Ajker Patrika

ফাইনাল থেকে দুই দর্শককে বের করে দিল আইসিসি

আপডেট : ২৪ জুন ২০২১, ১২: ৫৭
ফাইনাল থেকে দুই দর্শককে বের করে দিল আইসিসি

ঢাকা: সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখতে আসা দুই দর্শককে বহিষ্কার করেছে আইসিসি। নিউজিল্যান্ডের খেলোয়াড়দের লক্ষ্য করে বর্ণবাদী কটূক্তি করায় তাঁদের গ্যালারি থেকে বের করে দেওয়া হয়েছে।

সাউদাম্পটনে বৃষ্টিবাধায় ফাইনালের প্রথম চার দিন প্রায় ভেসে গেছে। তবে খেলা হয়েছে পঞ্চম দিনে। পঞ্চম দিনে এম ব্লকে থাকা দুই দর্শক কিউই ব্যাটসম্যান রস টেলরকে লক্ষ্য করে কটূক্তি করছিলেন। পরে আইসিসি নিরাপত্তাকর্মী ডেকে দুই দর্শককে মাঠ থেকে বের করে দেয়।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, কিউই খেলোয়াড়দের লক্ষ্য করে বর্ণবাদী আচরণের প্রমাণ পাওয়া গিয়েছে। নিরাপত্তাকর্মী ডেকে দুই দর্শককে শনাক্ত করে মাঠ থেকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা সহ্য করা হবে না।

টিম সাউদি অবশ্য জানিয়েছেন, সতীর্থরা কেউই এমন কোনো মন্তব্য শোনেননি। কাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কিউই পেসার বলেন, ‘আমরা মাঠে স্পোর্টসম্যানশিপ বজায় রাখার চেষ্টা করি। মাঠের বাইরে কী ঘটে সবকিছু খেয়াল করা আমাদের পক্ষে সম্ভব না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত