Ajker Patrika

দলের জয়ে নান্নুর উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৬: ০৪
দলের জয়ে নান্নুর উচ্ছ্বাস

দক্ষিণ আফ্রিকায় প্রথমবার জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ। ৩৮ রানের দারুণ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে তামিম ইকবালের দল। দলের এমন সাফল্য ছুঁয়ে গেছে নির্বাচকদেরও। আজ মিরপুরে জয় নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। 

নির্বাচক হিসেবে নানা সময় সমালোচিত হয়েছেন মিনহাজুল আবেদীন। প্রধান নির্বাচক বললেন, ‘দল ভালো করলে শুধু আমরা না, পুরো দেশবাসীর জন্য গর্বের ব্যাপার। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দক্ষিণ আফ্রিকায় এমন একটা জয় পাওয়া, এটা বিশাল ব্যাপার। আশা করি পরের দুইটা ম্যাচেও দল ভালো করবে।’ 

দলের সাফল্য পাওয়ায় নির্বাচকদের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন মিনহাজুল আবেদীন। তিনি বলেছেন, ‘দল ভালো খেললে নির্বাচকেরা অবশ্যই আত্মবিশ্বাস পায়। গত দুই বছরে আমরা অনেক ওয়ানডে সিরিজ জিতেছি। ওয়ানডে দলের একটা ভারসাম্য আছে, যেটা টি-টোয়েন্টিতে এখনো আমরা পাইনি।’ 

ধীরে ধীরে টি-টোয়েন্টিতে ভারসাম্যপূর্ণ দল গঠনের কাজ চলছে জানিয়ে মিনহাজুল আবেদীন বলেন, ‘আস্তে আস্তে টি-টোয়েন্টি নিয়েও কাজ করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই জয় অবশ্যই মানসিকভাবে আমাদের এগিয়ে নেবে। এই প্রক্রিয়ার মধ্যে থাকলে অন্যান্য সংস্করণেও ভালো কিছু হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত