ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। তরুণ ক্রিকেটারদের খেলাচ্ছে ভারত। তবে এই পরীক্ষা নিরীক্ষা নিয়ে অসন্তুষ্ট অনেকেই। সামাজিকমাধ্যমে ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের ওপর ক্ষোভ ঝেরেছেন নেটিজেনরা।
ওয়েস্ট ইন্ডিজ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে। এরই মধ্যে হয়ে গেছে দুই ম্যাচ। এই দুই ম্যাচেই খেলেছেন মুকেশ কুমার, উমরান মালিকের মতো তরুণরা। মুকেশের এই সিরিজেই ওয়ানডেতে অভিষেক হয়েছে। সিরিজে ৮ ওভার বোলিং করে ৩৯ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। আর উমরান ৬ ওভার বোলিং করে খরচ করেছেন ৪৪ রান, পাননি কোনো উইকেট। আর গতকাল বার্বাডোজের কেনসিংটন ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলেননি রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিতের পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। কোহলি ও রোহিতের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেল। তবে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি স্যামসন-অক্ষরের কেউই। স্যামসন করেছেন ৯ রান এবং অক্ষর করেছেন ১ রান। আর টস হেরে প্রথমে ব্যাটিং করা ভারত ৪০.৫ ওভারে ১৮১ রানে অলআউট হয়েছে। রান তাড়া করতে নেমে ৩৬.৪ ওভারে ৪ উইকেটে ১৮২ রান করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়।
২০২৩ বিশ্বকাপের আর ৮০ দিনও বাকি নেই। এমন অবস্থায় দ্রাবিড়ের পরীক্ষা-নিরীক্ষা মানতে পারছেন না অনেকেই। কেউ কেউ ২০০৭ বিশ্বকাপের কথা মনে করে ভয় পাচ্ছেন। ১৬ বছর আগের সেই বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন দ্রাবিড়। এই বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা-এই দুই দলের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায় ভারত। এই টুর্নামেন্টে ভারতের ব্যাটিং অর্ডার নিয়েও পরীক্ষা-নিরীক্ষা হয়েছিল। ক্যারিয়ারের অধিকাংশ সময় ওপেনিংয়ে ব্যাটিং করা শচীন টেন্ডুলকার তাঁর জায়গায় ব্যাটিং করতে পারেননি। দুই ম্যাচে চার নম্বরে ও এক ম্যাচে ছয় নম্বরে ব্যাটিং করতে হয়েছে শচীনকে।
শমসের সিং নামের একজন টুইট করেছেন, ‘২০০৭ এর পুনরাবৃত্তি হতে যাচ্ছে। অধিনায়ক, কোচ দুই ক্ষেত্রেই রাহুল দ্রাবিড় ওভাররেটেড। এটা পরীক্ষা-নিরীক্ষার সময় নয়। আমাদের আসল বোলার-ব্যাটারদের বিশ্রাম দেওয়ার সময় নয় এটা। বিশ্বকাপের আগে যত ম্যাচ আছে, দলের সেরা খেলোয়াড়দের এসব ম্যাচে খেলিয়ে প্রস্তুত করা দরকার।’ ধনঞ্জয় নামের একজনের টুইট, ‘দ্রাবিড় ২০০৭ বিশ্বকাপ থেকে শিক্ষা নিচ্ছেন এবং তখন যা করেছেন, এখনও তাই করছেন। এখন করছেন কোচ হিসেবে।’
ওয়েস্ট ইন্ডিজ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন রয়েছে ১-১ সমতায়। তাতে ভারতের বিপক্ষে প্রায় চার বছর পর ওয়ানডে জিতল ওয়েষ্ট ইন্ডিজ। পরশু ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে হবে তৃতীয় ওয়ানডে। ১৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ রয়েছে উইন্ডিজের। ২০০৬ সালে সর্বশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। তরুণ ক্রিকেটারদের খেলাচ্ছে ভারত। তবে এই পরীক্ষা নিরীক্ষা নিয়ে অসন্তুষ্ট অনেকেই। সামাজিকমাধ্যমে ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের ওপর ক্ষোভ ঝেরেছেন নেটিজেনরা।
ওয়েস্ট ইন্ডিজ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে। এরই মধ্যে হয়ে গেছে দুই ম্যাচ। এই দুই ম্যাচেই খেলেছেন মুকেশ কুমার, উমরান মালিকের মতো তরুণরা। মুকেশের এই সিরিজেই ওয়ানডেতে অভিষেক হয়েছে। সিরিজে ৮ ওভার বোলিং করে ৩৯ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। আর উমরান ৬ ওভার বোলিং করে খরচ করেছেন ৪৪ রান, পাননি কোনো উইকেট। আর গতকাল বার্বাডোজের কেনসিংটন ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলেননি রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিতের পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। কোহলি ও রোহিতের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেল। তবে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি স্যামসন-অক্ষরের কেউই। স্যামসন করেছেন ৯ রান এবং অক্ষর করেছেন ১ রান। আর টস হেরে প্রথমে ব্যাটিং করা ভারত ৪০.৫ ওভারে ১৮১ রানে অলআউট হয়েছে। রান তাড়া করতে নেমে ৩৬.৪ ওভারে ৪ উইকেটে ১৮২ রান করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়।
২০২৩ বিশ্বকাপের আর ৮০ দিনও বাকি নেই। এমন অবস্থায় দ্রাবিড়ের পরীক্ষা-নিরীক্ষা মানতে পারছেন না অনেকেই। কেউ কেউ ২০০৭ বিশ্বকাপের কথা মনে করে ভয় পাচ্ছেন। ১৬ বছর আগের সেই বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন দ্রাবিড়। এই বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা-এই দুই দলের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায় ভারত। এই টুর্নামেন্টে ভারতের ব্যাটিং অর্ডার নিয়েও পরীক্ষা-নিরীক্ষা হয়েছিল। ক্যারিয়ারের অধিকাংশ সময় ওপেনিংয়ে ব্যাটিং করা শচীন টেন্ডুলকার তাঁর জায়গায় ব্যাটিং করতে পারেননি। দুই ম্যাচে চার নম্বরে ও এক ম্যাচে ছয় নম্বরে ব্যাটিং করতে হয়েছে শচীনকে।
শমসের সিং নামের একজন টুইট করেছেন, ‘২০০৭ এর পুনরাবৃত্তি হতে যাচ্ছে। অধিনায়ক, কোচ দুই ক্ষেত্রেই রাহুল দ্রাবিড় ওভাররেটেড। এটা পরীক্ষা-নিরীক্ষার সময় নয়। আমাদের আসল বোলার-ব্যাটারদের বিশ্রাম দেওয়ার সময় নয় এটা। বিশ্বকাপের আগে যত ম্যাচ আছে, দলের সেরা খেলোয়াড়দের এসব ম্যাচে খেলিয়ে প্রস্তুত করা দরকার।’ ধনঞ্জয় নামের একজনের টুইট, ‘দ্রাবিড় ২০০৭ বিশ্বকাপ থেকে শিক্ষা নিচ্ছেন এবং তখন যা করেছেন, এখনও তাই করছেন। এখন করছেন কোচ হিসেবে।’
ওয়েস্ট ইন্ডিজ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন রয়েছে ১-১ সমতায়। তাতে ভারতের বিপক্ষে প্রায় চার বছর পর ওয়ানডে জিতল ওয়েষ্ট ইন্ডিজ। পরশু ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে হবে তৃতীয় ওয়ানডে। ১৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ রয়েছে উইন্ডিজের। ২০০৬ সালে সর্বশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে ক্যারিবীয়রা।
পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
১৩ মিনিট আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
১ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগে