Ajker Patrika

৭০৫ দিন পর ‘১০০’ পেলেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৫ মে ২০২১, ১৯: ০৪
৭০৫ দিন পর ‘১০০’ পেলেন মুশফিক

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়নাডেতেই আরাধ্য সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির পর আবার তিন অঙ্কের দেখা পেয়েছেন ‘মুশি’। দিন হিসেব করলে ৭০৫ দিন আর ১৬ ইনিংস পর কাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

মিরপুরে আজ টস জিতে ব্যাটিং করতে নেমে ১৫ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে আসেন মুশফিক। দলের বেশির ভাগ সতীর্থ ব্যাটসম্যানকে যেখানে রান তুলতে বেগ পেতে হয়েছে, সেখানে মুশফিক বেশ সাবলীল ব্যাটিংয়ে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। তিন অঙ্ক ছুঁতে লেগেছে তাঁর ১১৪ বল। ঝকঝকে ইনিংসটি সাজিয়েছেন ১০ চারে। ১০ বাউন্ডারির ৯টিই এসেছে ফিফটি করার পর। ইনিংসে ছক্কা নেই একটিও।

সর্বশেষ পাঁচ বছরে ৪ নম্বর পজিশনে মুশফিকের চেয়ে বেশি রান করেছেন শুধু নিউজিল্যান্ডের রস টেলর (৫৭ ম্যাচ, ২৭৫৫ রান)। গড়ের হিসেবে প্রতি ম্যাচে একটা করে অর্ধশতকের দেখা পেয়েছেন মুশফিক। ৩৭ বছর বয়সী রস টেলর আছেন ক্যারিয়ারের গোধূলিতে। ৩৪ বছর বয়সী মুশফিকের সামনে ৪ নম্বর পজিশনে বিশ্বের সেরা ব্যাটসম্যান হওয়ার দারুণ এক সুযোগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত