Ajker Patrika

পাঁচ বছর পর সাকিবের সেঞ্চুরি, মাহফুজুর-জাকিরের ১২ ছক্কা

আপডেট : ০৩ মে ২০২৪, ২১: ০৬
পাঁচ বছর পর সাকিবের সেঞ্চুরি, মাহফুজুর-জাকিরের ১২ ছক্কা

দীর্ঘ পাঁচ বছর পর লিস্ট ‘এ’ ক্যারিয়ারে সেঞ্চুরি পেয়েছেন সাকিব আল হাসান। কিন্তু সেঞ্চুরি পাওয়ার দিনটা রাঙাতে পারলেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক। গাজী গ্রুপের কাছে তাঁর দল শেখ জামাল ২ উইকেটে হেরে যাওয়ায় সাকিবের সেঞ্চুরি ভেস্তে গেছে।

সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সাকিব। আজ তাঁর সেঞ্চুরিকে ভেস্তে দিতে বাধ্য করেছেন গাজী গ্রুপের ব্যাটার মাহফুজুর রহমান রাব্বি। সাকিবের সেঞ্চুরির বিপরীতে সেঞ্চুরি করেছেন তিনি। তাঁর ১২৫ রানের ইনিংসের সৌজন্যেই ২ বল বাকি থাকতেই ২ উইকেটের জয় পায় গাজী গ্রুপ। এতে সাকিবের ১০৭ রানের ইনিংসটি শেখ জামালের কোনো কাজেই আসে না। আর বোলিংয়ে ৪৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। এতে ৪৪ রানে ৪ উইকেট নেওয়া শেখ জামালের স্পিনার আরিফ আহমেদেরও তাই পারফরম্যান্স বৃথা গেছে। 

২৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অবশ্য গাজী গ্রুপের শুরুটা হতাশার হয়েছিল। ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচে ধুঁকছিল তারা। সেখান থেকে সাব্বির হোসেন শিকদারের সঙ্গে পঞ্চম উইকেটে ১১২ রানের জুটি গড়েন মাহফুজুর। ৬৪ রানে উইকেটরক্ষক ব্যাটার সাব্বির আউট হলে লেজের দিকের ব্যাটারদের নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মাহফুজুর। 

দলের জয় যখন ১ রান দূরে ঠিক তখনই আউট হন মাহফুজুর। ১২৫ রানের ইনিংসটি সাজিয়েছেন ৩ চার ও ১২ ছক্কায়। এত একটা রেকর্ডও গড়েছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে যৌথভাবে ১২টি ছক্কা হাঁকানো দ্বিতীয় সর্বোচ্চ তিনি। তাঁর সঙ্গে আজই এই রেকর্ডে ভাগ বসিয়েছেন জাকির হাসান। অন্যদিকে ২০১৯ সালে শেখ জামালের বিপক্ষে অপরাজিত ২০৮ রানের ইনিংস খেলার পথে ১৬ ছক্কা মেরে সবার ওপরে আছেন সৌম্য সরকার। ম্যাচসেরার পুরস্কার হাতে মোসাদ্দেক হোসেন। ছবি: বিসিবিএর আগে ব্যাটিং করতে নেমে ৬৩ রানে ৩ উইকেট হারানো শেখ জামালকে ২৮০ রান এনে দেন সাকিব ও ইয়াসির আলি। সাকিবের ১০৭ রানের বিপরীতে ৭১ রান করেন ইয়াসির। সাকিব তাঁর ইনিংসটি সাজিয়েছেন ৯ চার ও ৭ ছক্কায়। 

সাকিব-মাহফুজুরের দিনে ডিপিএলে আরও তিনটি সেঞ্চুরি হয়েছে। প্রাইম ব্যাংক-শাইনপুকুর ম্যাচে জাকিরের সেঞ্চুরির বিপরীতে শাইনপুকুরের ব্যাটার অমিত হাসান সেঞ্চুরি করলেও দলকে জেতাতে পারেননি। প্রাইমের কাছে ১১১ রানে হেরেছে তাঁর দল শাইনপুকুর। বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রথমে ব্যাটিং করতে নেমে রানের পাহাড় গড়ে প্রাইম। নির্ধারিত ৫০ ওভার শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ৩৪১ রান। জাকিরের ক্যারিয়ার সেরা ১৫৮ রানের সঙ্গে তিনটি ত্রিশোর্ধ্ব ইনিংস খেলেছেন শাহাদাত হোসেন দিপু (৩৭), মোহাম্মদ মিঠুন (৫৪) এবং সাব্বির রহমান (৪০)। ১৩২ বলের ইনিংসটি ৮ চার ও ১২ ছক্কায় সাজিয়েছেন জাকির। 

প্রাইমের দেওয়া ৩৪২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৩০ রানে অলআউট শাইনপুকুর। যার ১০৪ রানই শাইনপুকুরের ব্যাটার অমিতের। প্রতিপক্ষকে আড়াই শর আগে অলআউট করতে প্রাইমের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন হাসান মাহমুদ ও নাজমুল হোসেন অপু। ৩৮ রানে ৪ উইকেট নেওয়া পেসার হাসানের বিপরীতে ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার নাজমুল। 

রেকর্ড ১২ ছক্কা হাঁকিয়ে ম্যাচসেরার পুরস্কার হাতে মাহফুজুর রাব্বি। ছবি: বিসিবিডিপিএলের বাকি সেঞ্চুরিটি এসেছে মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৯ রানের রোমাঞ্চকর জয়ের ম্যাচে ১৩৩ রানের ইনিংস খেলেছেন আবাহনীর অধিনায়ক। তাঁর ৮ চার ও ১০ ছক্কার ইনিংসে ভর করে অলআউট হওয়ার আগে ৩০৩ রান তোলে আবাহনী। ৩০০ পেরোনো স্কোরে অবশ্য ৯১ রানের ইনিংস খেলা সাব্বির হোসেনের অবদানও কম নয়। ওপেনিংয়ে নেমে ৭৮ বলের ইনিংসটি সাজিয়েছেন ৭ চার ও ৬ ছক্কায়।ক্যারিয়ার সেরা ১৫৮ রানের ইনিংসে ম্যাচসেরা হয়েছেন জাকির হাসান। ছবি: বিসিবি৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে জয়ের জন্য মোহামেডানের প্রয়োজন ছিল ২৭ রান। মোসাদ্দেকের করা শেষ ওভারটিতে রুবেল মিয়া টানা দুই ছক্কা মারলেও ১৭ রানের বেশি নিতে পারেনি। এতে ৯ রানের জয় পায় আবাহনী। এর আগে অবশ্য ম্যাচে দারুণ লড়াই করেছে মোহামেডানের ব্যাটাররা। শেষ পর্যন্ত অবশ্য ইমরুল কায়েস (৫৯) আর রুবেলের (৬৫) ইনিংসগুলো কাজে আসেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত