Ajker Patrika

মিরপুরে বিতর্কিত কাণ্ডে এখনো অনুতপ্ত নন ভারতীয় অধিনায়ক

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ২২: ১৪
মিরপুরে বিতর্কিত কাণ্ডে এখনো অনুতপ্ত নন ভারতীয় অধিনায়ক

বাংলাদেশ সফরে বিতর্কিত কাণ্ডে সমালোচিত হয়েছিলেন হারমানপ্রীত কৌর। নিষিদ্ধ হয়েছিলেন দুই ম্যাচ। তাতেও অনুতপ্ত নন ভারত নারী ক্রিকেট দলের অধিনায়ক। জানিয়েছেন, তিনি কোনো খেলোয়াড় বা কোনো ব্যক্তির সঙ্গে ভুল কিছু করেননি। 

গত মাসে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিজের কর্মকাণ্ড দিয়ে সমালোচনার জন্ম দেন কৌর। মাঠে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে ক্ষোভ প্রকাশ, মাঠ ছাড়ার সময় আম্পায়ারের দিকে তির্যক বাক্যবাণ, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে অপমানসূচক কথা বলা—যা একেবারে ছিল তাঁর অখেলোয়াড়সুলভ আচরণ। 

এমন কাণ্ডে শাস্তি পেলেও অনুতপ্ত নন জানিয়েছেন কৌর। মেয়েদের হান্ড্রেড খেলতে এখন তিনি যুক্তরাজ্যে। খেলছেন ট্রেন্ট রকেটসের হয়ে। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক পত্রিকা ‘দ্য ক্রিকেট পেপার’-এর সঙ্গে কথা বলেছেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার। সেখানে কৌর বলেছেন, ‘আমি বলব না, কোনো কিছু নিয়ে অনুশোচনা করছি। দিন শেষে খেলোয়াড় হিসেবে আপনি চাইবেন, ন্যায্য বিষয়গুলো ঘটুক।’ তিনি আরও বলেছেন, ‘আমি মনে করি না, কোনো খেলোয়াড় বা কোনো ব্যক্তির সঙ্গে অন্যায় কিছু করেছি। মাঠে যা ঘটেছে সেটি বলেছি। আমি কোনো কিছুতে অনুশোচনা করি না।’ 

বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি ১-১ ব্যবধানে ড্র করে ভারত। সেই ফল মেনে নিতে না পেরে মেজাজ হারান কৌর। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানানোয় ৩টি ডিমেরিট পান তিনি। এ ছাড়া ম্যাচ অফিশিয়ালকে নিয়ে সমালোচনা করায় তার সঙ্গে যোগ হয় আরও একটি ডিমেরিট পয়েন্ট। এই দুই অপরাধে কাটা যায় তাঁর ম্যাচ ফির ৫০ ও ২৫ শতাংশ। 

যখন ২৪ মাসের মধ্যে কোনো ক্রিকেটার চারটি ডিমেরিট পয়েন্ট পান তখন আইসিসির নিয়মবিধি অনুযায়ী সেটি ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি হিসেবে রূপান্তরিত হয়। সেটি হতে পারে এক টেস্ট, দুই ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত