Ajker Patrika

সিলেটে করোনার ছোবলে টালমাটাল আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৩৪
সিলেটে করোনার ছোবলে টালমাটাল আফগানিস্তান

বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সংস্করণে দুই সিরিজকে সামনে রেখে বড়সড় ধাক্কা খেল আফগানিস্তান ক্রিকেট দল। সিলেটে তাদের ক্যাম্পে হানা দিয়ে করোনাভাইরাস। সফরকারী দলটির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ মিলিয়ে ১২ জন করোনা টেস্টে পজিটিভ হয়েছেন। আক্রান্তদের আইসোলেশনে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে। আফগানিস্তানের ৮ ক্রিকেটার ও ৩ সাপোর্ট স্টাফের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আজ সিলেটে পুরো দল নিয়ে আফগানদের ক্যাম্প শুরুর কথা ছিল। করোনার ধাক্কায় সেটা হলো না।

ফলে কয়েকজন ক্রিকেটার নিয়ে ক্যাম্প শুরু করেছে আফগানিস্তান। তবে আফগানদের সফর আনুষ্ঠানিকভাবে শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে একটু আগেভাগেই এসেছে তারা। গত ১২ ফেব্রুয়ারি রাতে ঢাকায় পা রাখার পর সিলেটে পাড়ি জমায় সফরকারী দলটি।

আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের ম্যাচ দুটি ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। আগামী ৩ ও ৫ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত