৬ ছক্কা থেকে ৬০০-স্টুয়ার্ট ব্রড অবসর ঘোষণা দেওয়ার পরই এভাবে অনেককে অভিনন্দন জানানো শুরু করেন। ক্যারিয়ারের একদম শুরুতে স্টুয়ার্ট ব্রড ৬ ছক্কা হজম করেছিলেন যুবরাজ সিংয়ের কাছে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্প লিখে ক্রিকেট থেকে বিদায় নিলেন ব্রড। ইংলিশ এই পেসারের বিদায়টাও হয়েছে মনে রাখার মতো।
লন্ডনের ওভালে গতকাল শেষ হয়েছে সিরিজের পঞ্চম টেস্ট। এই টেস্ট একই সঙ্গে ব্রডের ক্যারিয়ারেরও শেষ ম্যাচ। ব্রড উইকেট নেওয়ার আগেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৮ উইকেট শেষ হয়ে যায়। ‘অতৃপ্তি’ নিয়ে ইংল্যান্ড এই পেসারের ক্যারিয়ার শেষ হবে কি না সেই সম্ভাবনা তা উঁকি দিচ্ছিল। তবে টড মার্ফি, অ্যালেক্স ক্যারি-এই দুই ব্যাটারকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন ব্রড। তার আগে ক্যারিয়ারে শেষ বারের মতো ব্যাটিংয়ে নেমে ছক্কা মেরেছেন ব্রড। ক্যারিয়ারের শেষ বলে ছক্কা ও উইকেট দিয়ে শেষ-এই বিরল রেকর্ড করেছেন ইংল্যান্ডের এই পেসার। অবসর নেওয়ার পরই তারকা ক্রিকেটাররা সামাজিকমাধ্যমে তাঁকে (ব্রড) অবসর জীবনের শুভকামনা জানিয়েছেন। মুশফিকুর রহিম আজ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘দুর্দান্ত বোলার এবং ক্রিকেট কিংবদন্তি। আপনার অবসর জীবনের শুভকামনা স্টুয়ার্ট ব্রড।’
ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার দিনই গতকাল অভিনন্দন জানিয়েছেন শচীন টেন্ডুলকার, কামরান আকমল, বাবর আজমরা। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি টুইট করেছেন, ‘অসাধারণ এক ক্যারিয়ার শেষ হলো। তোমার বোলিং, আত্মনিবেদন সবাই মনে রাখবেন। ভবিষ্যৎ ইনিংস উপভোগ করো।’ ফেসবুকে আকমল লিখেছেন, ‘শেষ বলে ছক্কা ও টেস্টের শেষ উইকেট পাওয়া-অসাধারণ ভাবে ক্যারিয়ারের শেষ হলো। অবিশ্বাস্য এক ক্যারিয়ার স্টুয়ার্ট ব্রডের। তার ভবিষ্যৎ জীবনের প্রতি শুভকামনা। কি দুর্দান্ত এক খেলোয়াড় ছিলেন তিনি।’ পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘অবসর জীবনের শুভকামনা ব্রড। অনেক প্যাশন নিয়ে খেলে আপনি ক্রিকেটকে সত্যিকার অর্থেই মহান করেছেন। টেস্টে ৬০০ এর বেশি উইকেট পাওয়া অসাধারণ এক অর্জন এবং ক্রিকেট আপনাকে আজীবন মনে রাখবে।’
আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৪ ম্যাচ খেলে ৮৪৭ উইকেট নিয়েছেন ব্রড। ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৮০০ বা তার বেশি উইকেট নিয়েছেন। ৮৪৭ উইকেটের মধ্যে ৬০৪ উইকেটই ইংল্যান্ডের এই পেসার নিয়েছেন টেস্টে। পেসারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন ব্রড। ৬৯০ উইকেট নিয়ে পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট জেমস অ্যান্ডারসনের।
৬ ছক্কা থেকে ৬০০-স্টুয়ার্ট ব্রড অবসর ঘোষণা দেওয়ার পরই এভাবে অনেককে অভিনন্দন জানানো শুরু করেন। ক্যারিয়ারের একদম শুরুতে স্টুয়ার্ট ব্রড ৬ ছক্কা হজম করেছিলেন যুবরাজ সিংয়ের কাছে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্প লিখে ক্রিকেট থেকে বিদায় নিলেন ব্রড। ইংলিশ এই পেসারের বিদায়টাও হয়েছে মনে রাখার মতো।
লন্ডনের ওভালে গতকাল শেষ হয়েছে সিরিজের পঞ্চম টেস্ট। এই টেস্ট একই সঙ্গে ব্রডের ক্যারিয়ারেরও শেষ ম্যাচ। ব্রড উইকেট নেওয়ার আগেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৮ উইকেট শেষ হয়ে যায়। ‘অতৃপ্তি’ নিয়ে ইংল্যান্ড এই পেসারের ক্যারিয়ার শেষ হবে কি না সেই সম্ভাবনা তা উঁকি দিচ্ছিল। তবে টড মার্ফি, অ্যালেক্স ক্যারি-এই দুই ব্যাটারকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন ব্রড। তার আগে ক্যারিয়ারে শেষ বারের মতো ব্যাটিংয়ে নেমে ছক্কা মেরেছেন ব্রড। ক্যারিয়ারের শেষ বলে ছক্কা ও উইকেট দিয়ে শেষ-এই বিরল রেকর্ড করেছেন ইংল্যান্ডের এই পেসার। অবসর নেওয়ার পরই তারকা ক্রিকেটাররা সামাজিকমাধ্যমে তাঁকে (ব্রড) অবসর জীবনের শুভকামনা জানিয়েছেন। মুশফিকুর রহিম আজ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘দুর্দান্ত বোলার এবং ক্রিকেট কিংবদন্তি। আপনার অবসর জীবনের শুভকামনা স্টুয়ার্ট ব্রড।’
ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার দিনই গতকাল অভিনন্দন জানিয়েছেন শচীন টেন্ডুলকার, কামরান আকমল, বাবর আজমরা। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি টুইট করেছেন, ‘অসাধারণ এক ক্যারিয়ার শেষ হলো। তোমার বোলিং, আত্মনিবেদন সবাই মনে রাখবেন। ভবিষ্যৎ ইনিংস উপভোগ করো।’ ফেসবুকে আকমল লিখেছেন, ‘শেষ বলে ছক্কা ও টেস্টের শেষ উইকেট পাওয়া-অসাধারণ ভাবে ক্যারিয়ারের শেষ হলো। অবিশ্বাস্য এক ক্যারিয়ার স্টুয়ার্ট ব্রডের। তার ভবিষ্যৎ জীবনের প্রতি শুভকামনা। কি দুর্দান্ত এক খেলোয়াড় ছিলেন তিনি।’ পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘অবসর জীবনের শুভকামনা ব্রড। অনেক প্যাশন নিয়ে খেলে আপনি ক্রিকেটকে সত্যিকার অর্থেই মহান করেছেন। টেস্টে ৬০০ এর বেশি উইকেট পাওয়া অসাধারণ এক অর্জন এবং ক্রিকেট আপনাকে আজীবন মনে রাখবে।’
আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৪ ম্যাচ খেলে ৮৪৭ উইকেট নিয়েছেন ব্রড। ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৮০০ বা তার বেশি উইকেট নিয়েছেন। ৮৪৭ উইকেটের মধ্যে ৬০৪ উইকেটই ইংল্যান্ডের এই পেসার নিয়েছেন টেস্টে। পেসারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন ব্রড। ৬৯০ উইকেট নিয়ে পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট জেমস অ্যান্ডারসনের।
২০২৪-২৫ মৌসুমের লা লিগা শেষভাগে এসে পড়েছে। টুর্নামেন্ট যতই গড়াচ্ছে, ততই জমজমাট হয়ে উঠছে। এমনকি শেষ অংশে এসে কোনো কোনো ম্যাচ ছড়াচ্ছে আলো। একই সঙ্গে খেলোয়াড়দের চোট চিন্তা বাড়াচ্ছে দলগুলোর।
২৭ মিনিট আগেতামিম ইকবাল আর ফারুক আহমেদ গত কয়েক মাসে যতবার সংবাদ শিরোনাম হয়েছেন, বেশির ভাগ মাঠের বাইরের বিষয়ে। আরও সুনির্দিষ্টভাবে বললে ক্রিকেট প্রশাসনিক-সম্পর্কিত। তামিমকে প্রায় সময় একটা প্রশ্ন শুনতে হচ্ছে, তিনি ক্রিকেট বোর্ডে আসতে চান কি না।
১ ঘণ্টা আগেজয়ের সংজ্ঞাটা এক রকম ভুলেই গিয়েছিল ইন্টার মায়ামি। হারতে হারতে তারা পূরণ করে ফেলল হ্যাটট্রিকও। টানা তিন হারের পর অবশেষে আজ জয়ের দেখা পেল মায়ামি। আর লিওনেল মেসিও পেয়েছেন গোলের দেখা।
২ ঘণ্টা আগেচল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
১৪ ঘণ্টা আগে