ক্রীড়া ডেস্ক
জসপ্রীত বুমরাকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা করে গত ১৮ জানুয়ারি। ফিট থাকা সাপেক্ষেই তাঁকে নেওয়া হয় দলে। কিন্তু টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, ভারতীয় এই ক্রিকেটারকে নিয়ে বেকায়দায় পড়ছে বোর্ড।
চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত দল দেওয়ার শেষ সময় আজ। এদিকে ক্রিকইনফোর গতকালের এক প্রতিবেদনে জানা গেছে, আইসিসির ইভেন্টে বুমরার খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ভারত নিচ্ছে আজ। প্রতিবেদন থেকে আরও জানা গেছে, বেঙ্গালুরুতে কদিন আগে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে বুমরা তাঁর পিঠে অস্ত্রোপচার করিয়েছেন। সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচক ও ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিসিসিআইয়ের মেডিকাল স্টাফ সমন্বয় করে কাজ করবে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরশু সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। আশা করা হয়েছিল, চ্যাম্পিয়নস ট্রফির আগে বুমরা এই ম্যাচ খেলবেন। কিন্তু ম্যাচের ভেন্যু আহমেদাবাদের পরিবর্তে ভারতীয় এই পেসার চলে যান বেঙ্গালুরুতে। যদি বুমরা নির্ধারিত সময়ের মধ্যে ফিট হয়ে উঠতে না পারেন, সেক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফিতে হারশিত রানা খেলতে পারেন বলে ক্রিকইনফো জানিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই ওয়ানডেতে অভিষেক হয়েছে হারশিতের। প্রথম দুই ওয়ানডে খেলে ৭.১৮ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে বুমরা সবশেষ ম্যাচ খেলেছেন এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে। সিডনিতে সিরিজের পঞ্চম টেস্টের প্রথম ইনিংসেই শুধু বোলিং করতে পেরেছেন। ক্রিকইনফোর প্রতিবেদন থেকে জানা গেছে, বুমরার পিঠে ব্যথা এখনো রয়েছে। এখান থেকে সেরে উঠতে ভারতীয় ক্রিকেটারের পাঁচ সপ্তাহ সময় লাগবে।
২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে ভারত। বুমরা যদি দ্রুত সুস্থ হয়ে উঠতে না পারেন, সেক্ষেত্রে টুর্নামেন্টের পরের অংশেও তাঁকে খেলানো যেতে পারে। সেক্ষেত্রে আইসিসির টেকনিকাল কমিটির অনুমতি লাগবে।
‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান—এই তিন এশিয়ান দলের সঙ্গে থাকছে নিউজিল্যান্ড। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। একই মাঠে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারত ২ মার্চ খেলবে কিউইদের বিপক্ষে।
জসপ্রীত বুমরাকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা করে গত ১৮ জানুয়ারি। ফিট থাকা সাপেক্ষেই তাঁকে নেওয়া হয় দলে। কিন্তু টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, ভারতীয় এই ক্রিকেটারকে নিয়ে বেকায়দায় পড়ছে বোর্ড।
চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত দল দেওয়ার শেষ সময় আজ। এদিকে ক্রিকইনফোর গতকালের এক প্রতিবেদনে জানা গেছে, আইসিসির ইভেন্টে বুমরার খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ভারত নিচ্ছে আজ। প্রতিবেদন থেকে আরও জানা গেছে, বেঙ্গালুরুতে কদিন আগে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে বুমরা তাঁর পিঠে অস্ত্রোপচার করিয়েছেন। সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচক ও ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিসিসিআইয়ের মেডিকাল স্টাফ সমন্বয় করে কাজ করবে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরশু সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। আশা করা হয়েছিল, চ্যাম্পিয়নস ট্রফির আগে বুমরা এই ম্যাচ খেলবেন। কিন্তু ম্যাচের ভেন্যু আহমেদাবাদের পরিবর্তে ভারতীয় এই পেসার চলে যান বেঙ্গালুরুতে। যদি বুমরা নির্ধারিত সময়ের মধ্যে ফিট হয়ে উঠতে না পারেন, সেক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফিতে হারশিত রানা খেলতে পারেন বলে ক্রিকইনফো জানিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই ওয়ানডেতে অভিষেক হয়েছে হারশিতের। প্রথম দুই ওয়ানডে খেলে ৭.১৮ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে বুমরা সবশেষ ম্যাচ খেলেছেন এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে। সিডনিতে সিরিজের পঞ্চম টেস্টের প্রথম ইনিংসেই শুধু বোলিং করতে পেরেছেন। ক্রিকইনফোর প্রতিবেদন থেকে জানা গেছে, বুমরার পিঠে ব্যথা এখনো রয়েছে। এখান থেকে সেরে উঠতে ভারতীয় ক্রিকেটারের পাঁচ সপ্তাহ সময় লাগবে।
২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে ভারত। বুমরা যদি দ্রুত সুস্থ হয়ে উঠতে না পারেন, সেক্ষেত্রে টুর্নামেন্টের পরের অংশেও তাঁকে খেলানো যেতে পারে। সেক্ষেত্রে আইসিসির টেকনিকাল কমিটির অনুমতি লাগবে।
‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান—এই তিন এশিয়ান দলের সঙ্গে থাকছে নিউজিল্যান্ড। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। একই মাঠে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারত ২ মার্চ খেলবে কিউইদের বিপক্ষে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৬ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
৭ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
৯ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১০ ঘণ্টা আগে