ক্রীড়া ডেস্ক
লিগ পর্বে তাদের আরও ম্যাচ আছে চারটি। টানা ৮ ম্যাচে দাপুটে জয়। উড়তে উড়তে যেন চলতি বিপিএলের প্লে-অফ নিশ্চিত করল এখন পর্যন্ত অপরাজিত থাকা রংপুর। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসকে ৩৩ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। এতে আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করেছে রংপুর। বাকি আছে আরও চার ম্যাচ। সেই চার ম্যাচের সবগুলো হারলেও সমস্যা নেই তাদের।
বিপিএলের একাদশ সংস্করণে খেলছে সাতটি দল। পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা ঢাকা ক্যাপিটাল আট ম্যাচে অর্জন করেছে ২ পয়েন্ট। পরের চার ম্যাচে জিতলেও তাদের পয়েন্ট হবে ১০। টেবিলের ছয় নম্বরে থাকা সিলেট স্ট্রাইকার্সের সাত ম্যাচে ৪ পয়েন্ট। শেষ পাঁচ ম্যাচে জিতলে তাদের হবে ১৪ পয়েন্ট। রংপুরকে ছাড়িয়ে যেতে পারছে না তারা। বাকি টেবিলের ওপরের দিকে থাকা পাঁচ দলের মধ্য থেকে চার দল খেলবে প্লে-অফ।
ছয় ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে খুলনা টাইগার্স। পরের ছয় ম্যাচে জিতলে তাদের হবে ১৬ পয়েন্ট। সাত ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুর্বার রাজশাহী আছে ৪ নম্বরে। তারাও যদি নিজেদের শেষ পাঁচ ম্যাচ জেতে, তাহলে ১৬ পয়েন্ট হবে। কিন্তু খুলনা ও রাজশাহীর মধ্যে কাল নিশ্চিত ২ পয়েন্ট হারাবে কোনো দল। চট্টগ্রামে কাল মুখোমুখি হচ্ছে খুলনা-রাজশাহী। যে দল হারবে টুর্নামেন্টে তারা পরের সব ম্যাচ জিতলেও হবে কেবল ১৪ পয়েন্ট। অর্থাৎ রংপুরের ১৬ পয়েন্টকে ছাড়িয়ে যেতে পারবে না। চার দলের মধ্যে থেকেই যাবে রংপুর।
উড়তে থাকা রংপুরকে থামাবে কে। দুই ও তিন নম্বরে থাকা ফরচুন বরিশাল ও চিটাগং কিংস ছয় ম্যাচে অর্জন করেছে ৮ পয়েন্ট করে। রংপুরের অর্ধেক। রংপুরের চেয়ে দুই ম্যাচ কম খেললেও এরই মধ্যে দুটি করে ম্যাচে হেরেছে তারা।
লিগ পর্বে তাদের আরও ম্যাচ আছে চারটি। টানা ৮ ম্যাচে দাপুটে জয়। উড়তে উড়তে যেন চলতি বিপিএলের প্লে-অফ নিশ্চিত করল এখন পর্যন্ত অপরাজিত থাকা রংপুর। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসকে ৩৩ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। এতে আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করেছে রংপুর। বাকি আছে আরও চার ম্যাচ। সেই চার ম্যাচের সবগুলো হারলেও সমস্যা নেই তাদের।
বিপিএলের একাদশ সংস্করণে খেলছে সাতটি দল। পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা ঢাকা ক্যাপিটাল আট ম্যাচে অর্জন করেছে ২ পয়েন্ট। পরের চার ম্যাচে জিতলেও তাদের পয়েন্ট হবে ১০। টেবিলের ছয় নম্বরে থাকা সিলেট স্ট্রাইকার্সের সাত ম্যাচে ৪ পয়েন্ট। শেষ পাঁচ ম্যাচে জিতলে তাদের হবে ১৪ পয়েন্ট। রংপুরকে ছাড়িয়ে যেতে পারছে না তারা। বাকি টেবিলের ওপরের দিকে থাকা পাঁচ দলের মধ্য থেকে চার দল খেলবে প্লে-অফ।
ছয় ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে খুলনা টাইগার্স। পরের ছয় ম্যাচে জিতলে তাদের হবে ১৬ পয়েন্ট। সাত ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুর্বার রাজশাহী আছে ৪ নম্বরে। তারাও যদি নিজেদের শেষ পাঁচ ম্যাচ জেতে, তাহলে ১৬ পয়েন্ট হবে। কিন্তু খুলনা ও রাজশাহীর মধ্যে কাল নিশ্চিত ২ পয়েন্ট হারাবে কোনো দল। চট্টগ্রামে কাল মুখোমুখি হচ্ছে খুলনা-রাজশাহী। যে দল হারবে টুর্নামেন্টে তারা পরের সব ম্যাচ জিতলেও হবে কেবল ১৪ পয়েন্ট। অর্থাৎ রংপুরের ১৬ পয়েন্টকে ছাড়িয়ে যেতে পারবে না। চার দলের মধ্যে থেকেই যাবে রংপুর।
উড়তে থাকা রংপুরকে থামাবে কে। দুই ও তিন নম্বরে থাকা ফরচুন বরিশাল ও চিটাগং কিংস ছয় ম্যাচে অর্জন করেছে ৮ পয়েন্ট করে। রংপুরের অর্ধেক। রংপুরের চেয়ে দুই ম্যাচ কম খেললেও এরই মধ্যে দুটি করে ম্যাচে হেরেছে তারা।
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ৯ মাসের মতো বাকি থাকলেও এখনই যে দামামা বেজে গেছে। ১২ সেপ্টেম্বর টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপেই জমা পড়েছিল এক লাখের বেশি আবেদন। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে তিনটি রঙিন মাস্কট প্রকাশ করল ফিফা।
১ ঘণ্টা আগেবর্নাঢ্য ক্যারিয়ার ছিল ওয়েইন রুনির। ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মানা হয় তাঁকে। এমন একজন ফুটবলারই কি না পেয়ে বসেছিল মদের নেশা। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার। এমন অবস্থায় তাঁকে বাঁচিয়েছেন তাঁর স্ত্রী কোলিন।
২ ঘণ্টা আগেখুব বেশি দিন আগের ঘটনা নয়। এ বছরের জুলাইয়ে মিরপুরে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হারের পর কড়া সমালোচনা করেছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ও সাদা বলের প্রধান কোচ মাইক হেসন। দুই মাস পর এবার বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের টিকিট কাটল পাকিস্তান।
২ ঘণ্টা আগেবি.লিগ, বাংলাদেশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাট চুকিয়ে পেশাদার লিগের নতুন নাম এখন বাংলাদেশ ফুটবল লিগ। প্রস্তাব দেওয়া হয়েছিল আগেই। পরশু লিগ কমিটির এক সভায় চূড়ান্ত করা হয় সেই নাম। নতুন নামের মোড়কে আজ থেকে শুরু হচ্ছে লিগের নতুন মৌসুম।
৩ ঘণ্টা আগে