Ajker Patrika

৪১ বছর বয়সে ৭ উইকেট নিয়ে গড়লেন রেকর্ড, কে এই ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
সবচেয়ে বেশি বয়সে ৭ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন সামান্থি দুনুকেদেনি। ছবি: ইনস্টাগ্রাম
সবচেয়ে বেশি বয়সে ৭ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন সামান্থি দুনুকেদেনি। ছবি: ইনস্টাগ্রাম

চল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে সাত উইকেটর বেশি নিতে পারেননি কোনো বোলার। দুনুকেদেনি সেই ক্লাবের চতুর্থ বোলার। তবে তাঁর চেয়ে বেশি বয়সে এই ক্লাবে ঢোকার নজির নেই কারও। সেটা হোক মেয়ে কিংবা ছেলে। গতকাল রেকর্ড গড়ার সময় ৪১ বছর ৮১ দিনে পা রাখেন দুনুকেদেনি। প্রায় এক বছরের ছোট ক্যারিয়ারে ১৭ ম্যাচ খেলে ২২ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৮৮ রান করেছেন তিনি।

ঘরের মাঠ ভিনোরে অনুষ্ঠিত ম্যাচে সাইপ্রাসকে আগে ব্যাটিংয়ে পাঠায় চেক প্রজাতন্ত্র। ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে সাইপ্রাস। জবাবে দুনুকেদেনির ঘূর্ণিতে কাবু হয়ে মাত্র ৩৭ রানেই গুটিয়ে যায় চেক প্রজাতন্ত্র। নিজের প্রথম বলেই উইকেটের দেখা পান দুনুকেদেনি। প্রথম ওভারে আরও এক ব্যাটারকে শিকার করেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় ওভারে দুটি করে উইকেট নেন এই অফস্পিনার। শেষ ওভারে কেবল একটিই শিকারের সুযোগ পান। এর মধ্যে একটি ওভারে মেইডেনও দেন তিনি।

দুনুকেদেনির বোলিং ফিগারটি মেয়েদের টি-টোয়েন্টি ইতিহাসে চতুর্থ-সেরা। একই দিনে দ্বিতীয় ম্যাচ খেলতে নামে দুই দল। সেখানেও রেকর্ডের অংশ হন দুনুকেদেনি। আগে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২০১ রান করে সাইপ্রাস। আয়েশা দিরানেহেলাগের সঙ্গে ওপেনিংয়ে নেমে দুনুকেদেনি ৬০ বলে ৯ চারে ৬৫ রানে অপরাজিত থাকেন।

এই ম্যাচেই মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো উইকেট না হারিয়ে সর্বোচ্চ দলীয় সংগ্রহ রেকর্ড গড়ে সাইপ্রাস। আগের রেকর্ডটি ছিল জার্মানির। চার বছর আগে অস্ট্রিয়ার বিপক্ষে ১৯৮ রান করে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত