Ajker Patrika

পাকিস্তানকে ‘মহাবিপজ্জনক’ বললেন রুট

পাকিস্তানকে ‘মহাবিপজ্জনক’ বললেন রুট

বৈশ্বিক টুর্নামেন্টে পাকিস্তানের চমক দেখানো নতুন কিছু নয়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেমন সবাইকে হতবাক করে ফাইনালে ওঠে পাকিস্তান। আগামীকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শিরোপার লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান। আর এই পাকিস্তান দলকে মহাবিপজ্জনক বলছেন জো রুট। 

ভারত, জিম্বাবুয়ের বিপক্ষে দুটো ক্লোজ ম্যাচ হেরে বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা হয়েছিল দু: স্বপ্নের মতো। এরপর আর বাবর আজমদের পেছনে ফিরে তাকাতে হয়নি। যেখানে এবারের বিশ্বকাপে পাকিস্তানের বোলাররা আছেন দারুণ ছন্দে। শাহিন শাহ আফ্রিদি ৬ ম্যাচ খেলে ৬.১৭ ইকোনমিতে নিয়েছেন ১০ উইকেট। পাওয়ারপ্লেতে ব্যাটারদের রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছেন এই বাঁহাতি পেসার। শাহিন ছাড়াও মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফরা আছেন দারুণ ছন্দে। ৬.৬১ ইকোনমিতে ওয়াসিম নিয়েছেন ৭ উইকেট, রউফ ৬ উইকেট নিয়েছেন ৭.০৪ ইকোনমিতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্স করে হয়েছেন ম্যাচসেরা। আর প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান গড়লেন ১০৫ রানের উদ্বোধনী জুটি।

পাকিস্তানের এমন দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেছেন রুট। ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক বলেন, ‘তাদের অনেক ম্যাচজয়ী খেলোয়াড় আছে। তাদের বোলিং দারুণ এবং তাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। দুইজন ক্রিকেটার সম্পর্কে অনেক আলাপ-আলোচনা হয়েছে (বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান)। অনেক দীর্ঘ সময় তারা ধারাবাহিকভাবে খেলছে। তাদের অনেক অসাধারণ ক্রিকেটার আছে। বোঝাই যাচ্ছে, তারা অনেক বিপজ্জনক দল।’ 

অ্যাডিলেডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড। রুটের চোখে এবারের বিশ্বকাপের এখন পর্যন্ত সেরা পারফরম্যান্স এটা (ইংল্যান্ডের ১০ উইকেটের জয়)। ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক বলেন, ‘অসাধারণ পারফরম্যান্স। তারা যথাসময়ে জ্বলে উঠেছে। আমি মনে করি, বিশ্বকাপের এখন পর্যন্ত সেরা পারফরম্যান্স এটি। ‘

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত