নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে লক্ষ্য তাড়ায় বাংলাদেশের চার ব্যাটার ব্যাট করেছেন। চার ব্যাটারের মধ্যে শুধু তানজিদ তামিমের স্ট্রাইকরেট কম ১২০.৮৩। বাকি তিনজন—পারভেজ হোসেন ইমন, অধিনায়ক লিটন দাস ও সাইফ হাসানের ব্যাটিং স্ট্রাইকরেট ছিল ১৬৬.৬৬, ১৮৬.২০ ও ১৮৯.৪৭!
গত মাসে দুই সপ্তাহের স্কিল অনুশীলন করেছে বাংলাদেশ, যেখানে জোর দেওয়া হয়েছিল পাওয়ার হিটিংয়ের ওপর। দলীয় ব্যাটারদের নিয়ে কাজ করেছেন পাওয়ার হিটিং কোচ ইংলিশম্যান জুলিয়ান রস উড। হিটিংয়ে দক্ষতা বাড়ানোর জন্য প্রো-ভেলোসিটি ব্যাট দিয়েও ক্রিকেটারদের অনুশীলন করিয়েছেন তিনি। ডাচ দলের বিপক্ষে চলতি সিরিজের টি-টোয়েন্টিতে চার ব্যাটার কম বল খেলে বেশি রান করাটা সেই পাওয়ার হিটিং অনুশীলনের ফল বলে ধরে নেওয়া যায়।
সবচেয়ে বেশি স্ট্রাইকরেট সাইফ হাসানের। প্রায় দুই বছর পর জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়ে ১৯ বলে করেছেন অপরাজিত ৩৬। বল হাতেও নিয়েছেন ২ উইকেট। দল ও সাইফের পাওয়ার কন্ট্রোল ও স্ট্রাইকরেটের উন্নতিটা চোখ এড়ায়নি দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের। তবে এখনই কোনো কিছু নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে নারাজ তিনি। উল্টো সতর্কতা জারি করে বললেন, ‘আমি আগেও অনুরোধ করেছি, কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলবেন না, আবার খুব তাড়াতাড়ি কাউকে নিচেও নামাবেন না।’
সাইফের ফেরায় তাঁর শক্ত মানসিকতা কাজ করেছে বলেও মনে করেন সালাহ উদ্দীন, ‘ও ভালো খেলেছে। ওর ফেরাটা আসলে তার শক্ত মানসিকতার একটা পরিচয়। যেকোনো মানুষ যখন ব্যাকফুটে চলে যায়, সেখান থেকে সবাই ফিরে আসতে পারে না। একটা সময় সে ছিল টেস্ট প্লেয়ার, সেখান থেকে সে বেরিয়ে এসে যে চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে, সেটা সবার ভেতরে থাকে না।’
এখন এই ধারাবাহিকতা সাইফ ধরে রাখতে পারে কি না, এটাই দেখার। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ। জিতলেই সিরিজ বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচের আগে সালাহ উদ্দীনের চাওয়া, ‘প্রথম ম্যাচে সাইফ যে চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে, সেটা যেন ও চালিয়ে যেতে পারে।’
আগের দিন ম্যাচ থাকায় গতকাল দলীয় অনুশীলন ছিল না। তবে নিজের ইচ্ছায় মাঠে এসে গা গরম করেছেন নুরুল হাসান সোহান, সাইফউদ্দিন ও শামীম হোসেন পাটোয়ারী। তাঁদের তত্ত্বাবধানে ছিলেন পাওয়ার হিটিং পরামর্শক জুলিয়ান রস উড ও সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
আজকের দ্বিতীয় টি-টোয়েন্টি যেখানে বাংলাদেশের সিরিজ জয়ের লড়াই, সেখানে ডাচ দলের জন্য এটি সিরিজ বাঁচানোর লড়াই। যে লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর কথা বলছেন ডাচ ক্রিকেটার নোহাহ ক্রোস। গতকাল ক্রোস বলেছেন, ‘অবশ্যই ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে আমাদের। আর আমরা বিশ্বাস করি, পরের দুই ম্যাচ ভালো করব এবং ২-১-এ সিরিজ জিতব।’
বাংলাদেশের পেস আক্রমণের সামনে প্রথম ম্যাচে ভালো করতে পারেননি ডাচ ব্যাটাররা। সেটি মাথায় রেখে বাংলাদেশের বোলারদের প্রশংসাও করলেন ক্রোস, ‘আমার মনে হয়, ওরা সত্যিই খুব উঁচুমানের বোলার। তাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতাও আছে।’
ডাচদের বিপক্ষে এই সিরিজটাকে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে। দলের মাঠের পারফরম্যান্সে তাই উত্তরোত্তর উন্নতি দেখতে চান সালাহ উদ্দীন। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেছেন, ‘এশিয়া কাপে ভালো করতেই হবে। কিন্তু তার চেয়েও জরুরি হলো, আমাদের প্রতিনিয়ত উন্নতি করতে হবে।’
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে লক্ষ্য তাড়ায় বাংলাদেশের চার ব্যাটার ব্যাট করেছেন। চার ব্যাটারের মধ্যে শুধু তানজিদ তামিমের স্ট্রাইকরেট কম ১২০.৮৩। বাকি তিনজন—পারভেজ হোসেন ইমন, অধিনায়ক লিটন দাস ও সাইফ হাসানের ব্যাটিং স্ট্রাইকরেট ছিল ১৬৬.৬৬, ১৮৬.২০ ও ১৮৯.৪৭!
গত মাসে দুই সপ্তাহের স্কিল অনুশীলন করেছে বাংলাদেশ, যেখানে জোর দেওয়া হয়েছিল পাওয়ার হিটিংয়ের ওপর। দলীয় ব্যাটারদের নিয়ে কাজ করেছেন পাওয়ার হিটিং কোচ ইংলিশম্যান জুলিয়ান রস উড। হিটিংয়ে দক্ষতা বাড়ানোর জন্য প্রো-ভেলোসিটি ব্যাট দিয়েও ক্রিকেটারদের অনুশীলন করিয়েছেন তিনি। ডাচ দলের বিপক্ষে চলতি সিরিজের টি-টোয়েন্টিতে চার ব্যাটার কম বল খেলে বেশি রান করাটা সেই পাওয়ার হিটিং অনুশীলনের ফল বলে ধরে নেওয়া যায়।
সবচেয়ে বেশি স্ট্রাইকরেট সাইফ হাসানের। প্রায় দুই বছর পর জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়ে ১৯ বলে করেছেন অপরাজিত ৩৬। বল হাতেও নিয়েছেন ২ উইকেট। দল ও সাইফের পাওয়ার কন্ট্রোল ও স্ট্রাইকরেটের উন্নতিটা চোখ এড়ায়নি দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের। তবে এখনই কোনো কিছু নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে নারাজ তিনি। উল্টো সতর্কতা জারি করে বললেন, ‘আমি আগেও অনুরোধ করেছি, কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলবেন না, আবার খুব তাড়াতাড়ি কাউকে নিচেও নামাবেন না।’
সাইফের ফেরায় তাঁর শক্ত মানসিকতা কাজ করেছে বলেও মনে করেন সালাহ উদ্দীন, ‘ও ভালো খেলেছে। ওর ফেরাটা আসলে তার শক্ত মানসিকতার একটা পরিচয়। যেকোনো মানুষ যখন ব্যাকফুটে চলে যায়, সেখান থেকে সবাই ফিরে আসতে পারে না। একটা সময় সে ছিল টেস্ট প্লেয়ার, সেখান থেকে সে বেরিয়ে এসে যে চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে, সেটা সবার ভেতরে থাকে না।’
এখন এই ধারাবাহিকতা সাইফ ধরে রাখতে পারে কি না, এটাই দেখার। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ। জিতলেই সিরিজ বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচের আগে সালাহ উদ্দীনের চাওয়া, ‘প্রথম ম্যাচে সাইফ যে চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে, সেটা যেন ও চালিয়ে যেতে পারে।’
আগের দিন ম্যাচ থাকায় গতকাল দলীয় অনুশীলন ছিল না। তবে নিজের ইচ্ছায় মাঠে এসে গা গরম করেছেন নুরুল হাসান সোহান, সাইফউদ্দিন ও শামীম হোসেন পাটোয়ারী। তাঁদের তত্ত্বাবধানে ছিলেন পাওয়ার হিটিং পরামর্শক জুলিয়ান রস উড ও সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
আজকের দ্বিতীয় টি-টোয়েন্টি যেখানে বাংলাদেশের সিরিজ জয়ের লড়াই, সেখানে ডাচ দলের জন্য এটি সিরিজ বাঁচানোর লড়াই। যে লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর কথা বলছেন ডাচ ক্রিকেটার নোহাহ ক্রোস। গতকাল ক্রোস বলেছেন, ‘অবশ্যই ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে আমাদের। আর আমরা বিশ্বাস করি, পরের দুই ম্যাচ ভালো করব এবং ২-১-এ সিরিজ জিতব।’
বাংলাদেশের পেস আক্রমণের সামনে প্রথম ম্যাচে ভালো করতে পারেননি ডাচ ব্যাটাররা। সেটি মাথায় রেখে বাংলাদেশের বোলারদের প্রশংসাও করলেন ক্রোস, ‘আমার মনে হয়, ওরা সত্যিই খুব উঁচুমানের বোলার। তাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতাও আছে।’
ডাচদের বিপক্ষে এই সিরিজটাকে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে। দলের মাঠের পারফরম্যান্সে তাই উত্তরোত্তর উন্নতি দেখতে চান সালাহ উদ্দীন। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেছেন, ‘এশিয়া কাপে ভালো করতেই হবে। কিন্তু তার চেয়েও জরুরি হলো, আমাদের প্রতিনিয়ত উন্নতি করতে হবে।’
বর্নাঢ্য ক্যারিয়ার ছিল ওয়েইন রুনির। ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মানা হয় তাঁকে। এমন একজন ফুটবলারই কি না পেয়ে বসেছিল মদের নেশা। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার। এমন অবস্থায় তাঁকে বাঁচিয়েছেন তাঁর স্ত্রী কোলিন।
৩২ মিনিট আগেখুব বেশি দিন আগের ঘটনা নয়। এ বছরের জুলাইয়ে মিরপুরে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হারের পর কড়া সমালোচনা করেছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ও সাদা বলের প্রধান কোচ মাইক হেসন। দুই মাস পর এবার বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের টিকিট কাটল পাকিস্তান।
১ ঘণ্টা আগেবি.লিগ, বাংলাদেশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাট চুকিয়ে পেশাদার লিগের নতুন নাম এখন বাংলাদেশ ফুটবল লিগ। প্রস্তাব দেওয়া হয়েছিল আগেই। পরশু লিগ কমিটির এক সভায় চূড়ান্ত করা হয় সেই নাম। নতুন নামের মোড়কে আজ থেকে শুরু হচ্ছে লিগের নতুন মৌসুম।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
২ ঘণ্টা আগে