নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অলরাউন্ডার সাকিব আল হাসানকে কবে দেখা যাবে, সেই প্রশ্ন অনেক দিনের। কারণ ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমানতালে জ্বলে উঠতে পারছেন না সাকিব। তবে নাজমুল হোসেন শান্ত মনে করেন, ভারত সিরিজে সাকিবকে দেখা যাবে অন্য রূপে।
পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরলেও সাকিব ফেরেননি। সারের হয়ে এক ম্যাচের জন্য কাউন্টি খেলতে চলে গেছেন ইংল্যান্ডে। সমারসেটের বিপক্ষে ১৯৩ রানে নিয়েছেন ৯ উইকেট, যেখানে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। তবে ব্যাটার সাকিব করেছেন মাত্র ১২ রান। কাউন্টির আগে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও সাকিবের ক্ষেত্রে দেখা গেছে একই চিত্র। ভারতের উদ্দেশে উড়াল দেওয়ার আগে ঢাকা বিমানবন্দরে আজ সকালে গণমাধ্যমে সাকিবকে নিয়ে শান্ত বলেন, ‘স্বাভাবিকভাবেই আগে যা প্রত্যাশা ছিল, তা-ই আছে। খুবই ভালো। আমার মনে হয় প্রস্তুতিটা তাঁর ভালোই হয়েছে। বোলিংটা (৯ উইকেট)। যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি। আশা করি তিনি এই সিরিজে (ভারত) ভালো কিছু করবেন।’
আনুষ্ঠানিকভাবে এ বছরের মার্চে অধিনায়ক হওয়ার আগে শান্ত নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ দলকে। তাঁর নেতৃত্বে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ তিন ম্যাচ জিতেছে এরই মধ্যে। গত বছর নিউজিল্যান্ড সফরে শান্তর নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচও জিতেছে। তবে ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ হতে পারছেন না শান্ত। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৬ ম্যাচে করেন ৯৬২ রান। ৩৯ ইনিংসের মধ্যে পঞ্চাশোর্ধ্ব ইনিংস কেবল ৫টি (২ সেঞ্চুরি ও ৩ ফিফটি)।
ভারত সিরিজে নেতৃত্বের পাশাপাশি ব্যাটিংয়েও জ্বলে ওঠার আশা করছেন শান্ত। বিমানবন্দরে আজ সংবাদমাধ্যমকে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার ব্যক্তিগত লক্ষ্য হচ্ছে বাংলাদেশ দল জিতুক। ব্যাটার হিসেবে দলে যেন অবদান রাখতে পারি, সেটাই আমার ইচ্ছা। সেটার জন্য যেমন প্রস্তুতি নেওয়া দরকার ছিল, আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। দলে অবদান রাখার সর্বোচ্চ চেষ্টা করব।’
ঘরের মাঠে ভারত সবশেষ টেস্ট সিরিজ হেরেছে ২০১২ সালে। এমনকি চেন্নাইতে ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য যে দল ঘোষণা করেছে, সেটা খুবই ভারসাম্যপূর্ণ। রোহিত শর্মা, বিরাট কোহলি, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিনের মতো তারকারা আছেন সেই দলে। এ ছাড়া ভারতের মাঠে বাংলাদেশ ৩ টেস্ট খেলে প্রতিটিতেই হেরেছে বাজেভাবে। শান্ত বলছেন, ‘এটা একটা চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। তবে আপনি যেটা বললেন যে পাকিস্তানে ভালো একটা সিরিজ পার করার পর অবশ্যই একটা বাড়তি আত্মবিশ্বাস দলের মধ্যে আছেই। এমনকি পুরো দেশের মানুষের মধ্যেই আছে।’
অলরাউন্ডার সাকিব আল হাসানকে কবে দেখা যাবে, সেই প্রশ্ন অনেক দিনের। কারণ ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমানতালে জ্বলে উঠতে পারছেন না সাকিব। তবে নাজমুল হোসেন শান্ত মনে করেন, ভারত সিরিজে সাকিবকে দেখা যাবে অন্য রূপে।
পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরলেও সাকিব ফেরেননি। সারের হয়ে এক ম্যাচের জন্য কাউন্টি খেলতে চলে গেছেন ইংল্যান্ডে। সমারসেটের বিপক্ষে ১৯৩ রানে নিয়েছেন ৯ উইকেট, যেখানে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। তবে ব্যাটার সাকিব করেছেন মাত্র ১২ রান। কাউন্টির আগে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও সাকিবের ক্ষেত্রে দেখা গেছে একই চিত্র। ভারতের উদ্দেশে উড়াল দেওয়ার আগে ঢাকা বিমানবন্দরে আজ সকালে গণমাধ্যমে সাকিবকে নিয়ে শান্ত বলেন, ‘স্বাভাবিকভাবেই আগে যা প্রত্যাশা ছিল, তা-ই আছে। খুবই ভালো। আমার মনে হয় প্রস্তুতিটা তাঁর ভালোই হয়েছে। বোলিংটা (৯ উইকেট)। যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি। আশা করি তিনি এই সিরিজে (ভারত) ভালো কিছু করবেন।’
আনুষ্ঠানিকভাবে এ বছরের মার্চে অধিনায়ক হওয়ার আগে শান্ত নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ দলকে। তাঁর নেতৃত্বে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ তিন ম্যাচ জিতেছে এরই মধ্যে। গত বছর নিউজিল্যান্ড সফরে শান্তর নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচও জিতেছে। তবে ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ হতে পারছেন না শান্ত। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৬ ম্যাচে করেন ৯৬২ রান। ৩৯ ইনিংসের মধ্যে পঞ্চাশোর্ধ্ব ইনিংস কেবল ৫টি (২ সেঞ্চুরি ও ৩ ফিফটি)।
ভারত সিরিজে নেতৃত্বের পাশাপাশি ব্যাটিংয়েও জ্বলে ওঠার আশা করছেন শান্ত। বিমানবন্দরে আজ সংবাদমাধ্যমকে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার ব্যক্তিগত লক্ষ্য হচ্ছে বাংলাদেশ দল জিতুক। ব্যাটার হিসেবে দলে যেন অবদান রাখতে পারি, সেটাই আমার ইচ্ছা। সেটার জন্য যেমন প্রস্তুতি নেওয়া দরকার ছিল, আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। দলে অবদান রাখার সর্বোচ্চ চেষ্টা করব।’
ঘরের মাঠে ভারত সবশেষ টেস্ট সিরিজ হেরেছে ২০১২ সালে। এমনকি চেন্নাইতে ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য যে দল ঘোষণা করেছে, সেটা খুবই ভারসাম্যপূর্ণ। রোহিত শর্মা, বিরাট কোহলি, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিনের মতো তারকারা আছেন সেই দলে। এ ছাড়া ভারতের মাঠে বাংলাদেশ ৩ টেস্ট খেলে প্রতিটিতেই হেরেছে বাজেভাবে। শান্ত বলছেন, ‘এটা একটা চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। তবে আপনি যেটা বললেন যে পাকিস্তানে ভালো একটা সিরিজ পার করার পর অবশ্যই একটা বাড়তি আত্মবিশ্বাস দলের মধ্যে আছেই। এমনকি পুরো দেশের মানুষের মধ্যেই আছে।’
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২৪ মিনিট আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১ ঘণ্টা আগে২০২৪-এর আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন নাজমুল হাসান পাপন। তখনই সেই চেয়ারে বসেন ফারুক আহমেদ। তবে তাঁর মেয়াদও বেশি দিন নেই। সভাপতি হতে হলে ফারুককেও বোর্ড পরিচালক হয়ে নির্বাচনে অংশ নিতে হবে।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রাতে নামছে বার্সেলোনা-ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। আর রাতে পিএসএলে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের...
৩ ঘণ্টা আগে