সাকিব আল হাসানের শেষ টেস্ট নিয়ে আলাপ-আলোচনা তো কম হচ্ছে না। কারণ বাংলাদেশের মাঠে তাঁর শেষ টেস্ট খেলার কথা থাকলেও সেটা নিয়ে অনেক সংশয় রয়েছে। তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার চাওয়া, সাকিব যেন দেশের মাঠেই টেস্টকে বিদায় জানাতে পারেন।
কানপুরের গ্রিন পার্কে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের আগে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। তখন তিনি মিরপুরে টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে বর্তমান প্রেক্ষাপটে যদিও অনেক দূরের পথ বলে মনে হচ্ছে। এরই মধ্যে শারজায় গতকাল বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ। মেয়েদের বিশ্বকাপ শুরুর দিনই সাকিবকে নিয়ে ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, ‘তিনি (সাকিব) এমন এক ক্রিকেটার, যিনি দেশের জন্য অনেক করেছেন।বাংলাদেশে ক্যারিয়ারের শেষ টেস্ট যেহেতু খেলতে চান, আমি চাই সেই সুযোগ যেন তিনি পান।’
বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে সাকিব চেয়েছিলেন, দেশে তাঁর পর্যাপ্ত নিরাপত্তা প্রয়োজন। সেকারণে সাকিবের কানপুরেই টেস্ট ক্যারিয়ার শেষ বলে অনেকে হয়তো ভেবেও নিয়েছেন। কারণ তাঁর দেশে ফেরার সঙ্গে নিরাপত্তার বিষয়টিও জড়িত। সংসদ সদস্য হওয়ায় সরকার পতনের পর হত্যা মামলা হয় তাঁর বিরুদ্ধে। এমনকি সাকিবের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারিতে জড়িত থাকায় ৫০ লাখ টাকা জরিমানাও হয়েছে।
সাকিবের নিরাপত্তা চাওয়ার প্রেক্ষিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, নিরাপত্তার দায়িত্ব বোর্ড নেবে না। আসিফ মাহমুদও কদিন আগে বুঝিয়ে দিয়েছিলেন, সাকিবের নিরাপত্তা চাওয়া ‘অবান্তর’। শারজায় গতকাল যখন আবার সাকিবের নিরাপত্তার প্রসঙ্গ এল, তখন ক্রীড়া উপদেষ্টা বলেন,
‘আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা ভিন্ন। সেটার ব্যাপারে কিছু বলতে পারি না। কারণ জিনিসটা আইন মন্ত্রণালয়ের।’
গ্রিন পার্কে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে মঙ্গলবার। সেই টেস্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুই দলের ক্রিকেটাররা যখন গিয়েছিলেন, সেখানে সাকিবকে জড়িয়ে ধরেছিলেন কোহলি। বাংলাদেশের তারকা ক্রিকেটারকে নিজের ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি। দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ।
আরও পড়ুন–
সাকিব আল হাসানের শেষ টেস্ট নিয়ে আলাপ-আলোচনা তো কম হচ্ছে না। কারণ বাংলাদেশের মাঠে তাঁর শেষ টেস্ট খেলার কথা থাকলেও সেটা নিয়ে অনেক সংশয় রয়েছে। তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার চাওয়া, সাকিব যেন দেশের মাঠেই টেস্টকে বিদায় জানাতে পারেন।
কানপুরের গ্রিন পার্কে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের আগে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। তখন তিনি মিরপুরে টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে বর্তমান প্রেক্ষাপটে যদিও অনেক দূরের পথ বলে মনে হচ্ছে। এরই মধ্যে শারজায় গতকাল বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ। মেয়েদের বিশ্বকাপ শুরুর দিনই সাকিবকে নিয়ে ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, ‘তিনি (সাকিব) এমন এক ক্রিকেটার, যিনি দেশের জন্য অনেক করেছেন।বাংলাদেশে ক্যারিয়ারের শেষ টেস্ট যেহেতু খেলতে চান, আমি চাই সেই সুযোগ যেন তিনি পান।’
বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে সাকিব চেয়েছিলেন, দেশে তাঁর পর্যাপ্ত নিরাপত্তা প্রয়োজন। সেকারণে সাকিবের কানপুরেই টেস্ট ক্যারিয়ার শেষ বলে অনেকে হয়তো ভেবেও নিয়েছেন। কারণ তাঁর দেশে ফেরার সঙ্গে নিরাপত্তার বিষয়টিও জড়িত। সংসদ সদস্য হওয়ায় সরকার পতনের পর হত্যা মামলা হয় তাঁর বিরুদ্ধে। এমনকি সাকিবের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারিতে জড়িত থাকায় ৫০ লাখ টাকা জরিমানাও হয়েছে।
সাকিবের নিরাপত্তা চাওয়ার প্রেক্ষিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, নিরাপত্তার দায়িত্ব বোর্ড নেবে না। আসিফ মাহমুদও কদিন আগে বুঝিয়ে দিয়েছিলেন, সাকিবের নিরাপত্তা চাওয়া ‘অবান্তর’। শারজায় গতকাল যখন আবার সাকিবের নিরাপত্তার প্রসঙ্গ এল, তখন ক্রীড়া উপদেষ্টা বলেন,
‘আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা ভিন্ন। সেটার ব্যাপারে কিছু বলতে পারি না। কারণ জিনিসটা আইন মন্ত্রণালয়ের।’
গ্রিন পার্কে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে মঙ্গলবার। সেই টেস্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুই দলের ক্রিকেটাররা যখন গিয়েছিলেন, সেখানে সাকিবকে জড়িয়ে ধরেছিলেন কোহলি। বাংলাদেশের তারকা ক্রিকেটারকে নিজের ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি। দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ।
আরও পড়ুন–
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
৬ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
৭ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
৭ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
৮ ঘণ্টা আগে