Ajker Patrika

আমি হারায়ে ছিলাম, বললেন রানে ফেরা লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আমি হারায়ে ছিলাম, বললেন রানে ফেরা লিটন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথে এসে হাসতে শুরু করল সাকিব আল হাসান-লিটন দাসদের ব্যাট। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তার আগে মার্চে শ্রীলঙ্কা সিরিজ। কিন্তু বিপিএলে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি সংস্করণে ব্যাটাররা হচ্ছিলেন টানা ব্যর্থ। টিম ম্যানেজমেন্টের কাছে গত কয়েক দিন এ ব্যাপারে একাধিক প্রশ্নও হয়েছে। তবে গত দুই দিনে সেই দুশ্চিন্তা হ্রাসের আভাসও দিচ্ছেন লিটনরা।

বিপিএলে আগের ৫ ম্যাচ মিলিয়ে লিটনের রান ছিল ৩৭। আজ খুলনার বিপক্ষে এই উইকেটরক্ষক ব্যাটার খেলেছেন ৩০ বলে ৪৫ রানের দারুণ এক ইনিংস। তাঁর দল কুমিল্লা ভিক্টোরিয়ানসও পেয়েছে ৩৪ রানের দুর্দান্ত জয়। জয়ের পাশাপাশি অধিনায়ক লিটনের রানে ফেরাও স্বস্তি কুমিল্লার।

ইনিংসটা আত্মবিশ্বাসী করে তুলেছে লিটনকে। সামনের সব ম্যাচেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান তিনি। ম্যাচ শেষে মিরপুরে সংবাদ সম্মেলনে লিটন বললেন, ‘আমার কাজই হলো রান করা। প্রথম পাঁচ ম্যাচ করতে পারিনি, আফসোস তো ছিল জিনিসটায়। আমি যে ধরনের খেলোয়াড় রান করতে পারছি না। কিন্তু আমার এখনো উন্নতির করার অনেক জায়গা আছে। এখনো লম্বা টুর্নামেন্ট, অনেকগুলো ম্যাচ বাকি। দলও আমার কাছে চায় পারফরম্যান্স, আমি সেটা চেষ্টা করব।’

লিটন অবশ্য এক ইনিংস নিয়ে আর অতি আত্মবিশ্বাসী হতেও নারাজ। ধারাবাহিক পারফরম্যান্স করে তবেই কথা বলতে চান ফর্মে আছেন কি নেই সেটা। এই উইকেটরক্ষক ব্যাটার বললেন, ‘পাঁচ ম্যাচ ধরে রান করিনি, ছিলামই না। হারায় ছিলাম। এখন একটা ম্যাচে রান করছি কীভাবে ধারাবাহিকভাবে রান করব (ভাবছি)। সবকিছু মিলিয়ে আমি একটা ম্যাচ খেললাম আবহ একটু আসছে। খেলি কয়েকটা ম্যাচ এই জিনিসটা নিয়ে তখন আলোচনা করব।’

বাংলাদেশ দল ও বিপিএল সব মিলিয়ে বেশি কিছু ম্যাচেই ছন্দে ছিলেন না লিটন। এটা তাঁকে চাপে কিছুটা চাপে ফেলেছে কি না। লিটন বললেন, ‘না, আমার কাছে এই জিনিসটা কখনই চাপ হিসেবে আসেনি। কারণ আমার দল থেকে আমার চাপ বা কোনো কিছু ছিল না। দ্বিতীয়ত আমি জানি এটা লম্বা টুর্নামেন্ট। একটা ম্যাচই লাগে একটা ব্যাটারের জন্য মোমেন্টাম পরিবর্তন করতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত