসির তাণ্ডবে ১০ ওভারে ২ উইকেটে ১৩৯ রান তোলে লস অ্যাঞ্জেলস। ব্যাটিং করার সুযোগই পাননি সাকিব। জবাবে ১৪০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটে ১১১ রানে থামে লোনস্টার্সের ইনিংস।
লোনস্টার্সের দুই উদ্বোধনী ব্যাটার শোয়েব মাকসুদ ও কলিন মুনরো ভালো শুরুরই ইঙ্গিত দিচ্ছিলেন। তবে শোয়েব ৮ বলে ১০ ও মুনরো ৮ বলে ১৫ রান করে ফিরলে চাপে পড়ে যায় দল। সেই চাপ আরও বেড়ে যায় সামিত প্যাটেল ও ডোয়াইন প্রিটোরিয়াস দ্রুত আউট হলে।
তবে ক্রিস গ্রিন ও অধিনায়ক দীনেশ কার্তিক হাল ছাড়েননি। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ে বিপর্যয়ের মুখেও জয়ের স্বপ্ন দেখছিল লোনস্টার্স। সেই আশা অবশ্য পূরণ হয়নি। গ্রিন ৭ বলে দুটি করে চার-ছক্কায় ২১ ও কার্তিক ৭ বলে দুটি ছক্কায় ১৪ রান করে বিদায় নেন।
শেষ দিকে লড়েন হেইডেন ওয়ালশ। ১৪ বলে ৩০ রানের অপরাজিত থাকেন তিনি। ২ ওভার বল করে একটি উইকেট নেওয়ার বিপরীতে ২৫ রান দিয়েছেন সাকিব।
তার আগে ব্যাটিং করে ১৩৯ রান তোলে লস অ্যাঞ্জেলস। ৩৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় ৮০ রানের বিধ্বংসী ইনিংস অপরাজিত থাকেন জর্জ মানসি। এ ছাড়া অ্যাডাম রসিংটন ১০ বলে ২৬, টিম ডেভিড ৯ বলে ২৩ রান করেন। স্টিফেন এসকিনাজি ৬ বলে ৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে