Ajker Patrika

ওয়েস্ট ইন্ডিজের নিরাপত্তার দায়িত্বে ৮৮৯ পাকিস্তানি কমান্ডো

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ২১: ০৯
ওয়েস্ট ইন্ডিজের নিরাপত্তার দায়িত্বে ৮৮৯ পাকিস্তানি কমান্ডো

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানে সফর স্থগিত করেছিল নিউজিল্যান্ড আর ইংল্যান্ড। নিরাপত্তার হুমকিকে কারণ হিসেবে দেখানো হয়েছিল। কিউইরা তো সফরে গিয়েও ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা হুমকির কথা বলে পাকিস্তান ছাড়ে। এ দুই দল নিরাপত্তা হুমকির কথা বলার তিন মাসের মধ্যে পাকিস্তান সফর করছে ওয়েস্ট ইন্ডিজ। 

সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই মুহূর্তে পাকিস্তানে আছে ওয়েস্ট ইন্ডিজ। আগের সফরগুলোর ন্যায় শাই হোপ-নিকোলাস পুরানদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থাই করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিরিজে ক্যারিবিয়ানদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৮৮৯ জন কমান্ডো। 

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য নিউজ পাকিস্তান’ সম্প্রতি এমন একটি তথ্য প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার সিন্ধ স্কাউট অডিটোরিয়ামে দেশটির অতিরিক্ত আইজি ইমরান ইয়াকুবের সভাপতিত্বে সফরের নিরাপত্তা বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। সিকিউরিটি ও ইমার্জেন্সি সার্ভিস ডিভিশনের ডিআইজি মাকসুদ আহমেদ পুরো পরিকল্পনা সবার সামনে তুলে ধরেন। 

শুধু ক্যারিবিয়ানদের জন্য নয়, সামনে পাকিস্তানে সফরকারী দল এমন কড়া নিরাপত্তার ব্যবস্থা পাবে। সফরকারী দলের জন্য ৪৬ জন ডিএসপি, ৩১৫ জন এনজিও, ৩৮২২ জন কনস্টেবল ও হেড কনস্টেবল, ৫০ জন নারী পুলিশ এবং র‍্যাপিড রেসপন্স ফোর্সের ৫০০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। 

আগামী ১৩ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। ১৪ ডিসেম্বর দ্বিতীয়, ১৭ ডিসেম্বর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে। এরপর ১৮, ২০ ও ২২ ডিসেম্বর তিন ওয়ানডের সূচি নির্ধারণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত