Ajker Patrika

আফগানদের অল্পতেই আটকে রাখল পাকিস্তান

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ২২: ০৮
আফগানদের অল্পতেই আটকে রাখল পাকিস্তান

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ শুরু। এরপর গ্রুপ সেরা হয়ে সুপার ফোর। তাতে জমে ওঠে আফগান রূপকথাও। দারুণ টিম স্পিরিটে ভাবনাটা একদম অমূলকও ছিল না। তবে এই মুহূর্তে টুর্নামেন্টে টিকে থাকাই কঠিন আফগানিস্তানের জন্য।

শারজায় পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করে ১২৯ রানে থেমেছে আফগানিস্তানের ইনিংস। ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে পাকিস্তানকে এই রানের আগে থামিয়ে দেওয়ার বিকল্প নেই। ম্যাচটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। আফগানদের জন্য একটু বেশি। এই ম্যাচ জিতলে ফাইনালের দৌড়ে টিকে থাকবে তারা। আর হারলে নিজেরা তো বাদ পড়বেই, সঙ্গে ভারতেরও বিদায়ী ঘণ্টা বেজে যাবে।

পাকিস্তানের জন্য ব্যাপারটা অবশ্য এত কঠিন নয়। এই ম্যাচ না জিতলেও শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে তাদের। বাঁচা-মরার ম্যাচে এবারের এশিয়া কাপের 'নিয়ামক' হয়ে ওঠা টস-ভাগ্যকে পাশে পায়নি আফগানরা। ভাগ্যকে পাশে না পেলেও আফগানিস্তানকে দুরন্ত সূচনা এনে দেন দুই ওপেনার। ৩.৫ ওভার স্থায়ী এই জুটি থেকে আসে ৩৬ রান। হারিস রউফের বলে বোল্ড হয়ে বিদায় নেন রহমতউল্লাহ গুরবাজ। তুলে মারতে গিয়ে বলের লাইন মিস করেন টুর্নামেন্টে আফগানদের সেরা ব্যাটার।

হাল ধরতে পারেননি আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইও। মোহাম্মদ হাসনাইনের স্লোয়ারে গড়বড় বাঁধান। বোল্ড হয়ে ১৭ বলে ২১ রান করে ফেরেন জাজাই। রানের গতি সচল রাখতে চারে উঠে আসেন করিম জানাত। তবে দলের উদ্দেশ্য মেটাতে পারেননি তিনি। উল্টো চাপ বাড়িয়েছেন ডট বল খেলে। ১৯ বলে তাঁর ১৫ রানের ইনিংসে চার একটি। ইব্রাহিম জাদরানের সঙ্গে জানাতের ৩৯ বল স্থায়ী জুটি থেকে আসে ৩৫ রান। আফগানদের সবচেয়ে বড় ধাক্কাটা নাজিবুল্লাহ জাদরানের উইকেট। দ্রুত রান তোলার জন্য তাঁর দিকেই তাকিয়ে থাকে। এদিন ১১ বলে ১ ছক্কায় ১০ রানের বেশি করতে পারেননি নাজিবুল্লাহ। শাদাব খানের বলে ফখর জামানের হাতে ক্যাচ দেন তিনি।

শাদাব খানের পরের বলে আউট হন মোহাম্মদ নবীও। ততক্ষণে অবশ্য আফগানদের বড় স্কোরের সম্ভাবনা ফিকে হয়ে যায়। আজমতউল্লাহ ওমরজাই আর রশিদ খান চেষ্টা করেও সেটা পরিবর্তন করতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত