Ajker Patrika

বেদম পিটুনি খেয়ে বিব্রতকর রেকর্ডে নাসুম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৯: ৪১
বেদম পিটুনি খেয়ে বিব্রতকর রেকর্ডে নাসুম

দেশের মাঠে খেলা হলে নাসুম আহমেদ হয়তো ২২ গজ থেকে সুড়ঙ্গ তৈরি করে ড্রেসিং রুমে ফিরতে চাইতেন। দর্শকদের কটু কথা হজম করা খুব কঠিনই হয়ে যেত তাঁর।

খেলাটা বিদেশে হচ্ছে বলে সেটি করতে হচ্ছে না। তবে আজকের দিনটি নিশ্চয়ই দ্রুত ভুলে যেতে চাইবেন নাসুম। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারিত টি-টোয়েন্টিতে যে আজ এক ওভারেই ৩৪ রান দিয়েছেন তিনি!

টি-টোয়েন্টিতে এটিই কোনো বাংলাদেশি বোলারের এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড, সব মিলিয়ে চতুর্থ সর্বোচ্চ। এত দিন বাংলাদেশের হয়ে এই বিব্রতকর রেকর্ডের সবার ওপরে ছিল মোহাম্মদ সাইফউদ্দিনের নাম। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারে ৩১ রান দেন তিনি। পাঁচ ছক্কা ও এক সিঙ্গেলে একাই সেই রান তোলেন ডেভিড মিলার। ওই ম্যাচে টি-টোয়েন্টি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েন বাঁহাতি হার্ড হিটার।

আজ নাসুমের ওপর দিয়েও মহাপ্রলয় বইয়ে দিয়েছেন এক বাঁহাতি—তিনি রায়ান বার্ল। জিম্বাবুয়ের ইনিংসের ১৫তম ওভারে একাই ৩৪ রান নিয়েছেন এই পাওয়ার হিটার। পঞ্চম বলে ছক্কার জায়গায় চার না মারলে আরও বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হতো নাসুমকে।

 অথচ ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই উইকেট পান নাসুম। ওই ওভারে দেন ৬ রান। কিন্তু নিজের দ্বিতীয় আর শেষ ওভারে এসে ম্যাচের নিয়ন্ত্রণটাই যেন জিম্বাবুয়ের হাতে তুলে দেন নাসুম। এর একটু আগে স্বাগতিকেরা যে ৬৭ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল!

অবশ্য বার্লের হাতে বাংলাদেশি বোলারের বেদম পিটুনি খাওয়ার ঘটনা নতুন নয়। ২০১৯ সালে ত্রিদেশীয় সিরিজে সাকিব আল হাসানের এক ওভারে ৩০ রান নিয়েছিলেন তিনি। সেদিন ৩২ বলে ৫৭ রানের হার না মানা ইনিংসে মুগ্ধতা ছড়িয়ে বিপিএলে জায়গা করে নেন তিনি। আর আজ তাঁর ২৮ বলে ৫৪ রানের ইনিংসটি গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য। সেটি হলে টি-টোয়েন্টিতে প্রথমবার বাংলাদেশকে হারাবে জিম্বাবুয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত