নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেস্ট স্বীকৃতি পাওয়ার ২২ বছর পূর্ণ হয়েছে বাংলাদেশের। ২০০০ সালের ২৬ জুন ক্রিকেটের অভিজাত সংস্করণে খেলার যোগ্যতা লাভ করেছিল বাংলাদেশ। ২২ বছরের পথচলায় এই সংস্করণে খুব একটা সাফল্য পায়নি বাংলাদেশ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের মতে, এ দেশে টেস্ট সংস্কৃতি গড়ে উঠতে সময় লাগবে। ভারতেরই প্রথম টেস্ট জিততে সময় লেগেছিল প্রায় ২৬ বছর (২০ বছর হবে)।
আজ ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এর বিভিন্ন টুর্নামেন্টের ১০ বছরের জমে থাকা ৮০টি ট্রফি ক্লাবগুলোর হাতে তুলে দিয়ে এসব কথা বলেন তিনি। পাপন বলেছেন, ‘আমাকে যদি ২২ বছরের কথা বলেন, আমরা দেশের মাঠে জেতা শুরু করেছি। তাই বলে সবগুলো যে জিতে যাব তা না। আমরা কয়েকটা টেস্ট ম্যাচ জিতেছি বড় দলের সঙ্গে, এটা আমাদের উন্নতি। বিদেশে গিয়ে যে আমরা জিততে পারি, সেটার একটা আভাস পেয়েছি।’
খুব এই মুহূর্তে টেস্টে বাংলাদেশ অনেক ভালো দল হয়ে গেছে এমনটা মানতে চান না পাপন। তিনি বলেছেন, ‘তাই বলে টেস্টে যে আমরা একটা ভালো দল হয়ে গেছি সেটার প্রশ্নেই ওঠে না। টেস্ট সংস্কৃতি গড়ে উঠতে সময় লাগবে, প্রায় ২৬ বছর লেগে গেছে (আসলে ২০ বছর) ভারতের প্রথম ম্যাচ জিততে, এত অস্থির হলে হবে না।’
জাতীয় দলের ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত না খেলতে পারায় টেস্টে উন্নতি হচ্ছে না বলে মত বিশ্লেষকদের। পাপনের বোর্ডের ভাবনা ঘরোয়া ক্রিকেটের জন্য ভিন্ন একটা দল গঠন করা।
তিনি যোগ করে বলেছেন, ‘একটা জিনিস সত্যি যে, টানা খেলার মধ্যে আপনি কালচারটা তৈরি করবেন কীভাবে? আপনি বলবেন ঘরোয়া ক্রিকেটের কথা। কিন্তু টানা সফর করে জাতীয় দলের কেউ ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে? আমাদের ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগই তো নাই, তাহলে আপনি উন্নতিটা করবে কীভাবে? একমাত্র জায়গা হচ্ছে, নতুন একটা সেট তৈরি করা। যেটা আসলে এর আগে আমরা চিন্তা করিনি, এখন চিন্তা করছি। আমাদের আলাদা একটা সেট থাকবে যারা এই জাতীয় দলের কোনো খেলা খেলবে না, তারা ঘরোয়া ক্রিকেট খেলবে দেশে এবং দেশের বাইরে।’
টেস্ট স্বীকৃতি পাওয়ার ২২ বছর পূর্ণ হয়েছে বাংলাদেশের। ২০০০ সালের ২৬ জুন ক্রিকেটের অভিজাত সংস্করণে খেলার যোগ্যতা লাভ করেছিল বাংলাদেশ। ২২ বছরের পথচলায় এই সংস্করণে খুব একটা সাফল্য পায়নি বাংলাদেশ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের মতে, এ দেশে টেস্ট সংস্কৃতি গড়ে উঠতে সময় লাগবে। ভারতেরই প্রথম টেস্ট জিততে সময় লেগেছিল প্রায় ২৬ বছর (২০ বছর হবে)।
আজ ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এর বিভিন্ন টুর্নামেন্টের ১০ বছরের জমে থাকা ৮০টি ট্রফি ক্লাবগুলোর হাতে তুলে দিয়ে এসব কথা বলেন তিনি। পাপন বলেছেন, ‘আমাকে যদি ২২ বছরের কথা বলেন, আমরা দেশের মাঠে জেতা শুরু করেছি। তাই বলে সবগুলো যে জিতে যাব তা না। আমরা কয়েকটা টেস্ট ম্যাচ জিতেছি বড় দলের সঙ্গে, এটা আমাদের উন্নতি। বিদেশে গিয়ে যে আমরা জিততে পারি, সেটার একটা আভাস পেয়েছি।’
খুব এই মুহূর্তে টেস্টে বাংলাদেশ অনেক ভালো দল হয়ে গেছে এমনটা মানতে চান না পাপন। তিনি বলেছেন, ‘তাই বলে টেস্টে যে আমরা একটা ভালো দল হয়ে গেছি সেটার প্রশ্নেই ওঠে না। টেস্ট সংস্কৃতি গড়ে উঠতে সময় লাগবে, প্রায় ২৬ বছর লেগে গেছে (আসলে ২০ বছর) ভারতের প্রথম ম্যাচ জিততে, এত অস্থির হলে হবে না।’
জাতীয় দলের ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত না খেলতে পারায় টেস্টে উন্নতি হচ্ছে না বলে মত বিশ্লেষকদের। পাপনের বোর্ডের ভাবনা ঘরোয়া ক্রিকেটের জন্য ভিন্ন একটা দল গঠন করা।
তিনি যোগ করে বলেছেন, ‘একটা জিনিস সত্যি যে, টানা খেলার মধ্যে আপনি কালচারটা তৈরি করবেন কীভাবে? আপনি বলবেন ঘরোয়া ক্রিকেটের কথা। কিন্তু টানা সফর করে জাতীয় দলের কেউ ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে? আমাদের ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগই তো নাই, তাহলে আপনি উন্নতিটা করবে কীভাবে? একমাত্র জায়গা হচ্ছে, নতুন একটা সেট তৈরি করা। যেটা আসলে এর আগে আমরা চিন্তা করিনি, এখন চিন্তা করছি। আমাদের আলাদা একটা সেট থাকবে যারা এই জাতীয় দলের কোনো খেলা খেলবে না, তারা ঘরোয়া ক্রিকেট খেলবে দেশে এবং দেশের বাইরে।’
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
১০ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
১১ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
১২ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
১৩ ঘণ্টা আগে