Ajker Patrika

জিততে জিততে হেরে গেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৭: ৫৭
জিততে জিততে হেরে গেল বাংলাদেশ

বিকেল ৫টা, ৩৮ মিনিট ১৯ নভেম্বর
জিততে জিততে হেরে গেল বাংলাদেশ

শরীফুলকে ওভারের তৃতীয় বলে  ছক্কা হাঁকালেন নাওয়াজ। এক বল আবারও বল গ্যালারিতে ফেললেন এই ওভারে শরীফুলও দিলেন ১৫ রান। ১৮ তম ও ১৯ তম ওভারে ম্যাচের নিয়ন্ত্রণ নিলেন পাকিস্তান। শেষ ওভারে পাকিস্তানের দরকার ২ রান। ইনিংসের শেষ ওভারে নিজের প্রথম ওভার করতে এলেন বিপ্লব। ওভারের দ্বিতীয় বলে বিপ্লবকে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করলেন শাদাব। ৪ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় তুলে নিল বাবর আজমের দল।  

বিকেল ৫টা, ৩২ মিনিট ১৯ নভেম্বর 
দুই চার এক ছয়ের ওভার 

মোস্তাফিজকে প্রথম বলে এক্সট্রা কাভার দিয়ে বাউন্ডারি হাঁকানোর পর তৃতীয় বলে লং অফের ওপর দিয়ে ছক্কা হাঁকালেন শাদাব। প্রথম ৩ বলে ১০ রান তুলে ব্যবধান কমিয়ে আনলেন পাকিস্তান অলরাউন্ডার। শেষ বলে বাউন্ডারি হাঁকালেন নাওয়াজ। শেষ দুই ওভারে সমীকরণ ১৭ রানে নামিয়ে আনলেন এই দুজন।  

বিকেল ৫টা, ২৪ মিনিট ১৯ নভেম্বর 
খুশদিলকে ফেরালেন  শরীফুল 

উইকেটে সেট ব্যাটার খুশদিলকে ফেরালেন  শরীফুল। আফ স্টাম্পের বাইরের বলে বড় শট খেলতে গিয়ে ব্যাটার কানাই লাগিয়ে ক্যাচ দিলেন খুশদিল।   ৩৫ বলে ৩৪ করে ফিরলেন খুশদিল। উইকেটে দুই নতুন ব্যাটার শাদাব ও নাওয়াজ। শেষ ১৮ বলে পাকিস্তানের দরকার ৩২ রান।  

বিকেল ৫টা, ৯ মিনিট ১৯ নভেম্বর 
তাসকিনের ব্রেক থ্রু, ফিরলেন ফখর

আগের বলে শর্ট অব লেংথে চার চার মেরেছেন ফখর। পরের বলটা এবার দিয়েছেন অফ স্টাম্পের বাইরে ফুলার লেংথে। অন সাইডে টেনে খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে ক্যাচ দিলেন উইকেটের পেছনে। ৩৬ বলে ৩৪ রান করে ফিরলেন তাসকিন। ফখর-খুশদিলের ৫০ বলে ৫৬ রানের জুটি ভাঙল। ম্যাচে ফিরল বাংলাদেশ। ৫ ওভারে পাকিস্তানের  জয়ের জন্য দরকার ৪৬ রান।  

বিকেল ৫টা, ৫ মিনিট ১৯ নভেম্বর 
ফখর-খুশদিল এগিয়ে নিচ্ছে পাকিস্তানকে 

পঞ্চম উইকেটে প্রতিরোধের চেষ্টা করছেন ফখর-খুশদিল। এই দুজন মিলে এখন পর্যন্ত যোগ করেছেন ৪৭ বলে ৫২। ফখর ৩৪ বলে ৩০ আর খুশদিল ২৩ বলে ২৩ রানে উইকেটে আছে। ৬ ওভারে পাকিস্তানের  জয়ের জন্য দরকার ৫২ রান।  

বিকেল ৪টা, ৪৮ মিনিট ১৯ নভেম্বর 
 ১০ ওভার শেষে বাংলাদেশ-পাকিস্তান সমানে সমান 

১০ ওভার শেষে পাকিস্তানের রান ৪ উইকেট হারিয়ে ৪০। ১০ ওভার শেষে বাংলাদেশের অবস্থাও ঠিক এমনই ছিল। সেখান থেকে শেষ ১০ ওভারে ৮৭ রান তুলে পাকিস্তানকে ১২৮ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। ১১ ওভার শেষে পাকিস্তানের রান ৪ উইকেটে ৪৮। উইকেটে থাকা ফখর আর খুশদিল অবশ্য কিছুটা থিতু হয়েছেন।    

বিকেল ৪টা, ৩০ মিনিট ১৯ নভেম্বর 
সোহানের চতুরতায় ফিরলেন মালিক 

আয়েশি ভঙ্গিতে উইকেটে ফিরতে গিয়ে রান আউটে কাটা পড়লেন মালিক। অভিজ্ঞ এই পাকিস্তানি ব্যাটার ওভারের শেষ বলে রান নেওয়ার চেষ্টা না করেও রান আউট হয়ে ফিরলেন। এখানে কৃতিত্ব দিতে হবে সোহানকে। বল সোহানের হাতে থাকার সময় পপিং ক্রিজের সামান্য বাইরে ছিলেন মালিক।   সোহান এই সুযোগ কাজে লাগিয়ে সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দেন।   তৃতীয় আম্পায়ার দেখার পর শোয়েবকে রান আউট ঘোষণা করেন। ৩ বল খেলে রানের খাতা খোলার আগে ফিরে গেলেন ৩৯ বছর বয়সী মালিক। পাওয়ার প্লেতে পাকিস্তানের রান ৪ উইকেটে ২৪।  

বিকেল ৪টা, ২২ মিনিট ১৯ নভেম্বর 
হায়দারকে ফেরালেন  মেহেদী 

নিজের দ্বিতীয় ওভারে হায়দারকে এলবিডব্লুর ফাঁদে ফেললেন মেহেদী। রিভিউ নিয়েও রক্ষা পেলেন না হায়দার। ২৩ রানের তিন টপ অর্ডার ফিরে গেলেন। বাংলাদেশ ১৫ রানে হারিয়েছিলেন ৩ উইকেট। পাওয়ার প্লের শেষ ওভারে এসেছেন মোস্তাফিজ।  

বিকেল ৪টা, ১৬ মিনিট ১৯ নভেম্বর 
এবার বাবরকে বোল্ড করলেন তাসকিন 

বোল্ড হয়ে গেলেন বাবর। ২২ গজে রীতিমতো গতির ঝড় তুলেছেন তাসকিন। ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করছেন এই পেসার। ওভারের শেষ বলটা  থার্ডম্যানে খেলতে গিয়ে বল স্টাম্পে টেনে আনেন পাকিস্তান অধিনায়ক।  

বিকেল ৪টা, ৮ মিনিট ১৯ নভেম্বর 
রিজওয়ানকে বোল্ড করলেন মোস্তাফিজ 

তৃতীয় ওভারে মোস্তাফিজকে বোলিংয়ে এনেছেন মাহমুদউল্লাহ। ভেতরে ঢোকা এক বলে বোল্ড করে দিলেন রিজওয়ানকে। ৩ ওভার শেষে পাকিস্তানের রান ১ উইকেটে ১৬। 

বিকেল ৪টা, ১৯ নভেম্বর 
বাংলাদেশও শুরু করেছে স্পিন দিয়ে 

স্পিন দিয়ে আক্রমণ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ওভারে মেহেদী দিলেন ৪ রান। পরের ওভারে আরেক প্রান্ত থেকে এসেছেন তাসকিন। এই ওভারে তাসকিন দিলেন ৯ রান। 

বেলা ৩টা ৪১ মিনিট, ১৯ নভেম্বর 
পাকিস্তানকে ১২৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ 

শেষ ওভারের প্রথম বলে রউফকে দারুণ এক স্কুপ শটে ছক্কা হাঁকালেন মেহেদী। শেষ বলে আরেকবার বল গ্যালারিতে ফেললেন তাসকিন। বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১২৭। জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ১২৮ রান। শেষ দশ ওভারে ৮৭ রান করে বাংলাদেশ। শেষ দিকে মেহেদীর ব্যাটেই ১২০ পেরোল বাংলাদেশ। ১ চার ও ২ ছক্কায় ২০ বলে ৩০ রান করে অপরাজিত মেহেদী। ঘরের মাঠে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১২৭ রানের লক্ষ্য দিয়ে ১০ রানে জিতেছিল বাংলাদেশ। 

বেলা ৩টা ৩১ মিনিট, ১৯ নভেম্বর 
১০০ পেরোল বাংলাদেশ 

১৮তম ওভারে এক শ পেরোল বাংলাদেশ। রান রেট এখনো ছয়ের নিচে। বাংলাদেশের ইনিংসে অবশ্য এখন পর্যন্ত চারের চেয়ে ছক্কা বেশি। চার ৩টি, ছক্কা ৫টি। ১৯তম ওভারে হাসান আলীর স্লোয়ারে বোল্ড হয়ে গেলেন আমিনুল ইসলাম বিপ্লব। ১৯ ওভার শেষে বাংলাদেশের রান  ৭ উইকেটে ১১২। 

বেলা ৩টা ২৬ মিনিট, ১৯ নভেম্বর 
হাসান ফেরালেন সোহানকে 

২২ বলে ২৮ রান করে হাসানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিলেন সোহান। আফিফ ফেরার পর হাত খুলে খেলছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। মেহেদীর সঙ্গে ষষ্ঠ উইকেটে ৩৫ রানের জুটি গড়ে বড় শট খেলতে গিয়ে ফিরলেন ক্যাচ দিয়ে। ১৭ ওভার শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ৯৬।  

বেলা ৩টা ৮ মিনিট, ১৯ নভেম্বর 
শাদাব ফেরালেন দুর্দান্ত খেলতে থাকা আফিফকে 

উইকেটের একপ্রান্ত আগলে দলকে এগিয়ে নিচ্ছিলেন আফিফ। তিনিও এবার ফিরলেন। শাদাবের গুগলি উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন আফিফ।  উইকেটে পেছনে থাকা রিজওয়ান কোনো সুযোগ দিলেন না। বল গ্রিপে নিয়েই স্টাম্প ভেঙে দিলেন। ৩৪ বলে ৩৬ রান করে ফিরলেন আফিফ। এখন পর্যন্ত দলীয় ইনিংসের অর্ধের  বেশি রান এসেছে তাঁর ব্যাট থেকে।  ১৩ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৬২। 

বেলা ২টা ৫৯ মিনিট, ১৯ নভেম্বর 
২ ছয়ের ওভার

আগের ওভারে রিভিউ নিয়ে বেঁচে যান আফিফ। নাওয়াজের ১১তম ওভারে সেই ঝালই বোধ হয় মেটালেন তিনি! টানা দুই ছয়ে গ্যালারিতে আছড়ে ফেলেন নাওয়াজকে। এই ওভারে এসেছে ১৫ রান যার ১৪ রানই এসেছে আফিফের ব্যাট থেকে। ১১ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৫৫। এখন পর্যন্ত বাংলাদেশের ইনিংসে ২ ছয় আর ২ চার হয়েছে। এর  সবগুলো এসেছে আফিফের ব্যাট থেকে। 

বেলা ২টা ৪৫ মিনিট, ১৯ নভেম্বর 
বোল্ড হয়ে গেলেন মাহমুদউল্লাহ 

প্রতিরোধের ইঙ্গিত দিয়ে ফিরলেন মাহমুদউল্লাহও। নবম ওভারে নেওয়াজের শেষ বলটার লাইন মিস করেন বাংলাদেশ অধিনায়ক। দুর্দান্ত ডেলিভারিটি টার্ন করে স্টাম্পের ঠিক ওপরের অংশে স্পর্শ করে বেল ফেলে দেয়। পেছন থেকে রিজওয়ান শুরুতে ক্যাচের আবেদন করলেও পরে আম্পায়ারকে স্টাম্পের দিকে ইঙ্গিত করান। পরে রিভিউতে দেখা যায়, বল উইকেটরক্ষকের  হাতে যাওয়ার সময় আগে আলতোভাবে স্টাম্পের বেল পড়ে যায়। ১১ বলে ৬ রান করে ফেরেন মাহমুদউল্লাহ। ৯ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪০। 

অবিশ্বাস্যভাবে বোল্ড হয়ে ফিরে যাচ্ছেন মাহমুদউল্লাহ

বেলা ২টা ৩৬ মিনিট, ১৯ নভেম্বর 
পাওয়ার প্লের শেষ ওভারে এল বাউন্ডারি 

পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে পরিবর্তন। নিজের প্রথম ওভারে এসেছেন হ্যারিস রউফ। ইনিংসের ২৬তম বলে প্রথম বাউন্ডারি পেল বাংলাদেশ প্রথম ৬ ওভারে বাংলাদেশের বাউন্ডারি এই একটিই। এই ওভারে রউফ দিলেন ৯ রান। এখন পর্যন্ত বাংলাদেশের সফল ওভার। পাওয়ার প্লেতে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৫। 

বেলা ২টা ২৭ মিনিট, ১৯ নভেম্বর 
১৫ রান তুলতেই নেই ৩ উইকেট

আবারও মোহাম্মদ ওয়াসিমের আঘাত। ওভারের পঞ্চম বলটা  বাউন্সার দেন। উইকেট থেকে বেরিয়ে এসে তুলে মারতে চেয়েছিলেন শান্ত। ব্যাটের জায়গা মতো নিতে না পারায় উইকেটের মধ্যেই ক্যাচ দিয়েছেন। ফলো থ্রুর পর বোলিং প্রান্তে ওয়াসিম নিজেই ক্যাচ নিলেন। ১৪ বলে ৭ রান করে ফিরলেন শান্ত।  

বেলা ২টা ১৬ মিনিট, ১৯ নভেম্বর 
নাঈমের পর এবার ফিরলেন সাইফ 

তৃতীয় ওভারে নতুন বোলার মোহাম্মদ ওয়াসিমকে আক্রমণে এনেছেন বাবর। ওভারের পঞ্চম বলে সাফল্য এনে দিলেন ওয়াসিম। ওভারের পঞ্চম বলটা উইকেটে পিচ করে লাফিয়ে উঠেছিল। সামলাতে পারলেন না অভিষিক্ত সাইফ। ব্যাটের কানায় লেগে বল সরাসরি ফার্স্ট স্লিপে ফখর জামানের হাতে।  ৮ বলে ১ রান করে ফিরলেন সাঈফ। 

৮ বলে ১ রান করে ফিরে যাচ্ছেন সাইফ হাসান

বেলা ২টা ১০ মিনিট, ১৯ নভেম্বর 
দ্বিতীয় ওভারেই ধাক্কা, ফিরলেন নাঈম 

দ্বিতীয় ওভারে ধাক্কা খেল বাংলাদেশ। নিজের প্রথম ওভারের প্রথম বৈধ বলে নাঈমকে উইকেটের পেছনে ক্যাচ বানালেন হাসান আলী। অফ স্টাম্পের অনেক বাইরের বল নাঈমের ব্যাটের কানাই ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক রিজওয়ানের গ্লাভসে। আবেদন করতেই আউটের সংকেত দেন আম্পায়ার। রিভিও না নিয়ে সোজা উইকেট ছেড়ে বেরিয়ে গেছে নাঈম।   

দ্বিতীয় ওভারেই ১ রান করে ফিরে গেছেন মোহাম্মদ নাঈম

বেলা ২টা ৬ মিনিট, ১৯ নভেম্বর 
পাকিস্তানের শুরুটা স্পিন দিয়ে 

প্রথম ওভারে বোলিংয়ে এসেছেন বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ।  মোহাম্মদ নাঈমের সঙ্গে ওপেনিংয়ে অভিষিক্ত সাইফ হাসান।প্রথম ওভার শেষে বাংলাদেশের রান বিনা উইকেটে ২।

বেলা ১টা ৫৫ মিনিট, ১৯ নভেম্বর 
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের অভিষেক

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। বাংলাদেশ তিন পেসার ও এক লেগ স্পিনার নিয়ে মাঠে নেমেছে। দীর্ঘদিন পর একাদশে সুযোগ পেয়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। অভিষেক হয়েছে ওপেনার সাইফ হাসানের। 

বাংলাদেশ দল 
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত