Ajker Patrika

ব্যাটেই বাবর-রিজওয়ানের জবাব, পাকিস্তানের অবিস্মরণীয় জয় 

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১১: ৪৪
ব্যাটেই বাবর-রিজওয়ানের জবাব, পাকিস্তানের অবিস্মরণীয় জয় 

একের পর এক রেকর্ড গড়ে গত দুই বছরে উদ্বোধনী জুটিকে অন্য মাত্রায় নিয়ে গেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। অথচ এশিয়া কাপে বাবরের রানখরা আর রিজওয়ানের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। কেউ কেউ তো এই জুটির শেষও দেখে ফেলেছিলেন।

কিন্তু নিন্দুকদের মোক্ষম জবাবটা মুখে নয়, যেন ব্যাটেই দিতে চেয়েছিলেন বাবর-রিজওয়ান। পাকিস্তান অধিনায়ক ও উইকেটরক্ষক জবাবটা দিয়েও দিলেন খুব দ্রুত।

বাবর-রিজওয়ান জুটির রেকর্ডে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। করাচিতে গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংলিশদের গড়া ১৯৯ রানের ইমারত ৩ বল বাকি রেখে টপকে গেছেন স্বাগতিকেরা। এই জয়ে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা।

টি-টোয়েন্টিতে এটিই কোনো দলের বিনা উইকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়। আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের। ২০১৬ সালে পাকিস্তানেরই বিপক্ষে ১৬৯ রান তাড়া করে কিউইদের জয় এনে দিয়েছিলেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন।

কাল রেকর্ড গড়ার পথে সেঞ্চুরি তুলে নিয়েছেন বাবর (১১০ *)। সঙ্গী রিজওয়ান অপরাজিত ছিলেন ৮৮ রানে।  

কোনো উইকেট না হারিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয় 

দল              লক্ষ্য 
পাকিস্তান       ২০০
নিউজিল্যান্ড    ১৬৯
পাকিস্তান       ১৫২
ভারত           ১৪৪
ইংল্যান্ড        ১৪০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত