ক্রীড়া ডেস্ক

আথলেতিক বিলবাওয়ের মাঠে প্রথম লেগে ৩-০ গোলে জিতে ফাইনালে এক পা আগেই দিয়ে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। রাতে দ্বিতীয় লেগে নিজেদের মাঠেও ইউনাইটেড জয় নিশ্চিত করল ৪-১ গোলে। দুই লেগে মিলিয়ে ৭-১ ব্যবধানে বিলবাওকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড।
আরেক সেমিফাইনালের ফিরতি লেগে বোদো/গ্লিমটের মাঠে ২-০ গোলে জিতেছে টটেনহাম হটস্পার। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের ব্যবধানে তারা অল প্রিমিয়ার লিগ ফাইনাল নিশ্চিত করেছে। শিরোপার জন্য তো বটেই, পরের চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার একটা সুযোগও পাবে দল দুটি। তবে এ জন্য জিততে হবে ফাইনালে। প্রিমিয়ার লিগে ১৫ নম্বরে রেড ডেভিলস আর ১৬ নম্বরে স্পার্সরা। স্পষ্টই প্রিমিয়ার লিগের সেরা পাঁচে থাকতে পারছে না তারা। ইউরোপা লিগের ফাইনাল তাদের শেষ সুযোগ।
তিন গোল হজম করা বিলবাও ওল্ড ট্রাফোর্ডে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। ৩১ মিনিটে হ্যারি মাগুইরের বিভ্রান্তিকর ক্লিয়ারেন্সে বল পায়ে পান মিকেল জাউরেগিজার। এই স্প্যানিয়ার্ড বক্সের বাইরে থেকে উঁচু কোনাকুনি শটে জাল কাঁপান। বিলবাও লিড ধর রেখেছিল এক ঘণ্টারও বেশি সময়। স্বাগতিকেরা সমতায় ফেরে ৭২ মিনিটে। লেনি ইয়োরোর পাস থেকে মাউন্ট ম্যাসন গোলকিপার জুলেন আগিরেজাবালাকে ঘুরিয়ে জালে বল জড়িয়ে দেন। সাত মিনিট পর ক্যাসেমিরো ফ্রি কিক থেকে গোল করেন। ৮৫ মিনিটে রাসমুস হয়লুন্দ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ইউনাইটেডের পক্ষে নিয়ে যান।
স্টপেজ টাইমে মাউন্ট নিজের দ্বিতীয় গোল করেন। আগিরজেবালাকে গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আসতে দেখে সফরকারীদের অর্ধ থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।
২০১৭ সালের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ইউনাইটেড আগামী ২১ মে বিলবাওর সান মামেস স্টেডিয়ামে অল প্রিমিয়ার লিগ ফাইনালে টটেনহামের মুখোমুখি হবে। কোচ রুবেন আমোরি জানিয়েছেন, ইউনাইটেড ফাইনাল না জেতা পর্যন্ত কোনো উদ্যাপন করবেন না। পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে চান এই কোচ, ‘এই মুহূর্তে আমি কেবল পরের ম্যাচ নিয়ে ভাবছি। ফাইনালের আগে যেন কেউ ইনজুরিতে না পড়ে, সেটা নিয়ে চিন্তিত আছি। আমাদের এটা জিততে হবে। না জিতলে এটা হবে অর্থহীন।’
ঘরের মাঠে ৩-১ গোলে জিতে আসা টটেনহাম বোদোর মাঠে কোনো অঘটনের শিকার হয়নি। নরওয়ের ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে। ডোমিনিক সোলাঙ্কে ও পেদ্রো পোরো করেন গোল। ৬৩ মিনিটে সোলাঙ্কে গোলমুখ খোলেন। স্বাগতিক কিপার নিকিতা হাইকিনকে বোকা বানিয়ে ছয় মিনিট পর ক্রসে জাল কাঁপান পোরো। ১৯৮৪ সালে উয়েফা কাপ জেতার পর প্রথম ইউরোপিয়ান ট্রফি জেতার দোরগোড়ায় টটেনহাম।
সবশেষ ২০১৮-১৯ মৌসুমে ইউরোপা লিগে ফাইনাল খেলেছিল অল প্রিমিয়ার লিগ। সেবার আর্সেনালকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি।

আথলেতিক বিলবাওয়ের মাঠে প্রথম লেগে ৩-০ গোলে জিতে ফাইনালে এক পা আগেই দিয়ে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। রাতে দ্বিতীয় লেগে নিজেদের মাঠেও ইউনাইটেড জয় নিশ্চিত করল ৪-১ গোলে। দুই লেগে মিলিয়ে ৭-১ ব্যবধানে বিলবাওকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড।
আরেক সেমিফাইনালের ফিরতি লেগে বোদো/গ্লিমটের মাঠে ২-০ গোলে জিতেছে টটেনহাম হটস্পার। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের ব্যবধানে তারা অল প্রিমিয়ার লিগ ফাইনাল নিশ্চিত করেছে। শিরোপার জন্য তো বটেই, পরের চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার একটা সুযোগও পাবে দল দুটি। তবে এ জন্য জিততে হবে ফাইনালে। প্রিমিয়ার লিগে ১৫ নম্বরে রেড ডেভিলস আর ১৬ নম্বরে স্পার্সরা। স্পষ্টই প্রিমিয়ার লিগের সেরা পাঁচে থাকতে পারছে না তারা। ইউরোপা লিগের ফাইনাল তাদের শেষ সুযোগ।
তিন গোল হজম করা বিলবাও ওল্ড ট্রাফোর্ডে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। ৩১ মিনিটে হ্যারি মাগুইরের বিভ্রান্তিকর ক্লিয়ারেন্সে বল পায়ে পান মিকেল জাউরেগিজার। এই স্প্যানিয়ার্ড বক্সের বাইরে থেকে উঁচু কোনাকুনি শটে জাল কাঁপান। বিলবাও লিড ধর রেখেছিল এক ঘণ্টারও বেশি সময়। স্বাগতিকেরা সমতায় ফেরে ৭২ মিনিটে। লেনি ইয়োরোর পাস থেকে মাউন্ট ম্যাসন গোলকিপার জুলেন আগিরেজাবালাকে ঘুরিয়ে জালে বল জড়িয়ে দেন। সাত মিনিট পর ক্যাসেমিরো ফ্রি কিক থেকে গোল করেন। ৮৫ মিনিটে রাসমুস হয়লুন্দ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ইউনাইটেডের পক্ষে নিয়ে যান।
স্টপেজ টাইমে মাউন্ট নিজের দ্বিতীয় গোল করেন। আগিরজেবালাকে গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আসতে দেখে সফরকারীদের অর্ধ থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।
২০১৭ সালের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ইউনাইটেড আগামী ২১ মে বিলবাওর সান মামেস স্টেডিয়ামে অল প্রিমিয়ার লিগ ফাইনালে টটেনহামের মুখোমুখি হবে। কোচ রুবেন আমোরি জানিয়েছেন, ইউনাইটেড ফাইনাল না জেতা পর্যন্ত কোনো উদ্যাপন করবেন না। পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে চান এই কোচ, ‘এই মুহূর্তে আমি কেবল পরের ম্যাচ নিয়ে ভাবছি। ফাইনালের আগে যেন কেউ ইনজুরিতে না পড়ে, সেটা নিয়ে চিন্তিত আছি। আমাদের এটা জিততে হবে। না জিতলে এটা হবে অর্থহীন।’
ঘরের মাঠে ৩-১ গোলে জিতে আসা টটেনহাম বোদোর মাঠে কোনো অঘটনের শিকার হয়নি। নরওয়ের ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে। ডোমিনিক সোলাঙ্কে ও পেদ্রো পোরো করেন গোল। ৬৩ মিনিটে সোলাঙ্কে গোলমুখ খোলেন। স্বাগতিক কিপার নিকিতা হাইকিনকে বোকা বানিয়ে ছয় মিনিট পর ক্রসে জাল কাঁপান পোরো। ১৯৮৪ সালে উয়েফা কাপ জেতার পর প্রথম ইউরোপিয়ান ট্রফি জেতার দোরগোড়ায় টটেনহাম।
সবশেষ ২০১৮-১৯ মৌসুমে ইউরোপা লিগে ফাইনাল খেলেছিল অল প্রিমিয়ার লিগ। সেবার আর্সেনালকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৯ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে