ক্রীড়া ডেস্ক
পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরে অনেকটা বেকায়দায় পড়ে যায় বাংলাদেশ। এগিয়ে থেকেও যে বাংলাদেশ বেশির ভাগ সময় সিরিজসেরা, সেখানে পিছিয়ে থেকে জেতা অনেকটা কঠিনই। বিশেষ করে, বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে কম ভক্ত-সমর্থকই লঙ্কা জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন।
বাংলাদেশ যখন ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে, তখন লিটন দাস-শেখ মেহেদী হাসানরা দেখালেন, এভাবেও ফিরে আসা যায়। পিছিয়ে পড়া বাংলাদেশ টানা দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো জিতল টি-টোয়েন্টি সিরিজ। যেখানে ডাম্বুলায় রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৩ রানে জিতে সমতায় ফেরে বাংলাদেশ। আর গত রাতে কলম্বোয় সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ২১ বল হাতে রেখে ৮ উইকেটের দাপুটে জয় পায় লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। ম্যাচ শেষে ঐতিহাসিক সিরিজের ট্রফি হাতে নিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তাওহিদ হৃদয় একটি ছবি পোস্ট করেন। হৃদয় লিখেছেন, ‘কে বলেছে আমরা পারি না। আমরা পারি। আবারও করে দেখাব ইনশা আল্লাহ। পুরো দলকে অভিনন্দন। সমর্থকদের জন্য ভালোবাসা।’
প্রেমাদাসায় বাংলাদেশের আয়েশি জয় এসেছে তানজিদ হাসান তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে। ৪৭ বলে ১ চার ও ৬ ছক্কায় ৭৩ রান করে অপরাজিত থাকেন তিনি। বাজে বল পেয়ে সেগুলো যখন একের পর এক ছক্কায় পরিণত করেন তামিম, প্রেমাদাসার গ্যালারিও ধীরে ধীরে স্তব্ধ হতে থাকে। বাংলাদেশের তরুণ বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘শুরু থেকেই দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। দলের জয়ে অবদান রেখেছি। উদযাপনই বলে দিচ্ছে।’ শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন তামিম ইকবাল। তাসকিন আহমেদ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিটন-শামীম পাটোয়ারীদের ট্রফি হাতে উদযাপনের ছবি পোস্ট করেছেন। তাসকিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’
শ্রীলঙ্কা সফর শেষের পর লিটনদের বসে থাকার সুযোগ নেই। এবার ঘরের মাঠে বাংলাদেশ আতিথেয়তা দেবে পাকিস্তানকে। ২০, ২২ ও ২৪ জুলাই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টি। মিরপুরে তিনটি ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।
পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরে অনেকটা বেকায়দায় পড়ে যায় বাংলাদেশ। এগিয়ে থেকেও যে বাংলাদেশ বেশির ভাগ সময় সিরিজসেরা, সেখানে পিছিয়ে থেকে জেতা অনেকটা কঠিনই। বিশেষ করে, বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে কম ভক্ত-সমর্থকই লঙ্কা জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন।
বাংলাদেশ যখন ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে, তখন লিটন দাস-শেখ মেহেদী হাসানরা দেখালেন, এভাবেও ফিরে আসা যায়। পিছিয়ে পড়া বাংলাদেশ টানা দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো জিতল টি-টোয়েন্টি সিরিজ। যেখানে ডাম্বুলায় রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৩ রানে জিতে সমতায় ফেরে বাংলাদেশ। আর গত রাতে কলম্বোয় সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ২১ বল হাতে রেখে ৮ উইকেটের দাপুটে জয় পায় লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। ম্যাচ শেষে ঐতিহাসিক সিরিজের ট্রফি হাতে নিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তাওহিদ হৃদয় একটি ছবি পোস্ট করেন। হৃদয় লিখেছেন, ‘কে বলেছে আমরা পারি না। আমরা পারি। আবারও করে দেখাব ইনশা আল্লাহ। পুরো দলকে অভিনন্দন। সমর্থকদের জন্য ভালোবাসা।’
প্রেমাদাসায় বাংলাদেশের আয়েশি জয় এসেছে তানজিদ হাসান তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে। ৪৭ বলে ১ চার ও ৬ ছক্কায় ৭৩ রান করে অপরাজিত থাকেন তিনি। বাজে বল পেয়ে সেগুলো যখন একের পর এক ছক্কায় পরিণত করেন তামিম, প্রেমাদাসার গ্যালারিও ধীরে ধীরে স্তব্ধ হতে থাকে। বাংলাদেশের তরুণ বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘শুরু থেকেই দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। দলের জয়ে অবদান রেখেছি। উদযাপনই বলে দিচ্ছে।’ শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন তামিম ইকবাল। তাসকিন আহমেদ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিটন-শামীম পাটোয়ারীদের ট্রফি হাতে উদযাপনের ছবি পোস্ট করেছেন। তাসকিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’
শ্রীলঙ্কা সফর শেষের পর লিটনদের বসে থাকার সুযোগ নেই। এবার ঘরের মাঠে বাংলাদেশ আতিথেয়তা দেবে পাকিস্তানকে। ২০, ২২ ও ২৪ জুলাই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টি। মিরপুরে তিনটি ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সঙ্গে কদিন ছুটি কাটাতে গেছেন মেলবোর্নে। ছুটি শেষে ১৮ আগস্ট ঢাকায় ফিরে আসার কথা তাঁর। এরপর শুরু সভাপতি হিসেবে বুলবুলের সংক্ষিপ্ত মেয়াদের বাকি অংশ।
২৯ মিনিট আগেফ্লোরিডার লডারহিলে গতকাল জেসন হোল্ডারের শেষ বলের বাউন্ডারিতে ওয়েস্ট ইন্ডিজ টানা ৯ হারের পর জয়ের দেখা পেয়েছিল। তাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আশা তৈরি হয়েছিল উইন্ডিজের। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ফের যখন মাঠে নামল উইন্ডিজ, এবার তারা মাঠ ছাড়ল হারের হতাশা নিয়েই।
১ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর হিসেবে গামিনি ডি সিলভাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। মিরপুরের উইকেটকে ‘মাইনফিল্ডে পরিণত করে বাংলাদেশ দল শক্তিশালী দলের বিপক্ষে মাঝে মধ্যে সাফল্য পেলেও তাতে যতটা না প্রশংসা, তার চেয়ে বেশি নিন্দিত-সমালোচিত হয়েছেন গামিনি।
১ ঘণ্টা আগেকোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল যাত্রা শুরু করেছেন গত বছর। তবে এনসিএল বা জাতীয় লিগের কোচ হলেন প্রথমবার। সেপ্টেম্বরে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে বরিশালের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি।
১ ঘণ্টা আগে