Ajker Patrika

এবার তিন উইকেটের দুটিই রান আউট

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
এবার তিন উইকেটের দুটিই রান আউট

ক্যাচ মিসের মিছিল ছিল গতকাল। যার খেসারতও দিয়েছে বাংলাদেশ দল। ৭ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করেছে নিউজিল্যান্ড। আজ তৃতীয় দিন বাংলাদেশের ‘দুঃখ’ হয়ে গেল রান আউট। ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ২৬ রানের মধ্যে ড্রেসিংরুমে ফেরেন দুই ওপেনার জাকির হাসান (১৭) ও মাহমুদুল হাসান জয়।

কোনো উইকেট না হারিয়ে ১২ রানের লিড নিয়ে দ্বিতীয় সেশন বিরতিতে যায় বাংলাদেশ দল। বিরতি থেকে ফিরেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে জাকির। প্রথম ইনিংসের মতো এবারও তাঁকে ফেরান এজাজ প্যাটেল। জাকিরের বিদায়ে ভাঙে ২৩ রানের উদ্বোধনী জুটি। পরের ওভারেই দুর্ভাগ্যজনক রান আউট হলেন আরেক ওপেনার জয়।

নাজমুল হোসেন শান্তর স্ট্রেইট ড্রাইভ হাত ছুঁয়ে যায় টিম সাউদির, বল এসে লাগে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্পে। ক্রিজের বাইরে দাঁড়িয়ে থাকা জয় রান আউটের ফাঁদে পড়ে নেন বিদায়। দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হকের ব্যাটে মোটামুটি বিপর্যয় কাটিয়ে ওঠে। টেস্ট মেজাজে তারা বাড়িয়ে নিচ্ছিলেন লিড। ২ উইকেটে ১১১ রানে দ্বিতীয় সেশনের চা বিরতিতে যান তাঁরা। 

কিন্তু বিরতি থেকে ফিরেই রান আউটে কাটা পড়লেন মুমিনুল (৪০। প্যাটেলের হালকা ঝুলিয়ে দেওয়া বেরিয়ে এসে অন ড্রাইভ করলেন। বল গেল সোজা মিড অনে থাকা হেনরি নিকোলসের হাতে। তার আগেই রানের জন্য ছুটে পিচের মাঝামাঝি চলে যান মুমিনুল।

অন্যপ্রান্তে শান্ত তখন নিজের ক্রিজে দাঁড়িয়ে। সোজা ফিল্ডার কাছে যাওয়ায় রান নেওয়ার সুযোগও ছিল না। বিপদ বুঝতে পেরে মুমিনুল নিজের ক্রিজে ফেরার চেষ্টা করলেও সফল হননি। নিকোলসের থ্রো ধরে স্টাম্প ভেঙে দেন উইকেটকিপার টম ব্লান্ডেল।

তাঁর বিদায়ে ভাঙে ৯০ রানের তৃতীয় উইকেট জুটি। এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪২ রান। মুশফিকুর রহিম ১৯ ও শান্ত অপরাজিত ৫৮ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত