Ajker Patrika

ভারতের ২৬ বছর লেগেছিল জিততে, অস্থির হওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জুন ২০২২, ০২: ১১
ভারতের ২৬ বছর লেগেছিল জিততে, অস্থির হওয়া যাবে না

টেস্ট স্বীকৃতি পাওয়ার ২২ বছর পূর্ণ হয়েছে বাংলাদেশের। ২০০০ সালের ২৬ জুন ক্রিকেটের অভিজাত সংস্করণে খেলার যোগ্যতা লাভ করেছিল বাংলাদেশ। ২২ বছরের পথচলায় এই সংস্করণে খুব একটা সাফল্য পায়নি বাংলাদেশ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের মতে, এ দেশে টেস্ট সংস্কৃতি গড়ে উঠতে সময় লাগবে। ভারতেরই প্রথম টেস্ট জিততে সময় লেগেছিল প্রায় ২৬ বছর (২০ বছর হবে)। 

আজ ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এর বিভিন্ন টুর্নামেন্টের ১০ বছরের জমে থাকা ৮০টি ট্রফি ক্লাবগুলোর হাতে তুলে দিয়ে এসব কথা বলেন তিনি। পাপন বলেছেন, ‘আমাকে যদি ২২ বছরের কথা বলেন, আমরা দেশের মাঠে জেতা শুরু করেছি। তাই বলে সবগুলো যে জিতে যাব তা না। আমরা কয়েকটা টেস্ট ম্যাচ জিতেছি বড় দলের সঙ্গে, এটা আমাদের উন্নতি। বিদেশে গিয়ে যে আমরা জিততে পারি, সেটার একটা আভাস পেয়েছি।’ 

খুব এই মুহূর্তে টেস্টে বাংলাদেশ অনেক ভালো দল হয়ে গেছে এমনটা মানতে চান না পাপন। তিনি বলেছেন, ‘তাই বলে টেস্টে যে আমরা একটা ভালো দল হয়ে গেছি সেটার প্রশ্নেই ওঠে না। টেস্ট সংস্কৃতি গড়ে উঠতে সময় লাগবে, প্রায় ২৬ বছর লেগে গেছে (আসলে ২০ বছর) ভারতের প্রথম ম্যাচ জিততে, এত অস্থির হলে হবে না।’ 

জাতীয় দলের ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত না খেলতে পারায় টেস্টে উন্নতি হচ্ছে না বলে মত বিশ্লেষকদের। পাপনের বোর্ডের ভাবনা ঘরোয়া ক্রিকেটের জন্য ভিন্ন একটা দল গঠন করা। 

তিনি যোগ করে বলেছেন, ‘একটা জিনিস সত্যি যে, টানা খেলার মধ্যে আপনি কালচারটা তৈরি করবেন কীভাবে? আপনি বলবেন ঘরোয়া ক্রিকেটের কথা। কিন্তু টানা সফর করে জাতীয় দলের কেউ ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে? আমাদের ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগই তো নাই, তাহলে আপনি উন্নতিটা করবে কীভাবে? একমাত্র জায়গা হচ্ছে, নতুন একটা সেট তৈরি করা। যেটা আসলে এর আগে আমরা চিন্তা করিনি, এখন চিন্তা করছি। আমাদের আলাদা একটা সেট থাকবে যারা এই জাতীয় দলের কোনো খেলা খেলবে না, তারা ঘরোয়া ক্রিকেট খেলবে দেশে এবং দেশের বাইরে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত