আজকের পত্রিকা ডেস্ক
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের প্রথম ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি তামিম ইকবাল। রংপুরের বিপক্ষে গতকাল তিনি আউট হয়েছিলেন ১৩ রান করে। ২৪ ঘণ্টা না পেরোতেই রেকর্ড বইয়ে নাম লেখালেন তামিম। সিলেটের বোলারদের বেধড়ক পিটিয়ে আজ রেকর্ডটি গড়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
সিলেট একাডেমি গ্রাউন্ডে তামিমের দল চট্টগ্রাম আজ খেলতে নেমেছে সিলেটের বিপক্ষে। টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে দিনের শুরু থেকেই বিস্ফোরক মেজাজে ব্যাটিং করেছেন তামিম। ২৭ বলে ফিফটি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০তম ফিফটি করেছেন এই বাঁহাতি ব্যাটার। ৩৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তামিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম করেছে ১৪.৪ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে ফিফটির তালিকায় তামিমের পরে আছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টি, বিপিএলসহ সব ধরনের টি-টোয়েন্টি মিলে মুশফিক করেছেন ৩৪ ফিফটি। তিনে থাকা সাকিব আল হাসান ৩২ ফিফটি করেছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে। ২৮ ফিফটি করে এই তালিকায় চারে আছেন লিটন দাস। পাঁচে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ সব ধরনের টি-টোয়েন্টি মিলে করেছেন ২৩ ফিফটি। তাঁদের মধ্যে তামিম,মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এরই মধ্যে অবসরের ঘোষণা দিয়েছেন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ফিফটি
ফিফটি
তামিম ইকবাল ৫০
মুশফিকুর রহিম ৩৪
সাকিব আল হাসান ৩২
লিটন দাস ২৮
মাহমুদউল্লাহ রিয়াদ ২৩
আরও পড়ুন:
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের প্রথম ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি তামিম ইকবাল। রংপুরের বিপক্ষে গতকাল তিনি আউট হয়েছিলেন ১৩ রান করে। ২৪ ঘণ্টা না পেরোতেই রেকর্ড বইয়ে নাম লেখালেন তামিম। সিলেটের বোলারদের বেধড়ক পিটিয়ে আজ রেকর্ডটি গড়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
সিলেট একাডেমি গ্রাউন্ডে তামিমের দল চট্টগ্রাম আজ খেলতে নেমেছে সিলেটের বিপক্ষে। টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে দিনের শুরু থেকেই বিস্ফোরক মেজাজে ব্যাটিং করেছেন তামিম। ২৭ বলে ফিফটি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০তম ফিফটি করেছেন এই বাঁহাতি ব্যাটার। ৩৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তামিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম করেছে ১৪.৪ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে ফিফটির তালিকায় তামিমের পরে আছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টি, বিপিএলসহ সব ধরনের টি-টোয়েন্টি মিলে মুশফিক করেছেন ৩৪ ফিফটি। তিনে থাকা সাকিব আল হাসান ৩২ ফিফটি করেছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে। ২৮ ফিফটি করে এই তালিকায় চারে আছেন লিটন দাস। পাঁচে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ সব ধরনের টি-টোয়েন্টি মিলে করেছেন ২৩ ফিফটি। তাঁদের মধ্যে তামিম,মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এরই মধ্যে অবসরের ঘোষণা দিয়েছেন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ফিফটি
ফিফটি
তামিম ইকবাল ৫০
মুশফিকুর রহিম ৩৪
সাকিব আল হাসান ৩২
লিটন দাস ২৮
মাহমুদউল্লাহ রিয়াদ ২৩
আরও পড়ুন:
সম্পর্ক বদলে গেল একটি পলকে—এবারের এশিয়া কাপ দেখলে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গানটি মনে পড়াটাই স্বাভাবিক। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ শুরুর আগেই গতকাল শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) ফেসবুক পেজে হুমড়ি খেয়ে পড়েছিলেন বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা। সেই শ্রীলঙ্কাই এক দিনের মধ্যে হয়ে গেল লিটন দাসের নেতৃত্বাধীন
৩৬ মিনিট আগেচ্যালেঞ্জ কাপের শিরোপা ধরে রেখেছে বসুন্ধরা কিংস। আজ ফাইনালে তারা ৪-১ গোলে হারিয়েছে মোহামেডানকে। ম্যাচের ৬৩তম মিনিটে মোহামেডানের মিনহাজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বসুন্ধরার সোহেল রানা। বাকিটা সময় ১০ জন নিয়ে খেলে জিতেছে মারিও গোমেজের দল।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগে নাপোলিকে ডেকে এনে ২–০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের জয় ছাপিয়ে এদিন খবরের শিরোনামে উঠে এসেছেন আর্লিং হাল্যান্ড। নিজেদের ঢেরা ইতিহাদ স্টেডিয়ামে স্বাগিতকদের হয়ে একটি গোল করেন এই তারকা স্ট্রাইকার।
২ ঘণ্টা আগে‘এ’ গ্রুপ থেকে ভারত-পাকিস্তানের সুপার ফোরে ওঠা আগেভাগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু গতকাল শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের আগ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, ‘বি’ গ্রুপ থেকে কারা উঠবে পরের রাউন্ডে। শেষ পর্যন্ত আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানদের ৬ উইকেটে হারিয়ে দিয়েছে লঙ্কানরা।
২ ঘণ্টা আগে