বাংলাদেশ সফরে বিতর্কিত কাণ্ডে সমালোচিত হয়েছিলেন হারমানপ্রীত কৌর। নিষিদ্ধ হয়েছিলেন দুই ম্যাচ। তাতেও অনুতপ্ত নন ভারত নারী ক্রিকেট দলের অধিনায়ক। জানিয়েছেন, তিনি কোনো খেলোয়াড় বা কোনো ব্যক্তির সঙ্গে ভুল কিছু করেননি।
গত মাসে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিজের কর্মকাণ্ড দিয়ে সমালোচনার জন্ম দেন কৌর। মাঠে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে ক্ষোভ প্রকাশ, মাঠ ছাড়ার সময় আম্পায়ারের দিকে তির্যক বাক্যবাণ, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে অপমানসূচক কথা বলা—যা একেবারে ছিল তাঁর অখেলোয়াড়সুলভ আচরণ।
এমন কাণ্ডে শাস্তি পেলেও অনুতপ্ত নন জানিয়েছেন কৌর। মেয়েদের হান্ড্রেড খেলতে এখন তিনি যুক্তরাজ্যে। খেলছেন ট্রেন্ট রকেটসের হয়ে। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক পত্রিকা ‘দ্য ক্রিকেট পেপার’-এর সঙ্গে কথা বলেছেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার। সেখানে কৌর বলেছেন, ‘আমি বলব না, কোনো কিছু নিয়ে অনুশোচনা করছি। দিন শেষে খেলোয়াড় হিসেবে আপনি চাইবেন, ন্যায্য বিষয়গুলো ঘটুক।’ তিনি আরও বলেছেন, ‘আমি মনে করি না, কোনো খেলোয়াড় বা কোনো ব্যক্তির সঙ্গে অন্যায় কিছু করেছি। মাঠে যা ঘটেছে সেটি বলেছি। আমি কোনো কিছুতে অনুশোচনা করি না।’
বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি ১-১ ব্যবধানে ড্র করে ভারত। সেই ফল মেনে নিতে না পেরে মেজাজ হারান কৌর। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানানোয় ৩টি ডিমেরিট পান তিনি। এ ছাড়া ম্যাচ অফিশিয়ালকে নিয়ে সমালোচনা করায় তার সঙ্গে যোগ হয় আরও একটি ডিমেরিট পয়েন্ট। এই দুই অপরাধে কাটা যায় তাঁর ম্যাচ ফির ৫০ ও ২৫ শতাংশ।
যখন ২৪ মাসের মধ্যে কোনো ক্রিকেটার চারটি ডিমেরিট পয়েন্ট পান তখন আইসিসির নিয়মবিধি অনুযায়ী সেটি ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি হিসেবে রূপান্তরিত হয়। সেটি হতে পারে এক টেস্ট, দুই ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচ।
বাংলাদেশ সফরে বিতর্কিত কাণ্ডে সমালোচিত হয়েছিলেন হারমানপ্রীত কৌর। নিষিদ্ধ হয়েছিলেন দুই ম্যাচ। তাতেও অনুতপ্ত নন ভারত নারী ক্রিকেট দলের অধিনায়ক। জানিয়েছেন, তিনি কোনো খেলোয়াড় বা কোনো ব্যক্তির সঙ্গে ভুল কিছু করেননি।
গত মাসে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিজের কর্মকাণ্ড দিয়ে সমালোচনার জন্ম দেন কৌর। মাঠে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে ক্ষোভ প্রকাশ, মাঠ ছাড়ার সময় আম্পায়ারের দিকে তির্যক বাক্যবাণ, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে অপমানসূচক কথা বলা—যা একেবারে ছিল তাঁর অখেলোয়াড়সুলভ আচরণ।
এমন কাণ্ডে শাস্তি পেলেও অনুতপ্ত নন জানিয়েছেন কৌর। মেয়েদের হান্ড্রেড খেলতে এখন তিনি যুক্তরাজ্যে। খেলছেন ট্রেন্ট রকেটসের হয়ে। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক পত্রিকা ‘দ্য ক্রিকেট পেপার’-এর সঙ্গে কথা বলেছেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার। সেখানে কৌর বলেছেন, ‘আমি বলব না, কোনো কিছু নিয়ে অনুশোচনা করছি। দিন শেষে খেলোয়াড় হিসেবে আপনি চাইবেন, ন্যায্য বিষয়গুলো ঘটুক।’ তিনি আরও বলেছেন, ‘আমি মনে করি না, কোনো খেলোয়াড় বা কোনো ব্যক্তির সঙ্গে অন্যায় কিছু করেছি। মাঠে যা ঘটেছে সেটি বলেছি। আমি কোনো কিছুতে অনুশোচনা করি না।’
বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি ১-১ ব্যবধানে ড্র করে ভারত। সেই ফল মেনে নিতে না পেরে মেজাজ হারান কৌর। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানানোয় ৩টি ডিমেরিট পান তিনি। এ ছাড়া ম্যাচ অফিশিয়ালকে নিয়ে সমালোচনা করায় তার সঙ্গে যোগ হয় আরও একটি ডিমেরিট পয়েন্ট। এই দুই অপরাধে কাটা যায় তাঁর ম্যাচ ফির ৫০ ও ২৫ শতাংশ।
যখন ২৪ মাসের মধ্যে কোনো ক্রিকেটার চারটি ডিমেরিট পয়েন্ট পান তখন আইসিসির নিয়মবিধি অনুযায়ী সেটি ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি হিসেবে রূপান্তরিত হয়। সেটি হতে পারে এক টেস্ট, দুই ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচ।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
৪ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
৫ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৯ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৯ ঘণ্টা আগে