নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ‘এ’ দল ও উইন্ডিজ ‘এ’ দলের মধ্যেকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতা ছিল। গতকাল সিরিজ নির্ধারণী ওয়ানডে খেলতে নেমেছিল তারা। বৃষ্টিতে তৃতীয় ও শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজে ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো দুই দলকে।
ড্যারেন স্যামি স্টেডিয়ামে ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ ‘এ’ দল। খেলতে নেমে শুরুটা ভালো হয়নি ‘এ’ দলের। দলীয় ৭ রানে ২ উইকেট হারায় সফরকারীরা। দ্বিতীয় ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ নাঈম ৩ ও সাইফ হাসান ২ রান করে ড্রেসিংরুমে ফেরেন। আর বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে অধিনায়ক মোহাম্মদ মিঠুন তৃতীয় ব্যাটার হিসেবে ২০ রানে আউট হন। দলীয় ৩ উইকেটের বিনিময়ে ৬১ রানের সময় আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। ম্যাচে অপরাজিত থাকেন দুই ব্যাটার সৌম্য সরকার ৩০ রান ও শাহাদাত হোসেন দীপু ১ রানে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে উইন্ডিজ ‘এ’ দল ৯ উইকেটে ২৩৮ রান সংগ্রহ করে। স্বাগতিকদের শুরুটা ভালো হয়। দুই ওপেনার ত্যাগনারায়ণ চন্দরপল ও জশুয়া ডি সিলভা ৬৭ রানের উদ্বোধনী জুটি গড়েন। জশুয়াকে ২৩ রানে আউট করে বাংলাদেশ ‘এ’ দলকে প্রথম উইকেট এনে দেন পেসার রেজাউর রহমান রাজা। ম্যাচে দুর্দান্ত বল করা রাজা পরে আরও ৩ উইকেট নেন। সব মিলিয়ে ম্যাচের সেরা পেসার ৫০ রানে ৪ উইকেট নেন। অন্য ওপেনার চন্দরপলকে স্পিনার রকিবুল হাসান দ্রুত আউট করলেও উইন্ডিজ ‘এ’ দলকে ২৩৮ রানের সংগ্রহ এনে দেন টেডি বিশপ ও গ্রিভস জাস্টিনের জুটি। এ দুই ব্যাটার তৃতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়েন। ৬০ রান করে দলের সর্বোচ্চ স্কোরার বিশপ।
বাংলাদেশ ‘এ’ দল ও উইন্ডিজ ‘এ’ দলের মধ্যেকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতা ছিল। গতকাল সিরিজ নির্ধারণী ওয়ানডে খেলতে নেমেছিল তারা। বৃষ্টিতে তৃতীয় ও শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজে ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো দুই দলকে।
ড্যারেন স্যামি স্টেডিয়ামে ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ ‘এ’ দল। খেলতে নেমে শুরুটা ভালো হয়নি ‘এ’ দলের। দলীয় ৭ রানে ২ উইকেট হারায় সফরকারীরা। দ্বিতীয় ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ নাঈম ৩ ও সাইফ হাসান ২ রান করে ড্রেসিংরুমে ফেরেন। আর বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে অধিনায়ক মোহাম্মদ মিঠুন তৃতীয় ব্যাটার হিসেবে ২০ রানে আউট হন। দলীয় ৩ উইকেটের বিনিময়ে ৬১ রানের সময় আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। ম্যাচে অপরাজিত থাকেন দুই ব্যাটার সৌম্য সরকার ৩০ রান ও শাহাদাত হোসেন দীপু ১ রানে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে উইন্ডিজ ‘এ’ দল ৯ উইকেটে ২৩৮ রান সংগ্রহ করে। স্বাগতিকদের শুরুটা ভালো হয়। দুই ওপেনার ত্যাগনারায়ণ চন্দরপল ও জশুয়া ডি সিলভা ৬৭ রানের উদ্বোধনী জুটি গড়েন। জশুয়াকে ২৩ রানে আউট করে বাংলাদেশ ‘এ’ দলকে প্রথম উইকেট এনে দেন পেসার রেজাউর রহমান রাজা। ম্যাচে দুর্দান্ত বল করা রাজা পরে আরও ৩ উইকেট নেন। সব মিলিয়ে ম্যাচের সেরা পেসার ৫০ রানে ৪ উইকেট নেন। অন্য ওপেনার চন্দরপলকে স্পিনার রকিবুল হাসান দ্রুত আউট করলেও উইন্ডিজ ‘এ’ দলকে ২৩৮ রানের সংগ্রহ এনে দেন টেডি বিশপ ও গ্রিভস জাস্টিনের জুটি। এ দুই ব্যাটার তৃতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়েন। ৬০ রান করে দলের সর্বোচ্চ স্কোরার বিশপ।
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
১৩ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
১৯ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
২৮ মিনিট আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
৪৪ মিনিট আগে