সঞ্জু স্যামসনের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সৌজন্যে গতকাল ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। সীমিত ওভারের সিরিজ জয়ের আনন্দ নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবার টেস্ট সিরিজ খেলতে নামবে সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপরা।
প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা বিরাট কোহলির। বিশ্বকাপ শেষে ভারতের হয়ে এখনো কোনো ম্যাচে খেলতে নামেননি তিনি। সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকাতেও গিয়েছিলেন ‘রান মেশিন’ খ্যাত ব্যাটার। কিন্তু হঠাৎ করে আজ দেশে ফিরেছেন ঘরের মাঠের বিশ্বকাপের সেরা খেলোয়াড়।
কোহলি দেশে ফিরে আসায় কৌতূহল জেগেছে সমর্থকদের মনে। হঠাৎ কেন দেশে ফিরেছেন ভারতীয় ব্যাটার। নির্দিষ্ট কারণ জানা না গেলেও শোনা গেছে জরুরি পারিবারিক কাজে দেশে ফিরেছেন তিনি। পরিবারের পাশে তাঁর থাকাটা নাকি জরুরি। তাঁর ফিরে আসায় অনেকের মনে প্রশ্ন জেগেছে দ্বিতীয় সন্তানের পিতা হতেই দেশে এসেছেন কিনা কোহলি। কেননা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে স্ত্রী আনুশকা শর্মা সন্তানসম্ভবা।
যাই হোক না কেন কোহলিকে দেশে ফিরতে অনুমতি দিয়েছে বিসিসিআই। এর আগে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। দেশে ফিরলেও দুই টেস্টের সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকায় যাবেন কোহলি। এমনটা বিসিসিআইয়ে সূত্র জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় এক ওয়েবসাইটকে।
আগামী ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে সেঞ্চুরিয়নে। কোহলির খেলার সম্ভাবনা থাকলেও টেস্ট সিরিজে ঋতুরাজ গায়কোয়াড়কে পাচ্ছে না ভারত। আঙুলের চোটে ছিটকে গেছেন এই ওপেনার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে চোট পান ২৬ বছর বয়সী ব্যাটার।
সঞ্জু স্যামসনের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সৌজন্যে গতকাল ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। সীমিত ওভারের সিরিজ জয়ের আনন্দ নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবার টেস্ট সিরিজ খেলতে নামবে সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপরা।
প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা বিরাট কোহলির। বিশ্বকাপ শেষে ভারতের হয়ে এখনো কোনো ম্যাচে খেলতে নামেননি তিনি। সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকাতেও গিয়েছিলেন ‘রান মেশিন’ খ্যাত ব্যাটার। কিন্তু হঠাৎ করে আজ দেশে ফিরেছেন ঘরের মাঠের বিশ্বকাপের সেরা খেলোয়াড়।
কোহলি দেশে ফিরে আসায় কৌতূহল জেগেছে সমর্থকদের মনে। হঠাৎ কেন দেশে ফিরেছেন ভারতীয় ব্যাটার। নির্দিষ্ট কারণ জানা না গেলেও শোনা গেছে জরুরি পারিবারিক কাজে দেশে ফিরেছেন তিনি। পরিবারের পাশে তাঁর থাকাটা নাকি জরুরি। তাঁর ফিরে আসায় অনেকের মনে প্রশ্ন জেগেছে দ্বিতীয় সন্তানের পিতা হতেই দেশে এসেছেন কিনা কোহলি। কেননা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে স্ত্রী আনুশকা শর্মা সন্তানসম্ভবা।
যাই হোক না কেন কোহলিকে দেশে ফিরতে অনুমতি দিয়েছে বিসিসিআই। এর আগে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। দেশে ফিরলেও দুই টেস্টের সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকায় যাবেন কোহলি। এমনটা বিসিসিআইয়ে সূত্র জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় এক ওয়েবসাইটকে।
আগামী ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে সেঞ্চুরিয়নে। কোহলির খেলার সম্ভাবনা থাকলেও টেস্ট সিরিজে ঋতুরাজ গায়কোয়াড়কে পাচ্ছে না ভারত। আঙুলের চোটে ছিটকে গেছেন এই ওপেনার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে চোট পান ২৬ বছর বয়সী ব্যাটার।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৫ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৬ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৭ ঘণ্টা আগে