Ajker Patrika

শচীন-আকমলদের সঙ্গে মুশফিকও 

শচীন-আকমলদের সঙ্গে মুশফিকও 

৬ ছক্কা থেকে ৬০০-স্টুয়ার্ট ব্রড অবসর ঘোষণা দেওয়ার পরই এভাবে অনেককে অভিনন্দন জানানো শুরু করেন। ক্যারিয়ারের একদম শুরুতে স্টুয়ার্ট ব্রড ৬ ছক্কা হজম করেছিলেন যুবরাজ সিংয়ের কাছে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্প লিখে ক্রিকেট থেকে বিদায় নিলেন ব্রড। ইংলিশ এই পেসারের বিদায়টাও হয়েছে মনে রাখার মতো।

লন্ডনের ওভালে গতকাল শেষ হয়েছে সিরিজের পঞ্চম টেস্ট। এই টেস্ট একই সঙ্গে ব্রডের ক্যারিয়ারেরও শেষ ম্যাচ। ব্রড উইকেট নেওয়ার আগেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৮ উইকেট শেষ হয়ে যায়। ‘অতৃপ্তি’ নিয়ে ইংল্যান্ড এই পেসারের ক্যারিয়ার শেষ হবে কি না সেই সম্ভাবনা তা উঁকি দিচ্ছিল। তবে টড মার্ফি, অ্যালেক্স ক্যারি-এই দুই ব্যাটারকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন ব্রড। তার আগে ক্যারিয়ারে শেষ বারের মতো ব্যাটিংয়ে নেমে ছক্কা মেরেছেন ব্রড। ক্যারিয়ারের শেষ বলে ছক্কা ও উইকেট দিয়ে শেষ-এই বিরল রেকর্ড করেছেন ইংল্যান্ডের এই পেসার। অবসর নেওয়ার পরই তারকা ক্রিকেটাররা সামাজিকমাধ্যমে তাঁকে (ব্রড) অবসর জীবনের শুভকামনা জানিয়েছেন। মুশফিকুর রহিম আজ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘দুর্দান্ত বোলার এবং ক্রিকেট কিংবদন্তি। আপনার অবসর জীবনের শুভকামনা স্টুয়ার্ট ব্রড।’

ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার দিনই গতকাল অভিনন্দন জানিয়েছেন শচীন টেন্ডুলকার, কামরান আকমল, বাবর আজমরা। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি টুইট করেছেন, ‘অসাধারণ এক ক্যারিয়ার শেষ হলো। তোমার বোলিং, আত্মনিবেদন সবাই মনে রাখবেন। ভবিষ্যৎ ইনিংস উপভোগ করো।’ ফেসবুকে আকমল লিখেছেন, ‘শেষ বলে ছক্কা ও টেস্টের শেষ উইকেট পাওয়া-অসাধারণ ভাবে ক্যারিয়ারের শেষ হলো। অবিশ্বাস্য এক ক্যারিয়ার স্টুয়ার্ট ব্রডের। তার ভবিষ্যৎ জীবনের প্রতি শুভকামনা। কি দুর্দান্ত এক খেলোয়াড় ছিলেন তিনি।’ পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘অবসর জীবনের শুভকামনা ব্রড। অনেক প্যাশন নিয়ে খেলে আপনি ক্রিকেটকে সত্যিকার অর্থেই মহান করেছেন। টেস্টে ৬০০ এর বেশি উইকেট পাওয়া অসাধারণ এক অর্জন এবং ক্রিকেট আপনাকে আজীবন মনে রাখবে।’

আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৪ ম্যাচ খেলে ৮৪৭ উইকেট নিয়েছেন ব্রড। ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৮০০ বা তার বেশি উইকেট নিয়েছেন। ৮৪৭ উইকেটের মধ্যে ৬০৪ উইকেটই ইংল্যান্ডের এই পেসার নিয়েছেন টেস্টে। পেসারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন ব্রড। ৬৯০ উইকেট নিয়ে পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট জেমস অ্যান্ডারসনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত