Ajker Patrika

জিম্বাবুয়ের ওপর ছড়ি ঘোরাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৭: ৫০
১৮৯ বলে ১১৮ রানের উদ্বোধনী জুটি গড়েন সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। ছবি: বিসিবি
১৮৯ বলে ১১৮ রানের উদ্বোধনী জুটি গড়েন সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। ছবি: বিসিবি

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বোলিংয়ের পর ব্যাটিংটাও বাংলাদেশের হচ্ছে দুর্দান্ত। নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এরই মধ্যে লিড নিয়ে ফেলেছে।

সিরিজের দ্বিতীয় টেস্টে আজ দ্বিতীয় দিনে শুরুর বলেই জিম্বাবুয়ে অলআউট হয়ে যায়। ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন তাইজুল ইসলাম। ২৭.১ ওভারে ৬০ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। ২২৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৬৭ ওভারে ৩ উইকেটে ২৪৩ রান করেছে। স্বাগতিকদের লিড ১৬ রানের।

২৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৫ রানে আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ করে বাংলাদেশ। তবে মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরুর অল্প কিছুক্ষণ পরই উইকেট হারায় স্বাগতিকেরা। ৩২তম ওভারের তৃতীয় বলে বিজয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ব্লেসিং মুজারাবানি। তিন বছর পর টেস্ট খেলতে নেমে বিজয় করেছেন ৩৯ রান। ৮০ বলের ইনিংসে মেরেছেন ৪ চার।

উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন মুমিনুল হক। দ্বিতীয় উইকেটে ১৩৫ বলে ৭৬ রানের জুটি গড়তে অবদান রাখেন সাদমান-মুমিনুল। এই জুটি গড়ার পথে টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান। ৫৪তম ওভারের শেষ বলে মুমিনুলকে (৩৩) ফিরিয়ে জুটি ভাঙেন ওয়েলিংটন মাসাকাদজা। ঠিক তার পরের বলে সাদমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ব্রায়ান বেনেট। ১৮১ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১২০ রান করেন সাদমান।

মুমিনুল-সাদমানকে দ্রুত হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫৪.১ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান। দ্রুত ২ উইকেট হারানোর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম জুটি গড়ার দায়িত্ব নেন। এরই মধ্যে শান্ত ও মুশফিক গড়েছেন ৪৯ রানের জুটি। শান্ত করেছেন ১৫ রান ও মুশফিক ২৯ রানে ব্যাটিং করছেন।

আরও পড়ুন:

সেই জিম্বাবুয়েকে দিয়েই ৪ বছরের অপেক্ষা ফুরোল সাদমানের

সেই চট্টগ্রামেই ২৮ মাস পর এমন জুটি গড়ল বাংলাদেশ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত