Ajker Patrika

আমরা জানি আমাদের সামর্থ্য কতটা, বলছেন শান্ত

আপডেট : ০২ জুন ২০২৪, ০৯: ৩৬
আমরা জানি আমাদের সামর্থ্য কতটা, বলছেন শান্ত

প্রস্তুতি ম্যাচের জয়-পরাজয় গুরুত্বপূর্ণ না হলেও বিশ্বকাপের মূল পর্বে নামার আগের বাংলাদেশের চিন্তা থেকেই যাচ্ছে। সেই পুরোনো রোগেই যে বাংলাদেশ বারবার কাবু হচ্ছে। ব্যাটিং ইনিংস শুরু করতে নেমে টপ অর্ডার ধসে যাচ্ছে। 

গতকালও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে একই চিত্র ফুটে উঠেছে। ৪১ রানের মধ্যেই নেই ৫ উইকেট। যার ফল ১৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১২২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। তবে ৬০ রানে হারার পরও ব্যাটারদের এমন দুর্দশা নিয়ে নাকি ভাবছেন না নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ হারার পর শান্ত জানিয়েছেন, আগে কী হয়েছে তা নিয়ে চিন্তা করছেন না তারা। ম্যাচে শেষে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আগে কী হয়েছে তা নিয়ে আমরা ভাবছি না। আমরা জানি, আমরা কতটুকু সক্ষম। আমাদের সাহসিকতার সঙ্গে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তাসকিন–ফিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা ফিরলে খেলাটা অন্যরকম হবে।’ 

মূল পর্বে বাংলাদেশে ভালো করবে বলে জানিয়েছেন শান্ত। বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘বোলাররা তাদের কাজটা দুর্দান্ত করেছে। বিশেষ করে শরিফুল এবং রিশাদের বোলিং আমরা খুশি। ব্যাটিংয়ে আমরা ভালো করতে পারেনি। তবে আশা করি মূল টুর্নামেন্টে ভালো কিছু করব।’ 

ভারতের বিপক্ষে গতকাল একদম শেষ মুহূর্তে চোট পান শরিফুল ইসলাম। তাঁর চোট নিয়ে শান্ত বলেছেন, ‘সে পর্যবেক্ষণে আছে। সম্ভবত সে ভালো আছে। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে সবাই উন্মুখ আছে, তবে আমাদের শান্ত থাকতে হবে।’ 

অন্যদিকে গতকাল ম্যাচ শেষে সুন্দর এক মুহূর্তের জন্ম হয়েছিল নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচের পর দুই অধিনায়ক শান্ত আর রোহিত শর্মা অপেক্ষা করছিলেন সম্প্রচারকারী কর্তৃপক্ষকে সাক্ষাৎকার দিতে। ওই মুহূর্তে সাকিব আল হাসান প্রায় মাঝমাঠ থেকে ছুটে এসে ভারতীয় অধিনায়ককে জড়িয়ে ধরলেন। এরপর দুজন মেতে উঠলেন খোশগল্পে। 

সাকিব ভারতীয় দলের মিডিয়া ম্যানেজারকে দিয়ে একটা ছবিও তোলালেন। এক ফ্রেমে সাকিব-রোহিত। এক ফ্রেমে গত ১৭ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাত্র দুজন খেলোয়াড়ই আছেন এই বিশ্বকাপে, যাঁদের খেলার অভিজ্ঞতা আছে প্রতিটি বিশ্বকাপে খেলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত