সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যেন এক কাঠি সরেস কলকাতা পুলিশ। প্রায়ই ক্রিকেটের নানা ঘটনাকে উপজীব্য করে নাগরিকদের সচেতন করে। এবার তেমনি চট্টগ্রাম টেস্টের এক ঘটনাকে কাজে লাগিয়ে ফেসবুক সুরক্ষায় সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে তারা।
কলকাতা পুলিশের উদ্দেশ্য সচেতনতা তৈরি হলেও বাংলাদেশের ক্রিকেটে সেটি কিছুটা ব্যঙ্গাত্মক। বাংলাদেশের ফিল্ডারদের মাখন মাখানো হাতের চিত্র সামনে এনেছে কলকাতা পুলিশ। স্লিপে বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিসের ঘটনা বাংলাদেশ-শ্রীলঙ্কার চলমান চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের।
দ্বিতীয় সেশনের সময় ১২১তম ওভারে খালেদ আহমেদের বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন প্রবাত জয়াসুরিয়া। প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাত ফসকে দ্বিতীয় স্লিপে থাকা শাহাদাত হোসেন দিপুর কাছে যায়। হেলমেট পরে ফিল্ডিং করা দিপুও ক্যাচটা তালুবন্দি করতে পারেননি। জয়াসুরিয়ার ক্যাচ ধরার শেষ সুযোগ পান জাকির হাসান। কিন্তু তিনিও ক্যাচটি মিস করে বসেন। শেষ দুই ফিল্ডারই আবার হেলমেট পরে ফিল্ডিং করছিলেন স্লিপে। ক্রিকেট মাঠের অন্যতম কঠিন জায়গা হলেও সাধারণত হেলমেট পড়ে ফিল্ডিং করতে দেখা যায় না স্লিপে। তাঁরা দুজন হেলমেট পরে ফিল্ডিং বিষয়টি আরও হাস্যকর করে তোলেন। ক্যাচ ফসকানোর ঘটনা নিয়ে ব্যাপক ট্রল হয়েছে ফেসবুকে।
ক্যাচ মিসের এই ঘটনা ফেসবুক সুরক্ষায় কাজে লাগিয়েছে কলকাতা পুলিশ। ব্যাকগ্রাউন্ডে জনপ্রিয় ‘মোয়ে মোয়ে’ গান রেখে শান্তর ক্যাচ মিসকে দুর্বল পাসওয়ার্ড বলে মন্তব্য করেছে তারা। দিপুর ক্যাচ মিসকে ‘টু-ফেক্টর অথেনটিকেশন’ নেই বলে জানিয়েছে। আর সবশেষ জাকিরের ক্যাচ মিসকে ফেসবুক প্রোফাইল লক করা হয়নি বলা হচ্ছে। ফেসবুক সুরক্ষায় এই তিন বিষয়কে গুরত্ব দিতে ভিডিও তৈরি করেছে তারা। নাহলে বাংলাদেশের ফিল্ডারদের মতোই ভুলের খেসারত দিতে হবে—এমনটা বোঝাতে চেয়েছে কলকাতা পুলিশ।
কিছুদিন আগে বাংলাদেশের অধিনায়ক শান্তর হাস্যকর রিভিউ নিয়েও ভিডিও বানিয়েছিল কলকাতা পুলিশ। শান্তর রিভিউকে লোভনীয় লিঙ্কে ক্লিক করার সঙ্গে তুলনা করেছিল তারা। উইজডেন ক্রিকেট শান্তর নেওয়া রিভিউকে তো অল টাইম গ্রেট রিভিউ ফেইল বলে মতও দিয়েছে ক্রিকেট সাময়িকী।
সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যেন এক কাঠি সরেস কলকাতা পুলিশ। প্রায়ই ক্রিকেটের নানা ঘটনাকে উপজীব্য করে নাগরিকদের সচেতন করে। এবার তেমনি চট্টগ্রাম টেস্টের এক ঘটনাকে কাজে লাগিয়ে ফেসবুক সুরক্ষায় সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে তারা।
কলকাতা পুলিশের উদ্দেশ্য সচেতনতা তৈরি হলেও বাংলাদেশের ক্রিকেটে সেটি কিছুটা ব্যঙ্গাত্মক। বাংলাদেশের ফিল্ডারদের মাখন মাখানো হাতের চিত্র সামনে এনেছে কলকাতা পুলিশ। স্লিপে বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিসের ঘটনা বাংলাদেশ-শ্রীলঙ্কার চলমান চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের।
দ্বিতীয় সেশনের সময় ১২১তম ওভারে খালেদ আহমেদের বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন প্রবাত জয়াসুরিয়া। প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাত ফসকে দ্বিতীয় স্লিপে থাকা শাহাদাত হোসেন দিপুর কাছে যায়। হেলমেট পরে ফিল্ডিং করা দিপুও ক্যাচটা তালুবন্দি করতে পারেননি। জয়াসুরিয়ার ক্যাচ ধরার শেষ সুযোগ পান জাকির হাসান। কিন্তু তিনিও ক্যাচটি মিস করে বসেন। শেষ দুই ফিল্ডারই আবার হেলমেট পরে ফিল্ডিং করছিলেন স্লিপে। ক্রিকেট মাঠের অন্যতম কঠিন জায়গা হলেও সাধারণত হেলমেট পড়ে ফিল্ডিং করতে দেখা যায় না স্লিপে। তাঁরা দুজন হেলমেট পরে ফিল্ডিং বিষয়টি আরও হাস্যকর করে তোলেন। ক্যাচ ফসকানোর ঘটনা নিয়ে ব্যাপক ট্রল হয়েছে ফেসবুকে।
ক্যাচ মিসের এই ঘটনা ফেসবুক সুরক্ষায় কাজে লাগিয়েছে কলকাতা পুলিশ। ব্যাকগ্রাউন্ডে জনপ্রিয় ‘মোয়ে মোয়ে’ গান রেখে শান্তর ক্যাচ মিসকে দুর্বল পাসওয়ার্ড বলে মন্তব্য করেছে তারা। দিপুর ক্যাচ মিসকে ‘টু-ফেক্টর অথেনটিকেশন’ নেই বলে জানিয়েছে। আর সবশেষ জাকিরের ক্যাচ মিসকে ফেসবুক প্রোফাইল লক করা হয়নি বলা হচ্ছে। ফেসবুক সুরক্ষায় এই তিন বিষয়কে গুরত্ব দিতে ভিডিও তৈরি করেছে তারা। নাহলে বাংলাদেশের ফিল্ডারদের মতোই ভুলের খেসারত দিতে হবে—এমনটা বোঝাতে চেয়েছে কলকাতা পুলিশ।
কিছুদিন আগে বাংলাদেশের অধিনায়ক শান্তর হাস্যকর রিভিউ নিয়েও ভিডিও বানিয়েছিল কলকাতা পুলিশ। শান্তর রিভিউকে লোভনীয় লিঙ্কে ক্লিক করার সঙ্গে তুলনা করেছিল তারা। উইজডেন ক্রিকেট শান্তর নেওয়া রিভিউকে তো অল টাইম গ্রেট রিভিউ ফেইল বলে মতও দিয়েছে ক্রিকেট সাময়িকী।
২০২৪-২৫ মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো পায় চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। প্যারিসিয়ানদের প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিততে অসামান্য অবদান রেখেছেন জিয়ানলুইগি দোন্নারুম্মা। পিএসজির গোলপোস্টের সামনে তিনি ছিলেন ‘চীনের মহাপ্রাচীর’। কিন্তু এবার এই ক্লাবটির সঙ্গে শেষ হচ
১৫ মিনিট আগেকদিন আগে বরিশাল বিভাগীয় দলের এনসিএল টি-টোয়েন্টি নির্বাচনে স্থানীয় কোচদের সঙ্গে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের প্রভাব বিস্তারের খবর সামনে এসেছিল। এবার একই অভিযোগ উঠল রাজশাহী বিভাগীয় দল নিয়েও।
৩০ মিনিট আগেবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল কাল দেশে ফিরেছে দুটি সিরিজের ট্রফি নিয়ে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের হাতে শোভা পাচ্ছিল আফ্রিকা থেকে জিতে ফেরা দুটি শিরোপা। বিমানবন্দরে তাঁদের ঘিরে ধরে উৎসাহী সমর্থকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নেই। ম্যাচ গড়াপেটা, খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া, ফ্র্যাঞ্চাইজিতে চরম অব্যবস্থাপনার মতো ইস্যুতে বারবার সমালোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের মান বাড়াতে এবং বিতর্কমুক্ত করতে বিসিবি এবার অন্য পথে হাঁটছে।
১ ঘণ্টা আগে