আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছর কাটিয়ে দিলেও পাকিস্তানের একাদশে সৌদ শাকিল যেন ‘অমাবশ্যার চাঁদ’। তিন সংস্করণ মিলে এখন পর্যন্ত পাকিস্তানের জার্সিতে খেলা হয়নি ১৫ ম্যাচও। সেই শাকিলই গতকাল বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত ইনিংস খেলেছেন। পাকিস্তানের বাঁহাতি ব্যাটারের ব্যাটিংয়ে মুগ্ধ অনেক তারকা ক্রিকেটার।
বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলার আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন শাকিল। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ৫৩ বলে ৭৫ রান করেছেন তিনি। পাকিস্তানের বাঁহাতি ব্যাটার এই ফর্মটা গতকাল টেনে এনেছেন হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে ২০২৩ বিশ্বকাপে। ৫ নম্বরে ব্যাটিংয়ে নেমে সাবলীল ব্যাটিং করেছেন তিনি। ৫২ বলে ৯ চার ও ১ ছক্কায় করেছেন ৬৮ রান। গতকাল ম্যাচ চলার সময়ই শাকিলের ব্যাটিং দেখে সামাজিক মাধ্যমে প্রশংসা করেছেন ইরফান পাঠান। ভারতের সাবেক অলরাউন্ডার প্রসঙ্গক্রমে রাচীন রবীন্দ্রর কথা উল্লেখ করেছেন, যেখানে গত পরশু বিশ্বকাপের প্রথম ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি করেছেন রবীন্দ্র। পাঠানের টুইট, ‘অনুশীলন ম্যাচের ফর্মটা রাচীন রবীন্দ্র গতকাল (বৃহস্পতিবার) টেনে এনেছে। আজ (গতকাল) সেটা করছে সৌদ শাকিল। মিডল অর্ডারে ভালো এক বাঁহাতি ব্যাটার পেয়েছে পাকিস্তান।’
তা ছাড়া শাকিল গতকাল যখন ব্যাটিং করতে এসেছেন, প্রথম ৯.১ ওভারে পাকিস্তানের স্কোর তখন ৩ উইকেটে ৩৮ রান। এমন পরিস্থিতিতে চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ১১৪ বলে ১২০ রানের জুটি গড়তে অবদান রেখেছেন তিনি। রিজওয়ান, শাকিল দুজনেই সমান ৬৮ রান করলেও ম্যাচ-সেরার পুরস্কার জেতেন শাকিল। বাবর আজমের কণ্ঠেও ঝরেছে শাকিলকে নিয়ে প্রশংসা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘আমরা তিন উইকেট হারিয়েছি। রিজওয়ান, শাকিল যেভাবে ব্যাটিং করেছে, তাতে নেদারল্যান্ডসের ওপর চাপ প্রয়োগ করা সম্ভব হয়েছে। সৌদ অসাধারণ ইনিংস খেলেছে। সে অনেক উন্নতি করেছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছর কাটিয়ে দিলেও পাকিস্তানের একাদশে সৌদ শাকিল যেন ‘অমাবশ্যার চাঁদ’। তিন সংস্করণ মিলে এখন পর্যন্ত পাকিস্তানের জার্সিতে খেলা হয়নি ১৫ ম্যাচও। সেই শাকিলই গতকাল বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত ইনিংস খেলেছেন। পাকিস্তানের বাঁহাতি ব্যাটারের ব্যাটিংয়ে মুগ্ধ অনেক তারকা ক্রিকেটার।
বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলার আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন শাকিল। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ৫৩ বলে ৭৫ রান করেছেন তিনি। পাকিস্তানের বাঁহাতি ব্যাটার এই ফর্মটা গতকাল টেনে এনেছেন হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে ২০২৩ বিশ্বকাপে। ৫ নম্বরে ব্যাটিংয়ে নেমে সাবলীল ব্যাটিং করেছেন তিনি। ৫২ বলে ৯ চার ও ১ ছক্কায় করেছেন ৬৮ রান। গতকাল ম্যাচ চলার সময়ই শাকিলের ব্যাটিং দেখে সামাজিক মাধ্যমে প্রশংসা করেছেন ইরফান পাঠান। ভারতের সাবেক অলরাউন্ডার প্রসঙ্গক্রমে রাচীন রবীন্দ্রর কথা উল্লেখ করেছেন, যেখানে গত পরশু বিশ্বকাপের প্রথম ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি করেছেন রবীন্দ্র। পাঠানের টুইট, ‘অনুশীলন ম্যাচের ফর্মটা রাচীন রবীন্দ্র গতকাল (বৃহস্পতিবার) টেনে এনেছে। আজ (গতকাল) সেটা করছে সৌদ শাকিল। মিডল অর্ডারে ভালো এক বাঁহাতি ব্যাটার পেয়েছে পাকিস্তান।’
তা ছাড়া শাকিল গতকাল যখন ব্যাটিং করতে এসেছেন, প্রথম ৯.১ ওভারে পাকিস্তানের স্কোর তখন ৩ উইকেটে ৩৮ রান। এমন পরিস্থিতিতে চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ১১৪ বলে ১২০ রানের জুটি গড়তে অবদান রেখেছেন তিনি। রিজওয়ান, শাকিল দুজনেই সমান ৬৮ রান করলেও ম্যাচ-সেরার পুরস্কার জেতেন শাকিল। বাবর আজমের কণ্ঠেও ঝরেছে শাকিলকে নিয়ে প্রশংসা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘আমরা তিন উইকেট হারিয়েছি। রিজওয়ান, শাকিল যেভাবে ব্যাটিং করেছে, তাতে নেদারল্যান্ডসের ওপর চাপ প্রয়োগ করা সম্ভব হয়েছে। সৌদ অসাধারণ ইনিংস খেলেছে। সে অনেক উন্নতি করেছে।’
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
১১ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
১২ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
১২ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
১২ ঘণ্টা আগে