নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
ক্যাচ মিসের মিছিল ছিল গতকাল। যার খেসারতও দিয়েছে বাংলাদেশ দল। ৭ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করেছে নিউজিল্যান্ড। আজ তৃতীয় দিন বাংলাদেশের ‘দুঃখ’ হয়ে গেল রান আউট। ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ২৬ রানের মধ্যে ড্রেসিংরুমে ফেরেন দুই ওপেনার জাকির হাসান (১৭) ও মাহমুদুল হাসান জয়।
কোনো উইকেট না হারিয়ে ১২ রানের লিড নিয়ে দ্বিতীয় সেশন বিরতিতে যায় বাংলাদেশ দল। বিরতি থেকে ফিরেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে জাকির। প্রথম ইনিংসের মতো এবারও তাঁকে ফেরান এজাজ প্যাটেল। জাকিরের বিদায়ে ভাঙে ২৩ রানের উদ্বোধনী জুটি। পরের ওভারেই দুর্ভাগ্যজনক রান আউট হলেন আরেক ওপেনার জয়।
নাজমুল হোসেন শান্তর স্ট্রেইট ড্রাইভ হাত ছুঁয়ে যায় টিম সাউদির, বল এসে লাগে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্পে। ক্রিজের বাইরে দাঁড়িয়ে থাকা জয় রান আউটের ফাঁদে পড়ে নেন বিদায়। দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হকের ব্যাটে মোটামুটি বিপর্যয় কাটিয়ে ওঠে। টেস্ট মেজাজে তারা বাড়িয়ে নিচ্ছিলেন লিড। ২ উইকেটে ১১১ রানে দ্বিতীয় সেশনের চা বিরতিতে যান তাঁরা।
কিন্তু বিরতি থেকে ফিরেই রান আউটে কাটা পড়লেন মুমিনুল (৪০। প্যাটেলের হালকা ঝুলিয়ে দেওয়া বেরিয়ে এসে অন ড্রাইভ করলেন। বল গেল সোজা মিড অনে থাকা হেনরি নিকোলসের হাতে। তার আগেই রানের জন্য ছুটে পিচের মাঝামাঝি চলে যান মুমিনুল।
অন্যপ্রান্তে শান্ত তখন নিজের ক্রিজে দাঁড়িয়ে। সোজা ফিল্ডার কাছে যাওয়ায় রান নেওয়ার সুযোগও ছিল না। বিপদ বুঝতে পেরে মুমিনুল নিজের ক্রিজে ফেরার চেষ্টা করলেও সফল হননি। নিকোলসের থ্রো ধরে স্টাম্প ভেঙে দেন উইকেটকিপার টম ব্লান্ডেল।
তাঁর বিদায়ে ভাঙে ৯০ রানের তৃতীয় উইকেট জুটি। এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪২ রান। মুশফিকুর রহিম ১৯ ও শান্ত অপরাজিত ৫৮ রানে।
ক্যাচ মিসের মিছিল ছিল গতকাল। যার খেসারতও দিয়েছে বাংলাদেশ দল। ৭ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করেছে নিউজিল্যান্ড। আজ তৃতীয় দিন বাংলাদেশের ‘দুঃখ’ হয়ে গেল রান আউট। ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ২৬ রানের মধ্যে ড্রেসিংরুমে ফেরেন দুই ওপেনার জাকির হাসান (১৭) ও মাহমুদুল হাসান জয়।
কোনো উইকেট না হারিয়ে ১২ রানের লিড নিয়ে দ্বিতীয় সেশন বিরতিতে যায় বাংলাদেশ দল। বিরতি থেকে ফিরেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে জাকির। প্রথম ইনিংসের মতো এবারও তাঁকে ফেরান এজাজ প্যাটেল। জাকিরের বিদায়ে ভাঙে ২৩ রানের উদ্বোধনী জুটি। পরের ওভারেই দুর্ভাগ্যজনক রান আউট হলেন আরেক ওপেনার জয়।
নাজমুল হোসেন শান্তর স্ট্রেইট ড্রাইভ হাত ছুঁয়ে যায় টিম সাউদির, বল এসে লাগে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্পে। ক্রিজের বাইরে দাঁড়িয়ে থাকা জয় রান আউটের ফাঁদে পড়ে নেন বিদায়। দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হকের ব্যাটে মোটামুটি বিপর্যয় কাটিয়ে ওঠে। টেস্ট মেজাজে তারা বাড়িয়ে নিচ্ছিলেন লিড। ২ উইকেটে ১১১ রানে দ্বিতীয় সেশনের চা বিরতিতে যান তাঁরা।
কিন্তু বিরতি থেকে ফিরেই রান আউটে কাটা পড়লেন মুমিনুল (৪০। প্যাটেলের হালকা ঝুলিয়ে দেওয়া বেরিয়ে এসে অন ড্রাইভ করলেন। বল গেল সোজা মিড অনে থাকা হেনরি নিকোলসের হাতে। তার আগেই রানের জন্য ছুটে পিচের মাঝামাঝি চলে যান মুমিনুল।
অন্যপ্রান্তে শান্ত তখন নিজের ক্রিজে দাঁড়িয়ে। সোজা ফিল্ডার কাছে যাওয়ায় রান নেওয়ার সুযোগও ছিল না। বিপদ বুঝতে পেরে মুমিনুল নিজের ক্রিজে ফেরার চেষ্টা করলেও সফল হননি। নিকোলসের থ্রো ধরে স্টাম্প ভেঙে দেন উইকেটকিপার টম ব্লান্ডেল।
তাঁর বিদায়ে ভাঙে ৯০ রানের তৃতীয় উইকেট জুটি। এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪২ রান। মুশফিকুর রহিম ১৯ ও শান্ত অপরাজিত ৫৮ রানে।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে