Ajker Patrika

মেয়ের ছবি না তুলতে ফটোসাংবাদিকদের কাছে বাবা কোহলির অনুরোধ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ৩৪
মেয়ের ছবি না তুলতে ফটোসাংবাদিকদের কাছে বাবা কোহলির অনুরোধ

তারকাদের প্রতি সংবাদমাধ্যমের কৌতূহল নতুন কিছু নয়। একই সঙ্গে তারকাদের সন্তানদের প্রতিও মিডিয়ার তুমুল আগ্রহ আছে। সেখানে বিরাট কোহলির মেয়ে হলে তো কথাই নেই! বিরাট কোহলি-আনুশকা শর্মা অবশ্য তাঁদের মেয়ে ভামিকাকে এসবের আড়ালে রাখতে চান।

এখনই মেয়েকে ক্যামেরার সামনে আনতে চান না​ বিরাট-আনুশকা দম্পতি। সম্প্রতি এক ভিডিওতে দেখা যায়, দক্ষিণ আফ্রিকায় উড়ে যাওয়ার আগে মুম্বাই বিমানবন্দরে কোহলি ও ভারতীয় দলের বাকি সদস্যরা বাস থেকে বের হচ্ছেন। স্ত্রী-কন্যাসহ কোহলিকে দেখে ফটোসাংবাদিকদের ক্যামেরার লেন্স যে সেদিকে তাক করবে সেটিই স্বাভাবিক। 

কোহলি তাই সবার আগে বাস থেকে বেরিয়ে এসে ফোটো সাংবাদিকদের অনুরোধ জানান,  তাঁর মেয়ের ছবি যেন না তোলা হয়। এরপরই আনুশকা ভামিকাকে নিয়ে বাস থেকে নেমে বিমানবন্দরে ঢুকে যান। ভারতীয় দলের সঙ্গে আনুশকাও দক্ষিণ আফ্রিকায় উড়ে গেছেন। সঙ্গে আছেন মেয়ে ভামিকাও। 

দক্ষিণ আফ্রিকা ভারতের জন্য সব সময় বড় চ্যালেঞ্জ। কারণ এখানে তিনটি টেস্ট জিতলেও এখনো পর্যন্ত একটিও সিরিজ জিততে পারেনি ভারত। এদিকে ভারতীয় বোর্ডের সঙ্গে এখন কোহলির সম্পর্ক খারাপ। এই পরিস্থিতিতে দলকে ভালো কিছু উপহার দিতে পারাটা কোহলির বড় চ্যালেঞ্জ। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিতে তাই বোর্ডকে জবাব দেওয়ার বড় সুযোগ ভারতীয় টেস্ট অধিনায়কের সামনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের সতর্কবার্তা উপেক্ষা করে আন্তর্জাতিক জলসীমায় গাজা অভিমুখী ৫০ নৌযান

সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারাল ভারত

বাংলাদেশ ব্যাংকের চিঠি: ইসলামী ব্যাংকের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা কাল

জুলাই যোদ্ধা মামুনুর রশীদকে অপহরণের ঘটনায় গুপ্ত মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে: তারিকুল

যশোরের ভবদহ: উৎসবহীন পূজার আয়োজন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত