শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ শুরু। এরপর গ্রুপ সেরা হয়ে সুপার ফোর। তাতে জমে ওঠে আফগান রূপকথাও। দারুণ টিম স্পিরিটে ভাবনাটা একদম অমূলকও ছিল না। তবে এই মুহূর্তে টুর্নামেন্টে টিকে থাকাই কঠিন আফগানিস্তানের জন্য।
শারজায় পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করে ১২৯ রানে থেমেছে আফগানিস্তানের ইনিংস। ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে পাকিস্তানকে এই রানের আগে থামিয়ে দেওয়ার বিকল্প নেই। ম্যাচটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। আফগানদের জন্য একটু বেশি। এই ম্যাচ জিতলে ফাইনালের দৌড়ে টিকে থাকবে তারা। আর হারলে নিজেরা তো বাদ পড়বেই, সঙ্গে ভারতেরও বিদায়ী ঘণ্টা বেজে যাবে।
পাকিস্তানের জন্য ব্যাপারটা অবশ্য এত কঠিন নয়। এই ম্যাচ না জিতলেও শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে তাদের। বাঁচা-মরার ম্যাচে এবারের এশিয়া কাপের 'নিয়ামক' হয়ে ওঠা টস-ভাগ্যকে পাশে পায়নি আফগানরা। ভাগ্যকে পাশে না পেলেও আফগানিস্তানকে দুরন্ত সূচনা এনে দেন দুই ওপেনার। ৩.৫ ওভার স্থায়ী এই জুটি থেকে আসে ৩৬ রান। হারিস রউফের বলে বোল্ড হয়ে বিদায় নেন রহমতউল্লাহ গুরবাজ। তুলে মারতে গিয়ে বলের লাইন মিস করেন টুর্নামেন্টে আফগানদের সেরা ব্যাটার।
হাল ধরতে পারেননি আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইও। মোহাম্মদ হাসনাইনের স্লোয়ারে গড়বড় বাঁধান। বোল্ড হয়ে ১৭ বলে ২১ রান করে ফেরেন জাজাই। রানের গতি সচল রাখতে চারে উঠে আসেন করিম জানাত। তবে দলের উদ্দেশ্য মেটাতে পারেননি তিনি। উল্টো চাপ বাড়িয়েছেন ডট বল খেলে। ১৯ বলে তাঁর ১৫ রানের ইনিংসে চার একটি। ইব্রাহিম জাদরানের সঙ্গে জানাতের ৩৯ বল স্থায়ী জুটি থেকে আসে ৩৫ রান। আফগানদের সবচেয়ে বড় ধাক্কাটা নাজিবুল্লাহ জাদরানের উইকেট। দ্রুত রান তোলার জন্য তাঁর দিকেই তাকিয়ে থাকে। এদিন ১১ বলে ১ ছক্কায় ১০ রানের বেশি করতে পারেননি নাজিবুল্লাহ। শাদাব খানের বলে ফখর জামানের হাতে ক্যাচ দেন তিনি।
শাদাব খানের পরের বলে আউট হন মোহাম্মদ নবীও। ততক্ষণে অবশ্য আফগানদের বড় স্কোরের সম্ভাবনা ফিকে হয়ে যায়। আজমতউল্লাহ ওমরজাই আর রশিদ খান চেষ্টা করেও সেটা পরিবর্তন করতে পারেননি।
শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ শুরু। এরপর গ্রুপ সেরা হয়ে সুপার ফোর। তাতে জমে ওঠে আফগান রূপকথাও। দারুণ টিম স্পিরিটে ভাবনাটা একদম অমূলকও ছিল না। তবে এই মুহূর্তে টুর্নামেন্টে টিকে থাকাই কঠিন আফগানিস্তানের জন্য।
শারজায় পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করে ১২৯ রানে থেমেছে আফগানিস্তানের ইনিংস। ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে পাকিস্তানকে এই রানের আগে থামিয়ে দেওয়ার বিকল্প নেই। ম্যাচটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। আফগানদের জন্য একটু বেশি। এই ম্যাচ জিতলে ফাইনালের দৌড়ে টিকে থাকবে তারা। আর হারলে নিজেরা তো বাদ পড়বেই, সঙ্গে ভারতেরও বিদায়ী ঘণ্টা বেজে যাবে।
পাকিস্তানের জন্য ব্যাপারটা অবশ্য এত কঠিন নয়। এই ম্যাচ না জিতলেও শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে তাদের। বাঁচা-মরার ম্যাচে এবারের এশিয়া কাপের 'নিয়ামক' হয়ে ওঠা টস-ভাগ্যকে পাশে পায়নি আফগানরা। ভাগ্যকে পাশে না পেলেও আফগানিস্তানকে দুরন্ত সূচনা এনে দেন দুই ওপেনার। ৩.৫ ওভার স্থায়ী এই জুটি থেকে আসে ৩৬ রান। হারিস রউফের বলে বোল্ড হয়ে বিদায় নেন রহমতউল্লাহ গুরবাজ। তুলে মারতে গিয়ে বলের লাইন মিস করেন টুর্নামেন্টে আফগানদের সেরা ব্যাটার।
হাল ধরতে পারেননি আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইও। মোহাম্মদ হাসনাইনের স্লোয়ারে গড়বড় বাঁধান। বোল্ড হয়ে ১৭ বলে ২১ রান করে ফেরেন জাজাই। রানের গতি সচল রাখতে চারে উঠে আসেন করিম জানাত। তবে দলের উদ্দেশ্য মেটাতে পারেননি তিনি। উল্টো চাপ বাড়িয়েছেন ডট বল খেলে। ১৯ বলে তাঁর ১৫ রানের ইনিংসে চার একটি। ইব্রাহিম জাদরানের সঙ্গে জানাতের ৩৯ বল স্থায়ী জুটি থেকে আসে ৩৫ রান। আফগানদের সবচেয়ে বড় ধাক্কাটা নাজিবুল্লাহ জাদরানের উইকেট। দ্রুত রান তোলার জন্য তাঁর দিকেই তাকিয়ে থাকে। এদিন ১১ বলে ১ ছক্কায় ১০ রানের বেশি করতে পারেননি নাজিবুল্লাহ। শাদাব খানের বলে ফখর জামানের হাতে ক্যাচ দেন তিনি।
শাদাব খানের পরের বলে আউট হন মোহাম্মদ নবীও। ততক্ষণে অবশ্য আফগানদের বড় স্কোরের সম্ভাবনা ফিকে হয়ে যায়। আজমতউল্লাহ ওমরজাই আর রশিদ খান চেষ্টা করেও সেটা পরিবর্তন করতে পারেননি।
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
১ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
১ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৩ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৪ ঘণ্টা আগে