ক্রীড়া ডেস্ক
আথলেতিক বিলবাওয়ের মাঠে প্রথম লেগে ৩-০ গোলে জিতে ফাইনালে এক পা আগেই দিয়ে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। রাতে দ্বিতীয় লেগে নিজেদের মাঠেও ইউনাইটেড জয় নিশ্চিত করল ৪-১ গোলে। দুই লেগে মিলিয়ে ৭-১ ব্যবধানে বিলবাওকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড।
আরেক সেমিফাইনালের ফিরতি লেগে বোদো/গ্লিমটের মাঠে ২-০ গোলে জিতেছে টটেনহাম হটস্পার। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের ব্যবধানে তারা অল প্রিমিয়ার লিগ ফাইনাল নিশ্চিত করেছে। শিরোপার জন্য তো বটেই, পরের চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার একটা সুযোগও পাবে দল দুটি। তবে এ জন্য জিততে হবে ফাইনালে। প্রিমিয়ার লিগে ১৫ নম্বরে রেড ডেভিলস আর ১৬ নম্বরে স্পার্সরা। স্পষ্টই প্রিমিয়ার লিগের সেরা পাঁচে থাকতে পারছে না তারা। ইউরোপা লিগের ফাইনাল তাদের শেষ সুযোগ।
তিন গোল হজম করা বিলবাও ওল্ড ট্রাফোর্ডে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। ৩১ মিনিটে হ্যারি মাগুইরের বিভ্রান্তিকর ক্লিয়ারেন্সে বল পায়ে পান মিকেল জাউরেগিজার। এই স্প্যানিয়ার্ড বক্সের বাইরে থেকে উঁচু কোনাকুনি শটে জাল কাঁপান। বিলবাও লিড ধর রেখেছিল এক ঘণ্টারও বেশি সময়। স্বাগতিকেরা সমতায় ফেরে ৭২ মিনিটে। লেনি ইয়োরোর পাস থেকে মাউন্ট ম্যাসন গোলকিপার জুলেন আগিরেজাবালাকে ঘুরিয়ে জালে বল জড়িয়ে দেন। সাত মিনিট পর ক্যাসেমিরো ফ্রি কিক থেকে গোল করেন। ৮৫ মিনিটে রাসমুস হয়লুন্দ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ইউনাইটেডের পক্ষে নিয়ে যান।
স্টপেজ টাইমে মাউন্ট নিজের দ্বিতীয় গোল করেন। আগিরজেবালাকে গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আসতে দেখে সফরকারীদের অর্ধ থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।
২০১৭ সালের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ইউনাইটেড আগামী ২১ মে বিলবাওর সান মামেস স্টেডিয়ামে অল প্রিমিয়ার লিগ ফাইনালে টটেনহামের মুখোমুখি হবে। কোচ রুবেন আমোরি জানিয়েছেন, ইউনাইটেড ফাইনাল না জেতা পর্যন্ত কোনো উদ্যাপন করবেন না। পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে চান এই কোচ, ‘এই মুহূর্তে আমি কেবল পরের ম্যাচ নিয়ে ভাবছি। ফাইনালের আগে যেন কেউ ইনজুরিতে না পড়ে, সেটা নিয়ে চিন্তিত আছি। আমাদের এটা জিততে হবে। না জিতলে এটা হবে অর্থহীন।’
ঘরের মাঠে ৩-১ গোলে জিতে আসা টটেনহাম বোদোর মাঠে কোনো অঘটনের শিকার হয়নি। নরওয়ের ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে। ডোমিনিক সোলাঙ্কে ও পেদ্রো পোরো করেন গোল। ৬৩ মিনিটে সোলাঙ্কে গোলমুখ খোলেন। স্বাগতিক কিপার নিকিতা হাইকিনকে বোকা বানিয়ে ছয় মিনিট পর ক্রসে জাল কাঁপান পোরো। ১৯৮৪ সালে উয়েফা কাপ জেতার পর প্রথম ইউরোপিয়ান ট্রফি জেতার দোরগোড়ায় টটেনহাম।
সবশেষ ২০১৮-১৯ মৌসুমে ইউরোপা লিগে ফাইনাল খেলেছিল অল প্রিমিয়ার লিগ। সেবার আর্সেনালকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি।
আথলেতিক বিলবাওয়ের মাঠে প্রথম লেগে ৩-০ গোলে জিতে ফাইনালে এক পা আগেই দিয়ে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। রাতে দ্বিতীয় লেগে নিজেদের মাঠেও ইউনাইটেড জয় নিশ্চিত করল ৪-১ গোলে। দুই লেগে মিলিয়ে ৭-১ ব্যবধানে বিলবাওকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড।
আরেক সেমিফাইনালের ফিরতি লেগে বোদো/গ্লিমটের মাঠে ২-০ গোলে জিতেছে টটেনহাম হটস্পার। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের ব্যবধানে তারা অল প্রিমিয়ার লিগ ফাইনাল নিশ্চিত করেছে। শিরোপার জন্য তো বটেই, পরের চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার একটা সুযোগও পাবে দল দুটি। তবে এ জন্য জিততে হবে ফাইনালে। প্রিমিয়ার লিগে ১৫ নম্বরে রেড ডেভিলস আর ১৬ নম্বরে স্পার্সরা। স্পষ্টই প্রিমিয়ার লিগের সেরা পাঁচে থাকতে পারছে না তারা। ইউরোপা লিগের ফাইনাল তাদের শেষ সুযোগ।
তিন গোল হজম করা বিলবাও ওল্ড ট্রাফোর্ডে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। ৩১ মিনিটে হ্যারি মাগুইরের বিভ্রান্তিকর ক্লিয়ারেন্সে বল পায়ে পান মিকেল জাউরেগিজার। এই স্প্যানিয়ার্ড বক্সের বাইরে থেকে উঁচু কোনাকুনি শটে জাল কাঁপান। বিলবাও লিড ধর রেখেছিল এক ঘণ্টারও বেশি সময়। স্বাগতিকেরা সমতায় ফেরে ৭২ মিনিটে। লেনি ইয়োরোর পাস থেকে মাউন্ট ম্যাসন গোলকিপার জুলেন আগিরেজাবালাকে ঘুরিয়ে জালে বল জড়িয়ে দেন। সাত মিনিট পর ক্যাসেমিরো ফ্রি কিক থেকে গোল করেন। ৮৫ মিনিটে রাসমুস হয়লুন্দ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ইউনাইটেডের পক্ষে নিয়ে যান।
স্টপেজ টাইমে মাউন্ট নিজের দ্বিতীয় গোল করেন। আগিরজেবালাকে গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আসতে দেখে সফরকারীদের অর্ধ থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।
২০১৭ সালের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ইউনাইটেড আগামী ২১ মে বিলবাওর সান মামেস স্টেডিয়ামে অল প্রিমিয়ার লিগ ফাইনালে টটেনহামের মুখোমুখি হবে। কোচ রুবেন আমোরি জানিয়েছেন, ইউনাইটেড ফাইনাল না জেতা পর্যন্ত কোনো উদ্যাপন করবেন না। পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে চান এই কোচ, ‘এই মুহূর্তে আমি কেবল পরের ম্যাচ নিয়ে ভাবছি। ফাইনালের আগে যেন কেউ ইনজুরিতে না পড়ে, সেটা নিয়ে চিন্তিত আছি। আমাদের এটা জিততে হবে। না জিতলে এটা হবে অর্থহীন।’
ঘরের মাঠে ৩-১ গোলে জিতে আসা টটেনহাম বোদোর মাঠে কোনো অঘটনের শিকার হয়নি। নরওয়ের ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে। ডোমিনিক সোলাঙ্কে ও পেদ্রো পোরো করেন গোল। ৬৩ মিনিটে সোলাঙ্কে গোলমুখ খোলেন। স্বাগতিক কিপার নিকিতা হাইকিনকে বোকা বানিয়ে ছয় মিনিট পর ক্রসে জাল কাঁপান পোরো। ১৯৮৪ সালে উয়েফা কাপ জেতার পর প্রথম ইউরোপিয়ান ট্রফি জেতার দোরগোড়ায় টটেনহাম।
সবশেষ ২০১৮-১৯ মৌসুমে ইউরোপা লিগে ফাইনাল খেলেছিল অল প্রিমিয়ার লিগ। সেবার আর্সেনালকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি।
দারুণ এক মৌসুম পার করছেন রাফিনিয়া। এর সুফলও পেলেন ক্লাব থেকে। চুক্তির মেয়াদের বাকি ছিল আরও দুই বছর। বাড়ানোর খুব তাড়া ছিল না। তবে মৌসুমজুড়ে যেভাবে পারফর্ম করেছেন রাফিনিয়া, চলতি মৌসুম শেষ হওয়ার আগেই ব্রাজিলিয়ান উইঙ্গারের আরও চুক্তি মেয়াদ বাড়িয়েছে বার্সেলোনা।
২৩ মিনিট আগেএলিমিনেটরে করাচি কিংসকে গতকাল ৬ উইকেটে হারিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে লাহোর কালান্দার্স। আজ শাহিন শাহ আফ্রিদি-সাকিব আল হাসানদের দল মাঠে নামবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। এবার তাঁদের টপকাতে হবে ইসলামাবাদ ইউনাইটেডের বাধা। সাকিবদের সামনে হাতছানি দিচ্ছে ফাইনাল।
২ ঘণ্টা আগেএকের পর এক মাইলফলকে জো রুট। গতকাল নটিংহামে জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের টপ অর্ডারের তিন ব্যাটারই তুলে নিয়েছেন সেঞ্চুরি। প্রথম দিনেই ‘বাজবল’ টনিকে ৮৮ ওভারে ৩ উইকেটে ইংলিশরা তুলেছে ৪৯৮ রান। তবে তিন সেঞ্চুরির দিনে জো রুট ফিরেছেন ৩৪ রানে। এই ইনিংসের সৌজন্যে ৩৪ বছর বয়সী এই ব্যাটার পৌঁছে গেছেন...
২ ঘণ্টা আগেঠিক এক বছর আগে এ রকম একটা অঘটন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরে গেল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কাছে হারের এক বছর ‘পূর্তি’তে নতুন সংযোজন, শারজায় আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার। কদিন আগে সিলেটে জিম্বাবুয়ের কাছে টেস্ট হার, আমিরাতে বাজে...
২ ঘণ্টা আগে