Ajker Patrika

মাথায় আঘাত নিয়েও ব্যাটিং করলেন বিশ্ব ফার্নান্দো

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ১৬ মে ২০২২, ১৫: ৫৩
মাথায় আঘাত নিয়েও ব্যাটিং করলেন বিশ্ব ফার্নান্দো

চা বিরতির আগে মাথায় বাংলাদেশ পেসার শরীফুল ইসলামের বলে আঘাত পান বিশ্ব ফার্নান্দো। তবে ফিজিওর দেখভাল শেষে ব্যাটিং চালিয়ে যান তিনি। কিন্তু চা বিরতির পর অ্যাঞ্জোলো ম্যাথুসের সঙ্গে ব্যাটিংয়ে নামেননি ফার্নান্দো। পরে অসিথা ফার্নান্দো আউট হলে শেষ ব্যাটার হিসেবে উইকেটে আসেন বিশ্ব।

শেষ সেশনের শুরুতে ম্যাথুসের সঙ্গে  ব্যাটিংয়ে নেমেছিলেন অসিথা ফার্নান্দো। তখন জানা যায়, রিটায়ার্ড হার্ট হওয়ায় এখনো ব্যাটিংয়ে নামার সুযোগ আছে বিশ্বর। ঘটনাটা ঘটেছিল শ্রীলঙ্কার ইনিংসের ১৪০ তম ওভারের চতুর্থ বলে। শরীফুলের বলটা মাথা নিচু করে ফেলার পরও হেলমেটে লাগে ফার্নান্দোর। ওই আঘাতের পর চা-বিরতির আগে আরও ৪ ওভার খেলা হয়। তখন সমস্যা মনে না হলেও চা-বিরতিতে গিয়ে শুরুতে আর মাঠে নামেননি বিশ্ব। 

লাঞ্চের পর প্রথম ওভারে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। আউট করেন রামেশ মেন্ডিস আর লাসিথ এম্বুলদেনিয়াকে। তবে নবম ব্যাটার হিসেবে নেমে ম্যাথুসের সঙ্গে বাংলাদেশকে ভালোই ভোগান শ্রীলঙ্কার লেজের ব্যাটার বিশ্ব। দুজনের জুটি থেকে আসে ৪৭ রান। বাংলাদেশ বোলারদের হতাশা বাড়িয়ে ৭৭ বল খেলেন তিনি। রান করেন ১৭।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত