ব্যাটারদের ব্যর্থতায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগেই ছিটকে গেছে বাংলাদেশ। সুপার এইটে বিদায়ঘণ্টা বেজে গেলেও টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের বোলিংটা ছিল দুর্দান্ত। তানজিম হাসান সাকিব-রিশাদ হোসেনরা ব্যাটারদের দারুণ পরীক্ষায় ফেলেছেন। বিশ্বকাপের সেরা দশে এখনো আছেন দুই বাংলাদেশি।
সেন্ট ভিনসেন্টে গতকাল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের সুপার এইট পর্ব। ১৬ ও ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ দুই উইকেট শিকারি ফজলহক ফারুকি ও আর্শদীপ সিং। ১৪ উইকেট নিয়ে যৌথভাবে তিনে দুই লেগস্পিনার রশিদ খান ও রিশাদ। রিশাদ বোলিং করেছেন ৭.৭৬ ইকোনমিতে। সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের বোলারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি এখন রশিদের। গতির ঝড় ও নিখুঁত লাইন-লেংথে ব্যাটারদের ভড়কে দিয়ে নজর কেড়েছেন তানজিম সাকিব। বাংলাদেশের তরুণ বোলার ৬.২০ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট।
তানজিম সাকিবের সমান ১১টি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল, অ্যানরিখ নরকীয়া ও জসপ্রীত বুমরা। রাসেলের সেই সুযোগ না থাকলেও নরকিয়া ও বুমরার উইকেটের সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে। কারণ ভারত, দক্ষিণ আফ্রিকা দুটি দলই সেমিফাইনালে উঠেছে। ত্রিনিদাদে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে প্রথম সেমিফাইনালে খেলবে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। একই দিন ভারত-ইংল্যান্ড মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে। গায়ানায় বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মুখোমুখি হবে দল দুটি।
বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথমবার সেমিফাইনালে খেলছে আফগানিস্তান। সর্বোচ্চ উইকেট শিকারিতে তাই আফগান বোলারদের মধ্যে চলছে প্রতিযোগিতা।ফারুকির পর আফগান বোলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছেন নাভিন উল হক। নাভিনের সমান ১৩টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও আলজারি জোসেফ। তবে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ সুপার এইট থেকে বিদায় নেওয়ায় জাম্পা, জোসেফের আর উইকেট নেওয়ার সুযোগ নেই।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি ১১ বোলার
উইকেট ইকোনমি দল
ফজলহক ফারুকি ১৬ ৬.৩৮ আফগানিস্তান
আর্শদীপ সিং ১৫ ৭.৪১ ভারত
রশিদ খান ১৪ ৬.১০ আফগানিস্তান
রিশাদ হোসেন ১৪ ৭.৭৬ বাংলাদেশ
নাভিন উল হক ১৩ ৬.১২ আফগানিস্তান
অ্যাডাম জাম্পা ১৩ ৬.৬৭ অস্ট্রেলিয়া
আলজারি জোসেফ ১৩ ৭.২২ ওয়েস্ট ইন্ডিজ
জসপ্রীত বুমরা ১১ ৪.০৮ ভারত
এনরিখ নরকিয়া ১১ ৬.০০ দক্ষিণ আফ্রিকা
তানজিম হাসান সাকিব ১১ ৬.২০ বাংলাদেশ
আন্দ্রে রাসেল ১১ ৬.৯৯ ওয়েস্ট ইন্ডিজ
*২০২৪ সালের ২৫ জুন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:
ব্যাটারদের ব্যর্থতায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগেই ছিটকে গেছে বাংলাদেশ। সুপার এইটে বিদায়ঘণ্টা বেজে গেলেও টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের বোলিংটা ছিল দুর্দান্ত। তানজিম হাসান সাকিব-রিশাদ হোসেনরা ব্যাটারদের দারুণ পরীক্ষায় ফেলেছেন। বিশ্বকাপের সেরা দশে এখনো আছেন দুই বাংলাদেশি।
সেন্ট ভিনসেন্টে গতকাল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের সুপার এইট পর্ব। ১৬ ও ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ দুই উইকেট শিকারি ফজলহক ফারুকি ও আর্শদীপ সিং। ১৪ উইকেট নিয়ে যৌথভাবে তিনে দুই লেগস্পিনার রশিদ খান ও রিশাদ। রিশাদ বোলিং করেছেন ৭.৭৬ ইকোনমিতে। সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের বোলারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি এখন রশিদের। গতির ঝড় ও নিখুঁত লাইন-লেংথে ব্যাটারদের ভড়কে দিয়ে নজর কেড়েছেন তানজিম সাকিব। বাংলাদেশের তরুণ বোলার ৬.২০ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট।
তানজিম সাকিবের সমান ১১টি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল, অ্যানরিখ নরকীয়া ও জসপ্রীত বুমরা। রাসেলের সেই সুযোগ না থাকলেও নরকিয়া ও বুমরার উইকেটের সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে। কারণ ভারত, দক্ষিণ আফ্রিকা দুটি দলই সেমিফাইনালে উঠেছে। ত্রিনিদাদে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে প্রথম সেমিফাইনালে খেলবে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। একই দিন ভারত-ইংল্যান্ড মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে। গায়ানায় বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মুখোমুখি হবে দল দুটি।
বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথমবার সেমিফাইনালে খেলছে আফগানিস্তান। সর্বোচ্চ উইকেট শিকারিতে তাই আফগান বোলারদের মধ্যে চলছে প্রতিযোগিতা।ফারুকির পর আফগান বোলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছেন নাভিন উল হক। নাভিনের সমান ১৩টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও আলজারি জোসেফ। তবে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ সুপার এইট থেকে বিদায় নেওয়ায় জাম্পা, জোসেফের আর উইকেট নেওয়ার সুযোগ নেই।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি ১১ বোলার
উইকেট ইকোনমি দল
ফজলহক ফারুকি ১৬ ৬.৩৮ আফগানিস্তান
আর্শদীপ সিং ১৫ ৭.৪১ ভারত
রশিদ খান ১৪ ৬.১০ আফগানিস্তান
রিশাদ হোসেন ১৪ ৭.৭৬ বাংলাদেশ
নাভিন উল হক ১৩ ৬.১২ আফগানিস্তান
অ্যাডাম জাম্পা ১৩ ৬.৬৭ অস্ট্রেলিয়া
আলজারি জোসেফ ১৩ ৭.২২ ওয়েস্ট ইন্ডিজ
জসপ্রীত বুমরা ১১ ৪.০৮ ভারত
এনরিখ নরকিয়া ১১ ৬.০০ দক্ষিণ আফ্রিকা
তানজিম হাসান সাকিব ১১ ৬.২০ বাংলাদেশ
আন্দ্রে রাসেল ১১ ৬.৯৯ ওয়েস্ট ইন্ডিজ
*২০২৪ সালের ২৫ জুন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে