নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বোলিংয়ের পর ব্যাটিংটাও বাংলাদেশের হচ্ছে দুর্দান্ত। নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এরই মধ্যে লিড নিয়ে ফেলেছে।
সিরিজের দ্বিতীয় টেস্টে আজ দ্বিতীয় দিনে শুরুর বলেই জিম্বাবুয়ে অলআউট হয়ে যায়। ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন তাইজুল ইসলাম। ২৭.১ ওভারে ৬০ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। ২২৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৬৭ ওভারে ৩ উইকেটে ২৪৩ রান করেছে। স্বাগতিকদের লিড ১৬ রানের।
২৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৫ রানে আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ করে বাংলাদেশ। তবে মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরুর অল্প কিছুক্ষণ পরই উইকেট হারায় স্বাগতিকেরা। ৩২তম ওভারের তৃতীয় বলে বিজয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ব্লেসিং মুজারাবানি। তিন বছর পর টেস্ট খেলতে নেমে বিজয় করেছেন ৩৯ রান। ৮০ বলের ইনিংসে মেরেছেন ৪ চার।
উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন মুমিনুল হক। দ্বিতীয় উইকেটে ১৩৫ বলে ৭৬ রানের জুটি গড়তে অবদান রাখেন সাদমান-মুমিনুল। এই জুটি গড়ার পথে টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান। ৫৪তম ওভারের শেষ বলে মুমিনুলকে (৩৩) ফিরিয়ে জুটি ভাঙেন ওয়েলিংটন মাসাকাদজা। ঠিক তার পরের বলে সাদমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ব্রায়ান বেনেট। ১৮১ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১২০ রান করেন সাদমান।
মুমিনুল-সাদমানকে দ্রুত হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫৪.১ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান। দ্রুত ২ উইকেট হারানোর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম জুটি গড়ার দায়িত্ব নেন। এরই মধ্যে শান্ত ও মুশফিক গড়েছেন ৪৯ রানের জুটি। শান্ত করেছেন ১৫ রান ও মুশফিক ২৯ রানে ব্যাটিং করছেন।
আরও পড়ুন:
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বোলিংয়ের পর ব্যাটিংটাও বাংলাদেশের হচ্ছে দুর্দান্ত। নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এরই মধ্যে লিড নিয়ে ফেলেছে।
সিরিজের দ্বিতীয় টেস্টে আজ দ্বিতীয় দিনে শুরুর বলেই জিম্বাবুয়ে অলআউট হয়ে যায়। ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন তাইজুল ইসলাম। ২৭.১ ওভারে ৬০ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। ২২৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৬৭ ওভারে ৩ উইকেটে ২৪৩ রান করেছে। স্বাগতিকদের লিড ১৬ রানের।
২৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৫ রানে আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ করে বাংলাদেশ। তবে মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরুর অল্প কিছুক্ষণ পরই উইকেট হারায় স্বাগতিকেরা। ৩২তম ওভারের তৃতীয় বলে বিজয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ব্লেসিং মুজারাবানি। তিন বছর পর টেস্ট খেলতে নেমে বিজয় করেছেন ৩৯ রান। ৮০ বলের ইনিংসে মেরেছেন ৪ চার।
উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন মুমিনুল হক। দ্বিতীয় উইকেটে ১৩৫ বলে ৭৬ রানের জুটি গড়তে অবদান রাখেন সাদমান-মুমিনুল। এই জুটি গড়ার পথে টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান। ৫৪তম ওভারের শেষ বলে মুমিনুলকে (৩৩) ফিরিয়ে জুটি ভাঙেন ওয়েলিংটন মাসাকাদজা। ঠিক তার পরের বলে সাদমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ব্রায়ান বেনেট। ১৮১ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১২০ রান করেন সাদমান।
মুমিনুল-সাদমানকে দ্রুত হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫৪.১ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান। দ্রুত ২ উইকেট হারানোর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম জুটি গড়ার দায়িত্ব নেন। এরই মধ্যে শান্ত ও মুশফিক গড়েছেন ৪৯ রানের জুটি। শান্ত করেছেন ১৫ রান ও মুশফিক ২৯ রানে ব্যাটিং করছেন।
আরও পড়ুন:
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে