Ajker Patrika

১৭৬ রান করেও মন ভরেনি নাঈম শেখের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিপিএলে ১৭৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন নাঈম শেখ। ১২৫ বলের ইনিংসে মেরেছেন ১৮ চার ও ৮ ছক্কা। ছবি: বিসিবি
ডিপিএলে ১৭৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন নাঈম শেখ। ১২৫ বলের ইনিংসে মেরেছেন ১৮ চার ও ৮ ছক্কা। ছবি: বিসিবি

সময়টা দারুণ যাচ্ছে নাঈম শেখের। গত কয়েক মাসে তিন সংস্করণেই দারুণ ছন্দে এই বাঁহাতি ব্যাটার। নভেম্বরে জাতীয় লিগের প্রথম শ্রেণির ম্যাচে ৪৭১ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক, গত ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টিতে ৩১৬ রান করে আবারও হয়েছেন সর্বোচ্চ রানসংগ্রাহক। সবশেষ বিপিএলে ৫১১ রান করে যথারীতি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন নাঈম।

নাঈমের ক্যারিয়ারের সেরা ইনিংসের সুবাদে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব আজ বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর গড়েছে (৪২২ রান)। এর আগে দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় ইনিংস ছিল ৩৯৩, বিকেএসপিতে আবাহনী লিমিটেডের বিপক্ষে প্রাইম ব্যাংকই করেছিল। পুরোনো রেকর্ড নিজেরাই ভেঙে নতুন ইতিহাস গড়েছে দলটি। দলের ভিডিও বার্তায় নাঈম নিজের ইনিংস নিয়ে বলেন, ‘১৭৬ রান করতে পেরে অবশ্যই ভালো লাগছে। লম্বা সময় ব্যাটিং করতে পেরেছি। এটা আমার ভালো লাগছে। তবে সেই সময় আমার মনে হয়েছিল, আরও একটু মনোযোগী হলে ভালো হতো। ৩৬ বা ৩৭ ওভারে আউট হয়ে গিয়েছি। ৪০-৪৫ ওভার পর্যন্ত খেলতে পারলে আরও ভালো হতো।’

নাঈম মনে করেন এই ইনিংস তাঁকে আরও আত্মবিশ্বাসী করেছে। প্রাইম ব্যাংকের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘ইনিংসটা আমাকে অনেক আত্মবিশ্বাসী করবে। পরের ম্যাচে নতুন করে শুরু করতে হবে এবং দলে আরও অবদান রাখতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত