Ajker Patrika

জাতীয় নির্বাচনের চেয়ে বিসিবির নির্বাচন কঠিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১২: ৩৯
জাতীয় নির্বাচনের চেয়ে বিসিবির নির্বাচন কঠিন

আকরাম খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হওয়ার পথে রয়েছেন। তবে দেশের অন্য দুই সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজনকে এবারও পড়তে হয়েছে ভোটের লড়াইয়ে। 

রাজধানীর একটি হোটেলে গতকাল কাউন্সিলর ও বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ‘গেট টুগেদার’ অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই দুর্জয় ও সুজনকে ব্যস্ত দেখা গেছে। 

অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাংলাদেশের অভিষেক টেস্টের অধিনায়ক দুর্জয়। 

নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় আছেন কি না—এমন প্রশ্নের জবাবে দুর্জয় বলেন, ‘নির্বাচনের সময় তো কিছু টেনশন কাজ করেই। নির্বাচনে দাঁড়ালে আসলে ফল না আসা পর্যন্ত তো কিছু বলা যায় না।’ 

দুর্জয়ের জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের অভিজ্ঞতাও আছে। তিনি বর্তমানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য। দুই নির্বাচনের মধ্যে বিসিবির ভোটই বেশি কঠিন মনে হয় তাঁর, ‘মনে হয়, যত কম ভোটের নির্বাচন তত বেশি কঠিন। অনুভব করি, আমি যে দুটি নির্বাচন করি একটা প্রায় ৪ লাখ ভোটারের, আরেকটা ১৭ ভোটারের। আমার এটা (বিসিবির নির্বাচন) একটু টাফ মনে হয়।’ 

নিজেকে মূল্যায়নের জন্যই নির্বাচনে আসা বলে জানালেন দুর্জয়, ‘কী কাজ করলাম, মানুষের জন্য কতটা করলাম—সেসব মূল্যায়নের জন্যই নির্বাচন করা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত