Ajker Patrika

আবারও ব্যর্থ সাকিব, বিধ্বস্ত বাংলা টাইগার্স

আবারও ব্যর্থ সাকিব, বিধ্বস্ত বাংলা টাইগার্স

ব্যর্থতার বৃত্তে আবারও ঢুকে পড়েছেন সাকিব আল হাসান। টানা দুই ম্যাচে এক অঙ্কের ঘরে আউট হয়েছেন তিনি। এবার তাঁর দল বাংলা টাইগার্স মিসিসাউগা হেরেছে বাজেভাবে। 

ব্রাম্পটনের সিএএ সেন্টারে গত রাতে বাংলা টাইগার্স খেলেছে ব্রাম্পটন উলভসের বিপক্ষে। টস হেরে প্রথমে ব্যাটিং পেলেও সেই সুবিধা কাজে লাগাতে পারেনি বাংলা টাইগার্স। ১৩ ওভারে ৭৯ রানে অলআউট হয়ে যায় সাকিবের দল। অধিনায়ক সাকিব ৬ বলে ১ চারে ৪ রান করে আউট হয়েছেন। রান তাড়া করতে নেমে ১১.২ ওভারে ২ উইকেটে ৮০ রান করে ফেলে ব্রাম্পটন উলভস। ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব বোলিংয়েই আসেননি। হ্যাটট্রিক জয়ের পর অবশেষে থামল বাংলা টাইগার্সের জয়রথ। 

ব্রাম্পটন উলভসের ৫২ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয়ে অধিনায়ক ডেভিড ওয়ার্নার দুর্দান্ত ব্যাটিং করেছেন। ৩৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৪ রান করে অপরাজিত থাকেন ওয়ার্নার। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ওয়ার্নারের স্বদেশি অ্যান্ড্রু টাই। ৩ ওভারে ১৮ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন টাই। যার মধ্যে অস্ট্রেলিয়ান পেসার এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন সাকিবকে। ছন্দে থাকা বাংলা টাইগার্সের পেসার শরীফুল ইসলাম কোনো উইকেট পাননি। শরীফুল ৩ ওভারে খরচ করেন ২৫ রান। ব্যাটিংয়ে ৪ বলে ১২ রান করেছেন তিনি। দুটি ছক্কা মেরেছেন বাংলাদেশি এই ক্রিকেটার। 

বিশাল পরাজয়ে বাংলা টাইগার্স পয়েন্ট টেবিলের চারে নেমে গেছে। ৫ ম্যাচে ৩ জয়ে এখন তাদের ৬ পয়েন্ট, নেট রানরেট ‍-০.৬৫৬। সমান ৬ পয়েন্টে ব্রাম্পটন পয়েন্ট তালিকার তিনে অবস্থান করছে। ৫ ম্যাচ খেলে তাদের নেট রানরেট ‍‍+ ০.৪৯৭।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত